এশিয়ান ফুটসাল বাছাই
বাফুফে থেকে কাজী সালাউদ্দিনের বিদায়ের পর তাবিথ আউয়ালের নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব নিয়ে দেশের ফুটবল জাগরণের চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি ফুটবলের আরেক সংস্করণ ফুটসালে জোর দিচ্ছে তারা। বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান ফুটসালের বাছাইয়ে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। তবে দেশে ফুটসালের কোনও অবকাঠামো কিংবা জাতীয় দল না থাকায় সেপ্টেম্বরে হওয়া বাছাইপর্বকে সামনে রেখে আপাতত দল গঠনে উন্মুক্ত ট্রায়াল হবে। ২০ ও ২১ জুলাই ঢাকার হ্যান্ডবল স্টেডিয়ামে হবে খেলোয়াড়দের যাচাই বাছাই।
ট্রায়াল থেকে ৪০ জন খেলোয়াড় নেয়া হবে। দুই দিন ট্রায়ালের মাধ্যমে প্রাথমিকভাবে খেলোয়াড় বাছাই করা হবে। প্রবাসীদের এই ট্রায়ালে পাওয়ার ব্যাপারে বাফুফে আশাবাদী। সভাপতি তাবিথ আউয়াল বেশ জোর দিয়েছেন।
ফুটসালে অভিষেকের আসরে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ইরান ও স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে বাংলদেশকে। আট গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের জন্য এই পথ কঠিন । এখন ইরান বিশ্বে পঞ্চম। মালয়েশিয়া ও আরব আমিরাত কম শক্তিশালী নয়। ১৮-৩৫ বছর বয়সী আগ্রহীদের নিয়ে হ্যান্ডবল স্টেডিয়ামে হবে ট্রায়াল। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ও কোচরা খেলোয়াড়দের বাছাই করবেন। সেখান থেকে খেলোয়াড় বাছাই করে দুই মাসের অনুশীলন হবে। কোচ আসতে পারে ইরান কিংবা দক্ষিণ কোরিয়া থেকে।
এশিয়ান ফুটসাল বাছাই
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
বাফুফে থেকে কাজী সালাউদ্দিনের বিদায়ের পর তাবিথ আউয়ালের নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব নিয়ে দেশের ফুটবল জাগরণের চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি ফুটবলের আরেক সংস্করণ ফুটসালে জোর দিচ্ছে তারা। বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান ফুটসালের বাছাইয়ে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। তবে দেশে ফুটসালের কোনও অবকাঠামো কিংবা জাতীয় দল না থাকায় সেপ্টেম্বরে হওয়া বাছাইপর্বকে সামনে রেখে আপাতত দল গঠনে উন্মুক্ত ট্রায়াল হবে। ২০ ও ২১ জুলাই ঢাকার হ্যান্ডবল স্টেডিয়ামে হবে খেলোয়াড়দের যাচাই বাছাই।
ট্রায়াল থেকে ৪০ জন খেলোয়াড় নেয়া হবে। দুই দিন ট্রায়ালের মাধ্যমে প্রাথমিকভাবে খেলোয়াড় বাছাই করা হবে। প্রবাসীদের এই ট্রায়ালে পাওয়ার ব্যাপারে বাফুফে আশাবাদী। সভাপতি তাবিথ আউয়াল বেশ জোর দিয়েছেন।
ফুটসালে অভিষেকের আসরে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ইরান ও স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে বাংলদেশকে। আট গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের জন্য এই পথ কঠিন । এখন ইরান বিশ্বে পঞ্চম। মালয়েশিয়া ও আরব আমিরাত কম শক্তিশালী নয়। ১৮-৩৫ বছর বয়সী আগ্রহীদের নিয়ে হ্যান্ডবল স্টেডিয়ামে হবে ট্রায়াল। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ও কোচরা খেলোয়াড়দের বাছাই করবেন। সেখান থেকে খেলোয়াড় বাছাই করে দুই মাসের অনুশীলন হবে। কোচ আসতে পারে ইরান কিংবা দক্ষিণ কোরিয়া থেকে।