alt

খেলা

পারভেজের শতকে বাংলাদেশের রেকর্ড জয়

সংবাদ অনলাইন রিপোর্ট : রোববার, ১৮ মে ২০২৫

দীর্ঘ আট বছর পর বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে দেখা মিলল শতকের। সেই কৃতিত্ব গেল তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনের ঝলমলে ব্যাটে।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালের পর প্রথম বাংলাদেশি হিসেবে শতরান করলেন বাঁহাতি এই ব্যাটার। তাঁর ছক্কার বৃষ্টিতে বাংলাদেশ পেল শারজাহতে প্রথম জয়, সিরিজের শুরুটাও হলো প্রত্যাশিতভাবে।

শনিবার শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন খেলেছেন ৫৪ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস, যেখানে ছিল ৫টি চার ও ৯টি ছক্কা—যা এক ইনিংসে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ।

তবে দলের বাকিদের ব্যাটে ধার ছিল না তেমন। ইনিংসের প্রথম ১০ ওভারে পেরিয়ে যায় ১০০ রান, তবুও স্কোরবোর্ড ২০০ ছুঁতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৯১/৭।

রান তাড়ায় শুরুটা দারুণ করে আমিরাত। ওপেনার মুহাম্মাদ ওয়াসিম মাত্র ৩৯ বলে করেন ৫৪ রান। রাহুল শর্মার সঙ্গে তার ৬২ রানের জুটিতে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন আসিফ খান। ২১ বলে ৪২ রানের ইনিংসে মারেন ৪টি ছক্কা।

তবে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত পথ হারায় স্বাগতিকরা। শেষ ১০ রানে তারা হারায় ৫টি উইকেট। সব মিলিয়ে ২০ ওভারে থেমে যায় ১৬৪ রানে।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল হাসান মাহমুদ—৩৩ রানে ৩ উইকেট। তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান নেন ২টি করে উইকেট।

শারজাহতে এটিই বাংলাদেশের প্রথম জয়, আগের তিন ম্যাচেই ছিল হার। নিয়মিত অধিনায়ক হিসেবে লিটন দাসের যাত্রা হলো জয় দিয়ে।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ইনিংস উদ্বোধনে এসেছিলেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। তবে ১০ রান করে তানজিদ বিদায় নিলে শুরু হয় পারভেজের একক শো। মিডিয়াম পেসার ও স্পিনারদের চোখ রাঙানি এড়িয়ে একের পর এক বাউন্ডারিতে এগিয়ে যান তিনি।

২৮ বলে ফিফটির পর দ্বিতীয় অর্ধশতকে খান আরও ২৫ বল। ৫৩ বলে পূর্ণ করেন শতরান। হায়দার আলির এক ওভারে মারেন টানা তিনটি ছক্কা। ফ্রি হিটে মারেন চার। ছক্কায় ছক্কায় ৯টি বাউন্ডারির মধ্যে ৮টিই ছিল লং অন ও লং অফ দিয়ে—যা বলে দেয় কোথায় তার মূল শক্তি।

শেষ ওভারের প্রথম বলেই বিদায় নেন পারভেজ। এর আগে মাতিউল্লাহ খানের ‘নো’ বল বাঁচিয়ে দেন তাকে ফিরিয়ে।

পারভেজ ছাড়াও হৃদয় (২০), জাকের আলি (১৩) ও লিটন (১১) কিছু রান করলেও বড় স্কোর করতে পারেননি কেউই।

অভিষেক ম্যাচেই চমক দেখালেন তানজিম

পেস আক্রমণে তানজিম হাসান ছিলেন কার্যকর। ওয়াসিমের ঝড়ো ইনিংস থামিয়ে দেন তিনিই। এরপর ফেরান রাহুলকেও। মুস্তাফিজ স্লোয়ার আর কাটারে আগুন ঝরান, ৪ ওভারে দেন মাত্র ১৭ রান। হাসান মাহমুদের বলেও এসেছিল গুরুত্বপূর্ণ উইকেট।

শেষের দিকে শেখ মেহেদি কিছুটা খরুচে হলেও তুলে নিয়েছেন দুটি উইকেট। আমিরাতের ইনিংসে শেষ ৫ উইকেট গেছে মাত্র ১০ রানে।

দ্বিতীয় টি-টোয়েন্টি সোমবার, একই ভেন্যুতে

সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার, শারজাহতেই। সেখানে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করতে নামবে। আর আমিরাত চাইবে সমতা ফেরাতে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ: ১৯১/৭ (২০ ওভার)

