ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় তুলে নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাস অর্জনের লক্ষ্য পূরণ হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় লাল-সবুজরা।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই হেড থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার সোহেল রানা।
জয় পেলেও আক্রমণভাগ ছিল তুলনামূলকভাবে নিস্প্রভ। ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন কিংবা আল আমিন কেউই গোলের মুখ খুলতে পারেননি। তবু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাবরেরা বললেন, “আমাদের যে লক্ষ্য ছিল, সেটা পূরণ হয়েছে।”
তিনি বলেন, “প্রথমার্ধে দ্রুত গোল পাওয়ার পর কিছুটা ছন্দপতন হলেও আমরা দ্রুত ঘুরে দাঁড়িয়েছি। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত শুরু পেয়েছি, দ্বিতীয় গোলও পেয়েছি। সেট পিসে আমরা ভালো করেছি, রক্ষণভাগে ক্লিনশিট ধরে রাখা দারুণ বিষয়। সবমিলিয়ে ম্যাচটি ছিল প্রয়োজনীয় একটি পরীক্ষা।”
ইতালির সেরি ডি’তে খেলা তরুণ ফরোয়ার্ড ফাহামিদুল ইসলামকে লেফট উইংয়ে খেলিয়েছেন কাবরেরা। এ বিষয়ে তিনি বলেন, “শুরুর দিকে কিছুটা জড়তা থাকলেও পরে সে ছন্দে ফিরে আসে। বল পায়ে তার মনোযোগ, সক্রিয়তা ও আগ্রহ আমাদের সন্তুষ্ট করেছে। সামনের ম্যাচেও তাকে সময় দেওয়া যেতে পারে।”
এই ম্যাচে ফাহামিদুল ছাড়াও জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে ডিফেন্ডার তাজ উদ্দিন ও ফরোয়ার্ড আল আমিনের। পাশাপাশি ভারতের বিপক্ষে অভিষেকের পর প্রথমবার দেশের মাঠে খেললেন হামজা চৌধুরী।
কোচ কাবরেরা বলেন, “দলে অভিজ্ঞতা ও তারুণ্যের ভালো একটি মিশ্রণ ছিল। তপু, জামাল ও সোহেলের মতো অভিজ্ঞ তিন অধিনায়ক একসঙ্গে খেলেছেন, যা দলের জন্য গুরুত্বপূর্ণ। নতুনদের পারফরম্যান্সও আশাব্যঞ্জক ছিল।”
আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় তুলে নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাস অর্জনের লক্ষ্য পূরণ হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় লাল-সবুজরা।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই হেড থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার সোহেল রানা।
জয় পেলেও আক্রমণভাগ ছিল তুলনামূলকভাবে নিস্প্রভ। ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন কিংবা আল আমিন কেউই গোলের মুখ খুলতে পারেননি। তবু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাবরেরা বললেন, “আমাদের যে লক্ষ্য ছিল, সেটা পূরণ হয়েছে।”
তিনি বলেন, “প্রথমার্ধে দ্রুত গোল পাওয়ার পর কিছুটা ছন্দপতন হলেও আমরা দ্রুত ঘুরে দাঁড়িয়েছি। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত শুরু পেয়েছি, দ্বিতীয় গোলও পেয়েছি। সেট পিসে আমরা ভালো করেছি, রক্ষণভাগে ক্লিনশিট ধরে রাখা দারুণ বিষয়। সবমিলিয়ে ম্যাচটি ছিল প্রয়োজনীয় একটি পরীক্ষা।”
ইতালির সেরি ডি’তে খেলা তরুণ ফরোয়ার্ড ফাহামিদুল ইসলামকে লেফট উইংয়ে খেলিয়েছেন কাবরেরা। এ বিষয়ে তিনি বলেন, “শুরুর দিকে কিছুটা জড়তা থাকলেও পরে সে ছন্দে ফিরে আসে। বল পায়ে তার মনোযোগ, সক্রিয়তা ও আগ্রহ আমাদের সন্তুষ্ট করেছে। সামনের ম্যাচেও তাকে সময় দেওয়া যেতে পারে।”
এই ম্যাচে ফাহামিদুল ছাড়াও জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে ডিফেন্ডার তাজ উদ্দিন ও ফরোয়ার্ড আল আমিনের। পাশাপাশি ভারতের বিপক্ষে অভিষেকের পর প্রথমবার দেশের মাঠে খেললেন হামজা চৌধুরী।
কোচ কাবরেরা বলেন, “দলে অভিজ্ঞতা ও তারুণ্যের ভালো একটি মিশ্রণ ছিল। তপু, জামাল ও সোহেলের মতো অভিজ্ঞ তিন অধিনায়ক একসঙ্গে খেলেছেন, যা দলের জন্য গুরুত্বপূর্ণ। নতুনদের পারফরম্যান্সও আশাব্যঞ্জক ছিল।”
আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।