রোববার শেষ টি-টোয়েন্টি
প্রথম দুই ম্যাচ হেরে পাকিস্তানের কাছে ইতোমধ্যে সিরিজ হেরে তিন টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামছে লিটন দাসের দল। খেলা শুরু হবে রাত ৯টায়।
আমিরাতের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচেই হেরে যায় টাইগাররা। প্রথম ম্যাচে ৩৭ রানে ও দ্বিতীয়টি ৫৭ রানে হারে বাংলাদেশ।
দুই ম্যাচেই বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। দুই ম্যাচেই বাংলাদেশ বোলারদের বিপক্ষে ২০১ রান করে পাকিস্তান।
পাকিস্তানের ছুঁড়ে দেয়া বড় টার্গেটে জবাব দিতে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ম্যাচে ১৬৪ ও দ্বিতীয় ম্যাচে ১৪৪ রানে অলআউট হয় সফরকারীরা। প্রথম ম্যাচে অধিনায়ক লিটন দাস ৩০ বলে ৪৮ এবং দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন পেসার তানজিম হাসান। নয় নম্বরে নেমে ৩১ বলে ৫০ রান করেন তানজিম।
শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন। দ্বিতীয় ম্যাচের পর লিটন বলেন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের সবার বসে চিন্তা করতে হবে কীভাবে আমরা শক্ত ভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি মনে করি পুরোটাই মানসিকতার বিষয়।’
তিনি আরও বলেন, ‘ব্যাটারদের মধ্যে যে-ই ব্যাটিং করুক, তার ১৩-১৪ ওভার পর্যন্ত ব্যাটিং করা উচিত। আমরা দ্রুত ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছি। ক্রিকেটে আপনাকে বেসিক অনুসরণ করতে হবে। কখনও কখনও হয়ত বেসিক অনুসরণ করা হয় না।’
ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে ৩ বল করেই মাঠ ছাড়েন বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম। এ বিষয়ে লিটন বলেন, ‘ শরিফুল ইনজুরিতে পড়ার সময়ই ছন্দ পতন ঘটে। আমরা বুঝতে পেরেছিলাম আমাদের বোলারের কমতি আছে। তারপরও আমরা ফিরে এসেছিলাম ভালোভাবে।’
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ২১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তান ১৮টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টিতে।
রোববার শেষ টি-টোয়েন্টি
শনিবার, ৩১ মে ২০২৫
প্রথম দুই ম্যাচ হেরে পাকিস্তানের কাছে ইতোমধ্যে সিরিজ হেরে তিন টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামছে লিটন দাসের দল। খেলা শুরু হবে রাত ৯টায়।
আমিরাতের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচেই হেরে যায় টাইগাররা। প্রথম ম্যাচে ৩৭ রানে ও দ্বিতীয়টি ৫৭ রানে হারে বাংলাদেশ।
দুই ম্যাচেই বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। দুই ম্যাচেই বাংলাদেশ বোলারদের বিপক্ষে ২০১ রান করে পাকিস্তান।
পাকিস্তানের ছুঁড়ে দেয়া বড় টার্গেটে জবাব দিতে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ম্যাচে ১৬৪ ও দ্বিতীয় ম্যাচে ১৪৪ রানে অলআউট হয় সফরকারীরা। প্রথম ম্যাচে অধিনায়ক লিটন দাস ৩০ বলে ৪৮ এবং দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন পেসার তানজিম হাসান। নয় নম্বরে নেমে ৩১ বলে ৫০ রান করেন তানজিম।
শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন। দ্বিতীয় ম্যাচের পর লিটন বলেন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের সবার বসে চিন্তা করতে হবে কীভাবে আমরা শক্ত ভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি মনে করি পুরোটাই মানসিকতার বিষয়।’
তিনি আরও বলেন, ‘ব্যাটারদের মধ্যে যে-ই ব্যাটিং করুক, তার ১৩-১৪ ওভার পর্যন্ত ব্যাটিং করা উচিত। আমরা দ্রুত ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছি। ক্রিকেটে আপনাকে বেসিক অনুসরণ করতে হবে। কখনও কখনও হয়ত বেসিক অনুসরণ করা হয় না।’
ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে ৩ বল করেই মাঠ ছাড়েন বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম। এ বিষয়ে লিটন বলেন, ‘ শরিফুল ইনজুরিতে পড়ার সময়ই ছন্দ পতন ঘটে। আমরা বুঝতে পেরেছিলাম আমাদের বোলারের কমতি আছে। তারপরও আমরা ফিরে এসেছিলাম ভালোভাবে।’
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ২১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তান ১৮টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টিতে।