পারভেজ ১০০ (৫৪), হৃদয় ২০, লিটন ১১;

জাওয়াদউল্লাহ ৪-০-২১-৪

আমিরাত: ১৬৪ অলআউট (২০ ওভার)

ওয়াসিম ৫৪ (৩৯), আসিফ ৪২ (২১);

হাসান ৩/৩৩, তানজিম ২/২২, মুস্তাফিজ ২/১৭

ফল: বাংলাদেশ ২৭ রানে জয়ী

সিরিজ: বাংলাদেশ ১-০ তে এগিয়ে

ছবি

ভালভের্দের পেনাল্টি মিসে আল-হিলালের সঙ্গে পয়েন্ট ভাগ রেয়াল মাদ্রিদের

টিভিতে আজকের খেলা

ছবি

ইংল্যান্ডে কোহলির অভাব টের পাবে ভারত: স্টোকস

ছবি

ক্লাব বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাস শুধু ব্রাজিল আর আফ্রিকার

ছবি

হাতেম সরকার স্পোর্টিং ক্লাবের ঈদ আনন্দ মেলা

রাজশাহী অঞ্চলের খেলা আজ শুরু

ছবি

অলিম্পিক পদক জয়ের লক্ষ্যে ফেডারেশনের সঙ্গে কাজ করার অঙ্গীকার বিকেএসপির

ছবি

শান্ত-মুশির জুটিতে রেকর্ড হলো না ২ রানের জন্য

দুই পদক হাতছাড়া বাংলাদেশের

গিলক্রিস্টের রেকর্ড ভেঙে শীর্ষে মুশফিক

ছবি

অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল ফাইনাল বৃহস্পতিবার

ছবি

বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪

টিভিতে আজকের খেলা

ছবি

আমেরিকার ক্লাবকে হারিয়েছে চেলসি

ছবি

বিগ ব্যাশের ড্রাফটে ১১ বাংলাদেশি ক্রিকেটার

ছবি

বাংলাদেশে খেলতে মুখিয়ে কিউবা

সিনিয়র ক্রিকেটার হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেয়াটা গুরুত্বপূর্ণ: মুশফিক

ছবি

দর্শকশূন্য গ্যালারি, হতাশ চেলসি কোচ

অ-১৭ গোল্ডকাপ ফুটবল সেমিতে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগ

ছবি

প্রথম দিনে শান্ত-মুশফিকের সেঞ্চুরি

চারদিনের টেস্ট অনুমোদন দিচ্ছে আইসিসি!

ছবি

এশিয়ান কাপ আরচারির ফাইনালে আলিফ

বিশ্বরেকর্ড ম্যাচে নেপালকে হারালো নেদারল্যান্ডস

ছবি

ইনপুট যেমন, আউটপুটও তেমন: মহাপরিচালক

টিভিতে আজকের খেলা

ছবি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় স্থানে দ. আফ্রিকা

তিন ফরম্যাটে তিন অধিনায়ক তত্ত্বের বিপক্ষে নান্নু

সিক্স এ সাইড ফুটসালে জিতেছে বন্ধু ক্রিকেট

ছবি

১০ গোলে জিতে রেকর্ড বায়ার্ন মিউনিখের

দেশে ফিরলেন ঋতুপর্ণারা

ছবি

ক্রিকেটে ‘হিংসা’ শব্দটা মানায় না: ম্যাথিউস

ছবি

বাংলাদেশের অভিযান শুরু হবে পাকিস্তান ম্যাচ দিয়ে

ভবিষ্যতে দেশের ক্রিকেটারদের বিদায়টা যেন স্মরণীয় হয়: শান্ত

ছবি

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ভালো শুরুর লক্ষ্য শান্তর

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

tab

খেলা

পারভেজের শতকে বাংলাদেশের রেকর্ড জয়

সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ১৮ মে ২০২৫

দীর্ঘ আট বছর পর বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে দেখা মিলল শতকের। সেই কৃতিত্ব গেল তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনের ঝলমলে ব্যাটে।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালের পর প্রথম বাংলাদেশি হিসেবে শতরান করলেন বাঁহাতি এই ব্যাটার। তাঁর ছক্কার বৃষ্টিতে বাংলাদেশ পেল শারজাহতে প্রথম জয়, সিরিজের শুরুটাও হলো প্রত্যাশিতভাবে।

