ঢাকায় এশিয়ান কাপ বাছাই
এক হামজা চৌধুরী আসাতেই জাগরণের সুবাতাস বইছে দেশের ফুটবলে। ইংলিশ লীগের ক্লাব শেফিল্ডের হয়ে খেলা বাংলাদেশি এই ফুটবলারের খেলা দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। এই ডিফেন্ডারের সঙ্গে এবার জাতীয় দলে যোগ হচ্ছেন কানাডিয়ান ফরোয়ার্ড সামিত সোম। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে আগেই লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। এবার ঘরের মাঠে অভিষেকের পালা। ১০ জুন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামলেই প্রতিক্ষার পালা শেষ হবে। ওই মাচে খেলা দেখতে আসা দর্শকদের জন্য আট ক্যাটাগরিতে আসন মূল্য ধার্য্য করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবলের সর্বোচ্চ এই সংস্থার নির্ধারিত মূল্যে দেখা যায়, সর্বনিম্ন ৩০০, ৪০০ ও ৫০০ টাকা টিকিট মূল্য সাধারণ গ্যালারি ১ ও ২ নম্বর গেট এবং সর্বোচ্চ চার হাজার ও পাঁচ হাজার রয়েছে ভিআইপি রেড বক্স ও হসপিটালিটি বক্সের। এছাড়া ক্লাব হাউজ ১ ও ২ আসনের দুই হাজার থেকে আড়াই হাজার, ভিআইপি-২ রেড বক্স এবং ভিআইপি-৩ (প্লেয়ার্স বেঞ্চের পেছনে) আসনের টিকিট মূল্য তিন ও চার হাজার টাকা। আর স্কাই ভিউ আসনের টিকিট মূল্য দুই ও তিন হাজার টাকা। বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৩১ মে। হামজা চৌধুরী ১ কিংবা ২ জুন ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন। অন্যদিকে লাল সবুজের জার্সিতে অভিষেক হওয়ার অপেক্ষায় কানাডা প্রবাসী ফরোয়ার্ড সামিত সোম।
ঢাকায় এশিয়ান কাপ বাছাই
রোববার, ১৮ মে ২০২৫
এক হামজা চৌধুরী আসাতেই জাগরণের সুবাতাস বইছে দেশের ফুটবলে। ইংলিশ লীগের ক্লাব শেফিল্ডের হয়ে খেলা বাংলাদেশি এই ফুটবলারের খেলা দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। এই ডিফেন্ডারের সঙ্গে এবার জাতীয় দলে যোগ হচ্ছেন কানাডিয়ান ফরোয়ার্ড সামিত সোম। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে আগেই লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। এবার ঘরের মাঠে অভিষেকের পালা। ১০ জুন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামলেই প্রতিক্ষার পালা শেষ হবে। ওই মাচে খেলা দেখতে আসা দর্শকদের জন্য আট ক্যাটাগরিতে আসন মূল্য ধার্য্য করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবলের সর্বোচ্চ এই সংস্থার নির্ধারিত মূল্যে দেখা যায়, সর্বনিম্ন ৩০০, ৪০০ ও ৫০০ টাকা টিকিট মূল্য সাধারণ গ্যালারি ১ ও ২ নম্বর গেট এবং সর্বোচ্চ চার হাজার ও পাঁচ হাজার রয়েছে ভিআইপি রেড বক্স ও হসপিটালিটি বক্সের। এছাড়া ক্লাব হাউজ ১ ও ২ আসনের দুই হাজার থেকে আড়াই হাজার, ভিআইপি-২ রেড বক্স এবং ভিআইপি-৩ (প্লেয়ার্স বেঞ্চের পেছনে) আসনের টিকিট মূল্য তিন ও চার হাজার টাকা। আর স্কাই ভিউ আসনের টিকিট মূল্য দুই ও তিন হাজার টাকা। বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৩১ মে। হামজা চৌধুরী ১ কিংবা ২ জুন ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন। অন্যদিকে লাল সবুজের জার্সিতে অভিষেক হওয়ার অপেক্ষায় কানাডা প্রবাসী ফরোয়ার্ড সামিত সোম।