এক ম্যাচ বিরতি দিয়ে আবারও গোলের আনন্দে ভাসলেন লিওনেল মেসি। রেকর্ড পথচলা থামার পরের ম্যাচে আবারও জোড়া গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। সঙ্গে আরেক গোলে অ্যাসিস্ট করে অবদান রাখলেন দলের বড় জয়ে।
নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। পেনাল্টিহীন গোলেরক্ষেত্রে এই কীর্তি গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। মেসি দুটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন । তাতে ৮ বারের ব্যালন ডি’অর জয়ীর পেনাল্টিহীন গোল দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ ম্যাচে ৭৬৪।
বিপরীতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর ১ হাজার ২৮১ ম্যাচে গোল ৭৬৩টি। অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কাতার বিশ্বকাপ জয়ী।
টানা ৫ ম্যাচে জোড়া গোল করা মেসির এটি সাত ম্যাচে ষষ্ঠ জোড়া গোলের নজির। তাতে মেজর লিগ সকারে সর্বোচ্চ গোলের তালিকার চূড়াতে অবস্থান করছেন তিনি। এই মৌসুমে তার গোল এখন ১৮।
মেজর লিগ সকারে (এমএলএস) রোববার,(২০ জুলাই ২০২৫) সকালে (বাংলাদেশ সময়) ম্যাচে নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে হারায় মেসির ইন্টার মায়ামি।
প্রতিপক্ষের মাঠে শুরুতে গোল হজম করে মায়ামি। এরপর একের পর এক জালে হানা দিয়ে গোল উৎসব করে তারা। মেসি ছাড়াও জোড়া গোল করেন তেলাস্কো সেগোভিয়া। দুজনের আগে সমতাসূচক গোলটি করেন জর্দি আলবা।
এমএলএসে এ নিয়ে সবশেষ সাত ম্যাচের ছয়টিতে জোড়া গোল করলেন মেসি। গত বৃহস্পতিবার সিনসিনাটির বিপক্ষে জালের দেখা পাননি তিনি। মায়ামিও হেরে যায় ম্যাচ। এর আগের পাঁচ ম্যাচে টানা দুটি করে গোল করে রেকর্ড গড়েন আর্জেন্টাইন জাদুকর।
রোববার, ২০ জুলাই ২০২৫
এক ম্যাচ বিরতি দিয়ে আবারও গোলের আনন্দে ভাসলেন লিওনেল মেসি। রেকর্ড পথচলা থামার পরের ম্যাচে আবারও জোড়া গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। সঙ্গে আরেক গোলে অ্যাসিস্ট করে অবদান রাখলেন দলের বড় জয়ে।
নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। পেনাল্টিহীন গোলেরক্ষেত্রে এই কীর্তি গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। মেসি দুটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন । তাতে ৮ বারের ব্যালন ডি’অর জয়ীর পেনাল্টিহীন গোল দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ ম্যাচে ৭৬৪।
বিপরীতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর ১ হাজার ২৮১ ম্যাচে গোল ৭৬৩টি। অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কাতার বিশ্বকাপ জয়ী।
টানা ৫ ম্যাচে জোড়া গোল করা মেসির এটি সাত ম্যাচে ষষ্ঠ জোড়া গোলের নজির। তাতে মেজর লিগ সকারে সর্বোচ্চ গোলের তালিকার চূড়াতে অবস্থান করছেন তিনি। এই মৌসুমে তার গোল এখন ১৮।
মেজর লিগ সকারে (এমএলএস) রোববার,(২০ জুলাই ২০২৫) সকালে (বাংলাদেশ সময়) ম্যাচে নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে হারায় মেসির ইন্টার মায়ামি।
প্রতিপক্ষের মাঠে শুরুতে গোল হজম করে মায়ামি। এরপর একের পর এক জালে হানা দিয়ে গোল উৎসব করে তারা। মেসি ছাড়াও জোড়া গোল করেন তেলাস্কো সেগোভিয়া। দুজনের আগে সমতাসূচক গোলটি করেন জর্দি আলবা।
এমএলএসে এ নিয়ে সবশেষ সাত ম্যাচের ছয়টিতে জোড়া গোল করলেন মেসি। গত বৃহস্পতিবার সিনসিনাটির বিপক্ষে জালের দেখা পাননি তিনি। মায়ামিও হেরে যায় ম্যাচ। এর আগের পাঁচ ম্যাচে টানা দুটি করে গোল করে রেকর্ড গড়েন আর্জেন্টাইন জাদুকর।