শনিবার শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন খেলেছেন ৫৪ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস, যেখানে ছিল ৫টি চার ও ৯টি ছক্কা—যা এক ইনিংসে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ।

তবে দলের বাকিদের ব্যাটে ধার ছিল না তেমন। ইনিংসের প্রথম ১০ ওভারে পেরিয়ে যায় ১০০ রান, তবুও স্কোরবোর্ড ২০০ ছুঁতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৯১/৭।

রান তাড়ায় শুরুটা দারুণ করে আমিরাত। ওপেনার মুহাম্মাদ ওয়াসিম মাত্র ৩৯ বলে করেন ৫৪ রান। রাহুল শর্মার সঙ্গে তার ৬২ রানের জুটিতে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন আসিফ খান। ২১ বলে ৪২ রানের ইনিংসে মারেন ৪টি ছক্কা।

তবে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত পথ হারায় স্বাগতিকরা। শেষ ১০ রানে তারা হারায় ৫টি উইকেট। সব মিলিয়ে ২০ ওভারে থেমে যায় ১৬৪ রানে।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল হাসান মাহমুদ—৩৩ রানে ৩ উইকেট। তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান নেন ২টি করে উইকেট।

শারজাহতে এটিই বাংলাদেশের প্রথম জয়, আগের তিন ম্যাচেই ছিল হার। নিয়মিত অধিনায়ক হিসেবে লিটন দাসের যাত্রা হলো জয় দিয়ে।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ইনিংস উদ্বোধনে এসেছিলেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। তবে ১০ রান করে তানজিদ বিদায় নিলে শুরু হয় পারভেজের একক শো। মিডিয়াম পেসার ও স্পিনারদের চোখ রাঙানি এড়িয়ে একের পর এক বাউন্ডারিতে এগিয়ে যান তিনি।

২৮ বলে ফিফটির পর দ্বিতীয় অর্ধশতকে খান আরও ২৫ বল। ৫৩ বলে পূর্ণ করেন শতরান। হায়দার আলির এক ওভারে মারেন টানা তিনটি ছক্কা। ফ্রি হিটে মারেন চার। ছক্কায় ছক্কায় ৯টি বাউন্ডারির মধ্যে ৮টিই ছিল লং অন ও লং অফ দিয়ে—যা বলে দেয় কোথায় তার মূল শক্তি।

শেষ ওভারের প্রথম বলেই বিদায় নেন পারভেজ। এর আগে মাতিউল্লাহ খানের ‘নো’ বল বাঁচিয়ে দেন তাকে ফিরিয়ে।

পারভেজ ছাড়াও হৃদয় (২০), জাকের আলি (১৩) ও লিটন (১১) কিছু রান করলেও বড় স্কোর করতে পারেননি কেউই।

অভিষেক ম্যাচেই চমক দেখালেন তানজিম

পেস আক্রমণে তানজিম হাসান ছিলেন কার্যকর। ওয়াসিমের ঝড়ো ইনিংস থামিয়ে দেন তিনিই। এরপর ফেরান রাহুলকেও। মুস্তাফিজ স্লোয়ার আর কাটারে আগুন ঝরান, ৪ ওভারে দেন মাত্র ১৭ রান। হাসান মাহমুদের বলেও এসেছিল গুরুত্বপূর্ণ উইকেট।

শেষের দিকে শেখ মেহেদি কিছুটা খরুচে হলেও তুলে নিয়েছেন দুটি উইকেট। আমিরাতের ইনিংসে শেষ ৫ উইকেট গেছে মাত্র ১০ রানে।

দ্বিতীয় টি-টোয়েন্টি সোমবার, একই ভেন্যুতে

সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার, শারজাহতেই। সেখানে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করতে নামবে। আর আমিরাত চাইবে সমতা ফেরাতে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ: ১৯১/৭ (২০ ওভার)

পারভেজ ১০০ (৫৪), হৃদয় ২০, লিটন ১১;

জাওয়াদউল্লাহ ৪-০-২১-৪

আমিরাত: ১৬৪ অলআউট (২০ ওভার)

ওয়াসিম ৫৪ (৩৯), আসিফ ৪২ (২১);

হাসান ৩/৩৩, তানজিম ২/২২, মুস্তাফিজ ২/১৭

ফল: বাংলাদেশ ২৭ রানে জয়ী

সিরিজ: বাংলাদেশ ১-০ তে এগিয়ে

back to top