চ্যাম্পিয়ন বিকেএসপি প্রধান অতিথির কাছ থেকে ট্রফি গ্রহণ করছে
তীর ৭ম জাতীয় যুব আরচারিতে বিকেএসপি ১৯ স্বর্ণ, ৯ রৌপ্য ও ৬ ব্রোঞ্জপদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে আনসার দল (১-৩-২) ১ম রানার্স-আপ এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থা (১-১-২) ২য় রানার্স-আপ হয়।
বিকেএসপি আরচারি ক্লাব (০-৭-২) ৪র্থ, আর্মি আরচারি অ্যাসোসিয়েশন (০-১-২) ৫ম, বিমান বাহিনী (০-০-৩) ৬ষ্ঠ এবং গোমতী আরচারি ক্লাব, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ও চুয়াডাঙ্গা আরচ্যারী ক্লাব ১টি করে ব্রোঞ্জ মেডেল জয় লাভ করে সবাই ৭ম স্থান লাভ করে।
টঙ্গির আরচ্যারী ট্রেনিং একাডেমিতে সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আরচারি ফেডারেশনের সভাপতি ড. মো. মোখলেস উর রহমান।
চ্যাম্পিয়ন বিকেএসপি প্রধান অতিথির কাছ থেকে ট্রফি গ্রহণ করছে
শনিবার, ৩১ মে ২০২৫
তীর ৭ম জাতীয় যুব আরচারিতে বিকেএসপি ১৯ স্বর্ণ, ৯ রৌপ্য ও ৬ ব্রোঞ্জপদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে আনসার দল (১-৩-২) ১ম রানার্স-আপ এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থা (১-১-২) ২য় রানার্স-আপ হয়।
বিকেএসপি আরচারি ক্লাব (০-৭-২) ৪র্থ, আর্মি আরচারি অ্যাসোসিয়েশন (০-১-২) ৫ম, বিমান বাহিনী (০-০-৩) ৬ষ্ঠ এবং গোমতী আরচারি ক্লাব, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ও চুয়াডাঙ্গা আরচ্যারী ক্লাব ১টি করে ব্রোঞ্জ মেডেল জয় লাভ করে সবাই ৭ম স্থান লাভ করে।
টঙ্গির আরচ্যারী ট্রেনিং একাডেমিতে সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আরচারি ফেডারেশনের সভাপতি ড. মো. মোখলেস উর রহমান।