ইউরোপা লীগ জিতে শুধু সুদৃশ্য ট্রফিই নয়, বরং মোটা প্রাইজ মানিও ঘরে তোলে টটেনহ্যাম। রানার্স হয়ে ম্যানচেস্টার ইউনাইটেও পায় পর্যাপ্ত অর্থ।
ইউরোপা লীগের প্রাইজ মানি
চ্যাম্পিয়ন (টটেনহ্যাম)
১০.৯৫ মিলিয়ন পাউন্ড।
রানার্স (ম্যান ইউ)
৫.৯০ মিলিয়ন পাউন্ড।
সেমিফাইনালে হেরে যাওয়া দল ৩.৫৪ মিলিয়ন পাউন্ড। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া দল- ২.১১। প্রি কোয়ার্টার থেকে বিদায় নেয়া দল ১.৪৭ মিলিয়ন পাউন্ড । নক আউট রাউন্ড প্লে অফ থেকে বিদায় নেয়া দল ২৫২৮০০ পাউন্ড । লীগ পর্বের যোগ্যতা অর্জন করার জন্য প্রতি দল পাচ্ছে ৩.৬ মিলিয়ন পাউন্ড। প্রতি ম্যাচ জয়ের জন্য বোনাস- ৩৭৯২০১ পাউন্ড। প্রতি ম্যাচ ড্র করার জন্য বোনাস ১২৬৪০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা)। সরাসরি নক আউটের যোগ্যতা অর্জন করার জন্য ৫০৫০০০ পাউন্ড।
১১. এই সব প্রাইজ মানি মিলিয়ে টুর্নামেন্টের মোট বরাদ্দের ৪০ শতাংশ দাঁড়ায়। বাকি অর্থ অংশগ্রহণকারী দল গুলোর মধ্যে লভ্যাংশ হিসেবে ভাগ করে দেয়া হয়। টিভি রাইটস থেকে পাওয়া অর্থেরও ভাগ পায় দলগুলো।
ম্যান ইউ এবারের ইউরোপা লীগে মোট ৯টি ম্যাচ জিতেছে, ৫টি ম্যাচ ড্র করেছে ও ১টি ম্যাচ হেরেছে। টটেনহ্যাম এবারের ইউরোপা লীগে ১০টি ম্যাচ জিতেছে, ৩টি ম্যাচ ড্র করেছে এবং ২টি ম্যাচে পরাজিত হয়েছে। উল্লেখ্য, ইউরোপা লীগ থেকে পরের বছরে চ্যাম্পিয়ন্স লীগের যোগ্যতা অর্জনের জন্য বাড়তি পুরস্কার মূল্য ঢোকে সংশ্লিষ্ট ক্লাবের ব্যাংক অ্যাকাউন্টে।
তাই চ্যাম্পিয়ন্স লীগের পুরস্কার মূল্য ইউরোপা লীগের থেকে অনেক বেশি। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দল পায় ইউরোপা লীগের চ্যাম্পিয়ন দলের প্রায় সমান অর্থ।
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
ইউরোপা লীগ জিতে শুধু সুদৃশ্য ট্রফিই নয়, বরং মোটা প্রাইজ মানিও ঘরে তোলে টটেনহ্যাম। রানার্স হয়ে ম্যানচেস্টার ইউনাইটেও পায় পর্যাপ্ত অর্থ।
ইউরোপা লীগের প্রাইজ মানি
চ্যাম্পিয়ন (টটেনহ্যাম)
১০.৯৫ মিলিয়ন পাউন্ড।
রানার্স (ম্যান ইউ)
৫.৯০ মিলিয়ন পাউন্ড।
সেমিফাইনালে হেরে যাওয়া দল ৩.৫৪ মিলিয়ন পাউন্ড। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া দল- ২.১১। প্রি কোয়ার্টার থেকে বিদায় নেয়া দল ১.৪৭ মিলিয়ন পাউন্ড । নক আউট রাউন্ড প্লে অফ থেকে বিদায় নেয়া দল ২৫২৮০০ পাউন্ড । লীগ পর্বের যোগ্যতা অর্জন করার জন্য প্রতি দল পাচ্ছে ৩.৬ মিলিয়ন পাউন্ড। প্রতি ম্যাচ জয়ের জন্য বোনাস- ৩৭৯২০১ পাউন্ড। প্রতি ম্যাচ ড্র করার জন্য বোনাস ১২৬৪০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা)। সরাসরি নক আউটের যোগ্যতা অর্জন করার জন্য ৫০৫০০০ পাউন্ড।
১১. এই সব প্রাইজ মানি মিলিয়ে টুর্নামেন্টের মোট বরাদ্দের ৪০ শতাংশ দাঁড়ায়। বাকি অর্থ অংশগ্রহণকারী দল গুলোর মধ্যে লভ্যাংশ হিসেবে ভাগ করে দেয়া হয়। টিভি রাইটস থেকে পাওয়া অর্থেরও ভাগ পায় দলগুলো।
ম্যান ইউ এবারের ইউরোপা লীগে মোট ৯টি ম্যাচ জিতেছে, ৫টি ম্যাচ ড্র করেছে ও ১টি ম্যাচ হেরেছে। টটেনহ্যাম এবারের ইউরোপা লীগে ১০টি ম্যাচ জিতেছে, ৩টি ম্যাচ ড্র করেছে এবং ২টি ম্যাচে পরাজিত হয়েছে। উল্লেখ্য, ইউরোপা লীগ থেকে পরের বছরে চ্যাম্পিয়ন্স লীগের যোগ্যতা অর্জনের জন্য বাড়তি পুরস্কার মূল্য ঢোকে সংশ্লিষ্ট ক্লাবের ব্যাংক অ্যাকাউন্টে।
তাই চ্যাম্পিয়ন্স লীগের পুরস্কার মূল্য ইউরোপা লীগের থেকে অনেক বেশি। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দল পায় ইউরোপা লীগের চ্যাম্পিয়ন দলের প্রায় সমান অর্থ।