গ্লোবাল সুপার লীগ
গ্লোবার সুপার লীগ ফাইনালে গায়ানার ব্যাটিং
ফাইনালে গিয়েও শেষটা প্রত্যাশা মতো করতে পারেনি রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার,(১৯ জুলাই ২০২৫) সকালে (বাংলাদেশ সময়) গ্লোবাল সুপার লীগে ফাইনালে রংপুরকে ৩২ রানে হারিয়ে জিএসএলের দ্বিতীয় আসরে প্রথম শিরোপা জিতলো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। স্থানীয় দলটির ১৯৬ রানের জবাবে ১ বল বাকি থাকতে ১৬৪ রানে গুটিয়ে যায় রংপুর।
টস জিতে ব্যাট করে ৪ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করায় গায়ানা। যা টুর্নামেন্টরও সর্বোচ্চ! ওপেনার জনসন চার্লসের ৪৮ বলে ৬৭ রান আর রহমানউল্লাহ গুরবাজের ৩৮ বলে করা বিধ্বংসী ৬৬ রান বড় স্কোরের ভিত গড়ে দিয়েছে। শেষ দিকে রোমারিও শেফার্ড ৯ বলে ৩ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন । তবে ম্যাচসেরা হন আফগান ব্যাটার গুরবাজ।
রংপুরের হয়ে একটি করে উইকেট নেন খালেদ আহমেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ।
জবাবে গতবছর উদ্বোধনী আসরের শিরোপা ঘরে তোলা রংপুর ১৯.৫ ওভারে গুটিয়ে যায় ১৬৪ রানে।
অথচ লীগ পর্বে ৪ ম্যাচের তিনটি জিতে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল রংপুর। এই গায়ানার বিপক্ষে লীগ পর্বে জিতেছিল ৮ রানে। কিন্তু শিরোপা মঞ্চে ব্যাট হাতে তাদের শুরুটা ছিল হতাশার। ৪.১ ওভারেই বিদায় নেয় তাদের দুই ওপেনার ইবরাহিম জাদরান (৫) ও সৌম্য সরকার (১৩)। পাওয়ার প্লের মধ্যে তৃতীয় উইকেটও হারালে আরও পিছিয়ে পড়ে তারা। চতুর্থ উইকেটে কিছুটা নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেন সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। ৭৩ রান যোগ করেন তারা। ২৬ বলে ৩ ছক্কা ও ৩ চারে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলা সাইফ ১৩তম ওভারে দুর্ভাগ্যজনক রানআউটে ফিরলে আবার ছন্দ হারায় রংপুর। দ্রুত সময়ে ফিরে যান ইফতিখার আহমেদও।
তাকে ৪৬ রানে এলবিডাব্লিউ করেন ডোয়াইন প্রিটোরিয়াস। ইফতিখারের ২৯ বলের ইনিংসে ছিল ১টি চার ও ৪টি ছক্কা। তার পরের ১৪ ডেলিভারিতে রংপুর আরও ৩টি উইকেট হারালে তখন আর কিছুই করার ছিল না তাদের। তখন স্কোর দাঁড়ায় ১৬.৪ ওভারে ১২৬ রানে ৮ উইকেট!
মাহিদুল ইসলাম অঙ্কন ডেথে ১৭ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেললেও তা রানরেটের চাহিদা মেটাতে পারেনি। গায়ানার হয়ে ৩৭ রানে তিনটি উইকেট নেন প্রিটোরিয়াস। দুটি করে নিয়েছেন ইমরান তাহির ও গুডাকেশ মোটি।
গ্লোবাল সুপার লীগ
গ্লোবার সুপার লীগ ফাইনালে গায়ানার ব্যাটিং
শনিবার, ১৯ জুলাই ২০২৫
ফাইনালে গিয়েও শেষটা প্রত্যাশা মতো করতে পারেনি রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার,(১৯ জুলাই ২০২৫) সকালে (বাংলাদেশ সময়) গ্লোবাল সুপার লীগে ফাইনালে রংপুরকে ৩২ রানে হারিয়ে জিএসএলের দ্বিতীয় আসরে প্রথম শিরোপা জিতলো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। স্থানীয় দলটির ১৯৬ রানের জবাবে ১ বল বাকি থাকতে ১৬৪ রানে গুটিয়ে যায় রংপুর।
টস জিতে ব্যাট করে ৪ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করায় গায়ানা। যা টুর্নামেন্টরও সর্বোচ্চ! ওপেনার জনসন চার্লসের ৪৮ বলে ৬৭ রান আর রহমানউল্লাহ গুরবাজের ৩৮ বলে করা বিধ্বংসী ৬৬ রান বড় স্কোরের ভিত গড়ে দিয়েছে। শেষ দিকে রোমারিও শেফার্ড ৯ বলে ৩ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন । তবে ম্যাচসেরা হন আফগান ব্যাটার গুরবাজ।
রংপুরের হয়ে একটি করে উইকেট নেন খালেদ আহমেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ।
জবাবে গতবছর উদ্বোধনী আসরের শিরোপা ঘরে তোলা রংপুর ১৯.৫ ওভারে গুটিয়ে যায় ১৬৪ রানে।
অথচ লীগ পর্বে ৪ ম্যাচের তিনটি জিতে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল রংপুর। এই গায়ানার বিপক্ষে লীগ পর্বে জিতেছিল ৮ রানে। কিন্তু শিরোপা মঞ্চে ব্যাট হাতে তাদের শুরুটা ছিল হতাশার। ৪.১ ওভারেই বিদায় নেয় তাদের দুই ওপেনার ইবরাহিম জাদরান (৫) ও সৌম্য সরকার (১৩)। পাওয়ার প্লের মধ্যে তৃতীয় উইকেটও হারালে আরও পিছিয়ে পড়ে তারা। চতুর্থ উইকেটে কিছুটা নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেন সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। ৭৩ রান যোগ করেন তারা। ২৬ বলে ৩ ছক্কা ও ৩ চারে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলা সাইফ ১৩তম ওভারে দুর্ভাগ্যজনক রানআউটে ফিরলে আবার ছন্দ হারায় রংপুর। দ্রুত সময়ে ফিরে যান ইফতিখার আহমেদও।
তাকে ৪৬ রানে এলবিডাব্লিউ করেন ডোয়াইন প্রিটোরিয়াস। ইফতিখারের ২৯ বলের ইনিংসে ছিল ১টি চার ও ৪টি ছক্কা। তার পরের ১৪ ডেলিভারিতে রংপুর আরও ৩টি উইকেট হারালে তখন আর কিছুই করার ছিল না তাদের। তখন স্কোর দাঁড়ায় ১৬.৪ ওভারে ১২৬ রানে ৮ উইকেট!
মাহিদুল ইসলাম অঙ্কন ডেথে ১৭ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেললেও তা রানরেটের চাহিদা মেটাতে পারেনি। গায়ানার হয়ে ৩৭ রানে তিনটি উইকেট নেন প্রিটোরিয়াস। দুটি করে নিয়েছেন ইমরান তাহির ও গুডাকেশ মোটি।