কলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে শনিবার
তিন ওয়ানডে সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
একই ভেন্যুতে প্রথম ম্যাচে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। নিজেদের ইনিংসে ২৬ বলে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। দলের এমন অবিশ্বাস্য ব্যাটিং ধস ক্রিকেটারদের পাশাপাশি ভক্তদের হতাশ করেছে।
কলম্বোর উইকেটে সেট হয়ে গেলে ব্যাটারদের লম্বা ইনিংস খেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিম। এ ধরনের উইকেটে নতুন ব্যাটারদের সেট হওয়া কঠিন বলে মনে করেন তিনি। দ্বিতীয় ওয়ানডের আগে শুক্রবার,(৪ জুলাই ২০২৫) সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, ‘যারা এই উইকেটে সেট হবে, তাদের বড় ইনিংস খেলতে হবে। কারণ এই ধরনের উইকেট নতুন ব্যাটারদের সেট হওয়ার জন্য আদর্শ নয়।’
প্রথম ম্যাচে ব্যাটিং ধসে ২৬ বলে ৫ রানে ৭ উইকেট হারিয়ে ৭৭ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। হারা ম্যাচে ১শ’ স্ট্রাইক রেটে দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন তানজিদ। তার ব্যাটিং থেকে প্রমাণিত যে, এমন উইকেটে সেট হয়ে গেলে খেলা কতটা সহজ।
তানজিদের পাশাপাশি উইকেটে সেট হয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন নাজমুল হোসেন শান্তও। তার রান আউটেই বাংলাদেশের ব্যাটিং ধসের শুরু হয়। তানজিদ বলেন, আক্রমণের আগে ব্যাটিংয়ে আগে নতুন ব্যাটারদের উইকেটে সেট হতে সময় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তিনি আশা করেন, ব্যাটার পরিকল্পনা বাস্তবায়ন করবে।
তানজিদ জানান, প্রথম ম্যাচের উইকেট পতন দলের সবাইকে অবাক করে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা (তানজিদ ও শান্ত) যদি আরও কিছুক্ষণ, কমপক্ষে ৫-১০ ওভার থাকতে পারতাম, তাহলে ম্যাচটি ভালোভাবে শেষ হতো। পরবর্তী ব্যাটারদের জন্য পরিস্থিতি সহজ হতো।’
শ্রীলঙ্কার হয়ে ১০৬ রানের নান্দনিক ইনিংস খেলেছেন দলটির অধিনায়ক চারিথ আসালঙ্কা। ক্রিজে সেট হওয়ার পর কোনো ভুল করেননি তিনি। দলকে ২৪৪ রানের লড়াকু পুঁজি এনে দেন আসালঙ্কা।
তানজিদের বিশ্বাস দ্বিতীয় ওয়ানডে জিতে বাংলাদেশ সিরিজে সমতা আনতে সক্ষম হবে। যদিও প্রথম ম্যাচের ভয়াবহ স্মৃতি তাড়া করবে তাদের। তানজিদ বলেন, ‘আমাদের এখনও সিরিজে ফেরার সুযোগ আছে। পরের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিততে পারলে সিরিজে আমরা ভালো অবস্থায় থাকব।’
সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের খেলায় উন্নতি দরকার বলে মনে করেন প্রথম ম্যাচে বল হাতে সেরা পারফরমার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘আমাদের পারফরমেন্সের উন্নতি ঘটানো খুবই গুরুত্বপূর্ণ। সিরিজে টিকে থাকতে হলে এটি অপরিহার্য।’
তিনি আরও বলেন, ‘আমাদের সেরা ১৫-২০ জন খেলোয়াড় নিয়ে দল গঠিত। বোলিং-ব্যাটিং মিলিয়ে ও খেলার সচেতনতার অভাবে আমরা শীর্ষ দলগুলোর থেকে কিছুটা পিছিয়ে আছি। আমরা একটি ভালো পরিবেশ এবং সংস্কৃতির মাধ্যমে এটি উন্নত করার চেষ্টা করছি।’
দ্বিতীয় ম্যাচে একাদশে রিশাদের সুযোগের সম্ভাবনা আছে। কারণ প্রথম ম্যাচ ৭৭ রানে হেরে যাওয়ায় একাদশে পরিবর্তন আনতে পারে টাইগাররা। শুক্রবারের অনুশীলন সেশনে দেখা যায়নি লিটন দাসকে। ব্যাট হাতে খারাপ সময় পার করছেন তিনি। শেষ আট ওয়ানডে ম্যাচে মাত্র ১৩ রান করেছেন লিটন। যার মধ্যে চারটিতে রানের খাতা খুলতে পারেননি তিনি। এমনকি আট ম্যাচের একটিতেও দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ ম্যাচ খেলে মাত্র ১২টি জিতেছে বাংলাদেশ। ৪৪টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
ওয়ানডেতে নিজেদের সর্বশেষ সাত ম্যাচের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। গত বছর আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হারা সিরিজে সর্বশেষ জয় পেয়েছিল টাইগাররা। ঐ সিরিজের শেষ ম্যাচে হারের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা তিন ওয়ানডে এবং এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হারে তারা।
টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবার পর শ্রীলঙ্কার কাছে হারে বাংলাদেশ।
শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ওয়ানডে রেকর্ড হতাশাজনক। ২৫ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয়, ২১টিতে হার ও ২টি পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ ২০১৯ সালে শ্রীলংকার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।
পক্ষান্তরে, সর্বশেষ পাঁচ সিরিজের চারটিতেই জিতেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতে আরও একটি সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য থাকবে লঙ্কানদের।
বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
কলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে শনিবার
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
তিন ওয়ানডে সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
একই ভেন্যুতে প্রথম ম্যাচে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। নিজেদের ইনিংসে ২৬ বলে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। দলের এমন অবিশ্বাস্য ব্যাটিং ধস ক্রিকেটারদের পাশাপাশি ভক্তদের হতাশ করেছে।
কলম্বোর উইকেটে সেট হয়ে গেলে ব্যাটারদের লম্বা ইনিংস খেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিম। এ ধরনের উইকেটে নতুন ব্যাটারদের সেট হওয়া কঠিন বলে মনে করেন তিনি। দ্বিতীয় ওয়ানডের আগে শুক্রবার,(৪ জুলাই ২০২৫) সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, ‘যারা এই উইকেটে সেট হবে, তাদের বড় ইনিংস খেলতে হবে। কারণ এই ধরনের উইকেট নতুন ব্যাটারদের সেট হওয়ার জন্য আদর্শ নয়।’
প্রথম ম্যাচে ব্যাটিং ধসে ২৬ বলে ৫ রানে ৭ উইকেট হারিয়ে ৭৭ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। হারা ম্যাচে ১শ’ স্ট্রাইক রেটে দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন তানজিদ। তার ব্যাটিং থেকে প্রমাণিত যে, এমন উইকেটে সেট হয়ে গেলে খেলা কতটা সহজ।
তানজিদের পাশাপাশি উইকেটে সেট হয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন নাজমুল হোসেন শান্তও। তার রান আউটেই বাংলাদেশের ব্যাটিং ধসের শুরু হয়। তানজিদ বলেন, আক্রমণের আগে ব্যাটিংয়ে আগে নতুন ব্যাটারদের উইকেটে সেট হতে সময় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তিনি আশা করেন, ব্যাটার পরিকল্পনা বাস্তবায়ন করবে।
তানজিদ জানান, প্রথম ম্যাচের উইকেট পতন দলের সবাইকে অবাক করে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা (তানজিদ ও শান্ত) যদি আরও কিছুক্ষণ, কমপক্ষে ৫-১০ ওভার থাকতে পারতাম, তাহলে ম্যাচটি ভালোভাবে শেষ হতো। পরবর্তী ব্যাটারদের জন্য পরিস্থিতি সহজ হতো।’
শ্রীলঙ্কার হয়ে ১০৬ রানের নান্দনিক ইনিংস খেলেছেন দলটির অধিনায়ক চারিথ আসালঙ্কা। ক্রিজে সেট হওয়ার পর কোনো ভুল করেননি তিনি। দলকে ২৪৪ রানের লড়াকু পুঁজি এনে দেন আসালঙ্কা।
তানজিদের বিশ্বাস দ্বিতীয় ওয়ানডে জিতে বাংলাদেশ সিরিজে সমতা আনতে সক্ষম হবে। যদিও প্রথম ম্যাচের ভয়াবহ স্মৃতি তাড়া করবে তাদের। তানজিদ বলেন, ‘আমাদের এখনও সিরিজে ফেরার সুযোগ আছে। পরের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিততে পারলে সিরিজে আমরা ভালো অবস্থায় থাকব।’
সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের খেলায় উন্নতি দরকার বলে মনে করেন প্রথম ম্যাচে বল হাতে সেরা পারফরমার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘আমাদের পারফরমেন্সের উন্নতি ঘটানো খুবই গুরুত্বপূর্ণ। সিরিজে টিকে থাকতে হলে এটি অপরিহার্য।’
তিনি আরও বলেন, ‘আমাদের সেরা ১৫-২০ জন খেলোয়াড় নিয়ে দল গঠিত। বোলিং-ব্যাটিং মিলিয়ে ও খেলার সচেতনতার অভাবে আমরা শীর্ষ দলগুলোর থেকে কিছুটা পিছিয়ে আছি। আমরা একটি ভালো পরিবেশ এবং সংস্কৃতির মাধ্যমে এটি উন্নত করার চেষ্টা করছি।’
দ্বিতীয় ম্যাচে একাদশে রিশাদের সুযোগের সম্ভাবনা আছে। কারণ প্রথম ম্যাচ ৭৭ রানে হেরে যাওয়ায় একাদশে পরিবর্তন আনতে পারে টাইগাররা। শুক্রবারের অনুশীলন সেশনে দেখা যায়নি লিটন দাসকে। ব্যাট হাতে খারাপ সময় পার করছেন তিনি। শেষ আট ওয়ানডে ম্যাচে মাত্র ১৩ রান করেছেন লিটন। যার মধ্যে চারটিতে রানের খাতা খুলতে পারেননি তিনি। এমনকি আট ম্যাচের একটিতেও দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ ম্যাচ খেলে মাত্র ১২টি জিতেছে বাংলাদেশ। ৪৪টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
ওয়ানডেতে নিজেদের সর্বশেষ সাত ম্যাচের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। গত বছর আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হারা সিরিজে সর্বশেষ জয় পেয়েছিল টাইগাররা। ঐ সিরিজের শেষ ম্যাচে হারের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা তিন ওয়ানডে এবং এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হারে তারা।
টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবার পর শ্রীলঙ্কার কাছে হারে বাংলাদেশ।
শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ওয়ানডে রেকর্ড হতাশাজনক। ২৫ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয়, ২১টিতে হার ও ২টি পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ ২০১৯ সালে শ্রীলংকার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।
পক্ষান্তরে, সর্বশেষ পাঁচ সিরিজের চারটিতেই জিতেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতে আরও একটি সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য থাকবে লঙ্কানদের।
বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।