বিশ্বকাপ বাছাই
আর্জেন্টিনা দলের ফাইল ছবি
চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের জন্য অভিনব পন্থায় ২৮ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গত ৭ মার্চ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আর্জেন্টিনার বন্দরনগরী বাহিয়া ব্লাঙ্কা শহরের প্রতি সংহতি জানিয়ে একটি বিশেষ ভিডিও বানিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানে বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের মানুষেরা দলে থাকা নামগুলো ঘোষণা করেন। দলে বড় চমক রিভার প্লেটের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বেলগ্রানোর ২১ বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো ত্রইলো, ইন্দেপেন্দেন্তের ২৩ বছর বয়সী সেন্টারব্যাক কেভিন লোমোনাকোর জায়গা পাওয়া। প্রথমবার সিনিয়র দলে ডাক পেয়েছেন তারা। এনজো বারেনেচিয়া আগেও জাতীয় দলে ডাক পেলেও তিনিও অভিষেকের অপেক্ষায়।
প্রাথমিক দলে ডাক পাওয়ার পর লিওনেল মেসিও চূড়ান্ত খেলোয়াড়দের তালিকায় আছেন। আগের তালিকা থেকে বাদ পড়েছেন চার জন। ইনজুরিতে নিকোলাস দমিঙ্গেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং ট্যাকটিক্যাল কারণে আলেহান্দ্রো গারনাচো ও ভ্যালেন্তিন কাস্তেয়ানোস ছিটকে গেছেন। আগের আন্তর্জাতিক বিরতিতে চার ম্যাচ হাতে রেখে আর্জেন্টিনা এই অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট কাটে।
বিশ্বকাপ বাছাই
আর্জেন্টিনা দলের ফাইল ছবি
শনিবার, ৩১ মে ২০২৫
চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের জন্য অভিনব পন্থায় ২৮ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গত ৭ মার্চ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আর্জেন্টিনার বন্দরনগরী বাহিয়া ব্লাঙ্কা শহরের প্রতি সংহতি জানিয়ে একটি বিশেষ ভিডিও বানিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানে বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের মানুষেরা দলে থাকা নামগুলো ঘোষণা করেন। দলে বড় চমক রিভার প্লেটের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বেলগ্রানোর ২১ বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো ত্রইলো, ইন্দেপেন্দেন্তের ২৩ বছর বয়সী সেন্টারব্যাক কেভিন লোমোনাকোর জায়গা পাওয়া। প্রথমবার সিনিয়র দলে ডাক পেয়েছেন তারা। এনজো বারেনেচিয়া আগেও জাতীয় দলে ডাক পেলেও তিনিও অভিষেকের অপেক্ষায়।
প্রাথমিক দলে ডাক পাওয়ার পর লিওনেল মেসিও চূড়ান্ত খেলোয়াড়দের তালিকায় আছেন। আগের তালিকা থেকে বাদ পড়েছেন চার জন। ইনজুরিতে নিকোলাস দমিঙ্গেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং ট্যাকটিক্যাল কারণে আলেহান্দ্রো গারনাচো ও ভ্যালেন্তিন কাস্তেয়ানোস ছিটকে গেছেন। আগের আন্তর্জাতিক বিরতিতে চার ম্যাচ হাতে রেখে আর্জেন্টিনা এই অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট কাটে।