যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে চলছে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা)। গতকাল সোমবার শুরু হওয়া এই টুর্নামেন্টে মঙ্গলবার,(১৭ জুন ২০২৫) বালিকাদের ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে খুলনা বিভাগকে ৩-০ গোলে হারিয়েছে রংপুর বিভাগ।
চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের ম্যাচটির নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকলে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ময়মনসিংহ বিভাগ।
তৃতীয় ম্যাচও গড়ায় টাইব্রেকারে। বরিশাল এবং সিলেট বিভাগের ম্যাচ নির্ধারিত সয়ম শেষ হয় ১-১ গোলে। টাইব্রেকারে ৩-০ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে উঠেছে সিলেট বিভাগ। দিনের শেষ ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে রাজশাহী বিভাগ। আজ সকালে ছেলেদের এবং বিকালে মেয়েদের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৯ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে চলছে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা)। গতকাল সোমবার শুরু হওয়া এই টুর্নামেন্টে মঙ্গলবার,(১৭ জুন ২০২৫) বালিকাদের ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে খুলনা বিভাগকে ৩-০ গোলে হারিয়েছে রংপুর বিভাগ।
চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের ম্যাচটির নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকলে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ময়মনসিংহ বিভাগ।
তৃতীয় ম্যাচও গড়ায় টাইব্রেকারে। বরিশাল এবং সিলেট বিভাগের ম্যাচ নির্ধারিত সয়ম শেষ হয় ১-১ গোলে। টাইব্রেকারে ৩-০ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে উঠেছে সিলেট বিভাগ। দিনের শেষ ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে রাজশাহী বিভাগ। আজ সকালে ছেলেদের এবং বিকালে মেয়েদের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৯ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে।