প্রধান অতিথির সঙ্গে বিজয়ী দলের সদস্যরা
৩৯ তম জাতীয় ব্যাডমিন্টনে ছেলেদের এককে হ্যাটট্রিক শিরোপা জিতেছেন খন্দকার আবদুস সোয়াদ। নারী এককে প্রথমবার জিতেছেন নাছিমা খাতুন। দুজনেই উঠে এসেছেন পাবনা থেকে।
আনসার দলের খন্দকার আবদুস সোয়াদ জাতীয় চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তিনি আল আমিন জুমারকে ২১-১৪, ২১-৪ গেমে হারিয়েছেন।
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে সোয়াদ বলেন, ‘চোটের জন্য একমাস প্র্যাকটিস করতে পারিনি। ফিরে এসে নিজেকে প্রমাণের চাপ ছিল। আয়মান এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, অন্যরাও ভালো খেলেছেন। এই প্রতিযোগিতা সহজ ছিল না। অন্যবারের চেয়ে কঠিনই ছিল।’
নারী এককের ফাইনালে ঊর্মি আক্তার হ্যাটট্রিক শিরোপা জিততে পারেননি। নাছিমার কাছে ফাইনালে হেরেছেন ১২-২১, ২১-১৭ ও ২১-১৭ পয়েন্টে। নাছিমা খেলছেন সেনাবাহিনীর দলের হয়ে, আছেন সৈনিক পদে। ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসিতে পড়–য়া শাটলার বলেন,‘প্রথম গেম হারলেও আত্মবিশ্বাস হারাইনি, জানতাম যে পারবো। এখন লক্ষ্য আন্তর্জাতিক সাফল্য। এসএ গেমসে চাই পদক জিততে।‘
শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের দ্বৈতে অল সেনাবাহিনীর ফাইনালে নাছিমা খাতুন ও বৃষ্টি আক্তার জুটি ২-১ সেটে উর্মি আক্তার ও রেশমা আক্তার জুটিকে হারিয়ে শিরোপা জিতে নেয়। পুরুষ দ্বৈতের অল পুলিশ ফাইনালে নাঈম ও মিজান জুটি ২-০ সেটে অহিদুল ও রাইদ জুটিকে হারিয়ে শিরোপা জিতে নেয়। মিশ্র দ্বৈতে অল সেনাবাহিনী ফাইনালে সিফাত উল্লাহ ও নাছিমা খাতুন জুটি সরাসরি ২-০ সেটে উর্মি আক্তার ও আল আমিন জুমার জুটিকে হারিয়ে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নূর, ফেডারেশনের সহসভাপতি তারিকুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক রাসেল কবির উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির সঙ্গে বিজয়ী দলের সদস্যরা
শনিবার, ১৯ জুলাই ২০২৫
৩৯ তম জাতীয় ব্যাডমিন্টনে ছেলেদের এককে হ্যাটট্রিক শিরোপা জিতেছেন খন্দকার আবদুস সোয়াদ। নারী এককে প্রথমবার জিতেছেন নাছিমা খাতুন। দুজনেই উঠে এসেছেন পাবনা থেকে।
আনসার দলের খন্দকার আবদুস সোয়াদ জাতীয় চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তিনি আল আমিন জুমারকে ২১-১৪, ২১-৪ গেমে হারিয়েছেন।
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে সোয়াদ বলেন, ‘চোটের জন্য একমাস প্র্যাকটিস করতে পারিনি। ফিরে এসে নিজেকে প্রমাণের চাপ ছিল। আয়মান এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, অন্যরাও ভালো খেলেছেন। এই প্রতিযোগিতা সহজ ছিল না। অন্যবারের চেয়ে কঠিনই ছিল।’
নারী এককের ফাইনালে ঊর্মি আক্তার হ্যাটট্রিক শিরোপা জিততে পারেননি। নাছিমার কাছে ফাইনালে হেরেছেন ১২-২১, ২১-১৭ ও ২১-১৭ পয়েন্টে। নাছিমা খেলছেন সেনাবাহিনীর দলের হয়ে, আছেন সৈনিক পদে। ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসিতে পড়–য়া শাটলার বলেন,‘প্রথম গেম হারলেও আত্মবিশ্বাস হারাইনি, জানতাম যে পারবো। এখন লক্ষ্য আন্তর্জাতিক সাফল্য। এসএ গেমসে চাই পদক জিততে।‘
শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের দ্বৈতে অল সেনাবাহিনীর ফাইনালে নাছিমা খাতুন ও বৃষ্টি আক্তার জুটি ২-১ সেটে উর্মি আক্তার ও রেশমা আক্তার জুটিকে হারিয়ে শিরোপা জিতে নেয়। পুরুষ দ্বৈতের অল পুলিশ ফাইনালে নাঈম ও মিজান জুটি ২-০ সেটে অহিদুল ও রাইদ জুটিকে হারিয়ে শিরোপা জিতে নেয়। মিশ্র দ্বৈতে অল সেনাবাহিনী ফাইনালে সিফাত উল্লাহ ও নাছিমা খাতুন জুটি সরাসরি ২-০ সেটে উর্মি আক্তার ও আল আমিন জুমার জুটিকে হারিয়ে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নূর, ফেডারেশনের সহসভাপতি তারিকুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক রাসেল কবির উপস্থিত ছিলেন।