চোটের শঙ্কা নিয়ে মাঠ ছাড়ার পর লিওনেল মেসিকে নিয়ে ভক্তদের দুশ্চিন্তা ছিল তুঙ্গে। অবশেষে কিছুটা স্বস্তির খবর দিয়েছে ইন্টার মায়ামি। ক্লাব জানিয়েছে, আর্জেন্টাইন অধিনায়কের পেশির চোট গুরুতর নয়। তবে মাঠে ফিরতে তাকে কিছুদিন অপেক্ষা করতে হবে।
গত শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুতেই ডান পায়ে চোট পান মেসি। মাত্র ১১ মিনিট মাঠে থেকে খেলায় ইতি টানেন তিনি। এর আগে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা খেলোয়াড় নানা চোটের কারণে ক্লাব ও দেশের হয়ে বেশ কিছু ম্যাচ মিস করেছেন।
রোববার এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানায়, “পরীক্ষার ফলাফলে দেখা গেছে, তার ডান পায়ের পেশিতে মাইনর চোট আছে। পুনর্বাসন প্রক্রিয়া ও শারীরিক প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে কবে তিনি মাঠে ফিরতে পারবেন।”
এই চোটের কারণে লিগস কাপে আর মেসির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মোট ৩৬টি ক্লাব নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ইন্টার মায়ামি দুটি ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে।
দলের পরবর্তী ম্যাচ বুধবার। আর মেজর লিগ সকারে নিয়মিত মৌসুম শুরু হবে রোববার থেকে।
মাঠ ছাড়ার আগে দারুণ ফর্মে ছিলেন মেসি। মেজর লিগ সকারে ১৮ গোল করে যৌথভাবে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি। লিগস কাপের প্রথম ম্যাচে তার অ্যাসিস্ট থেকে আসে দলের দুটি গোল।
মেসির চোট গুরুতর না হলেও কবে ফিরবেন—তা এখনও নিশ্চিত নয়। তবে ইন্টার মায়ামি ও ভক্তদের আশা, খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না।
হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি
চার গোল, দুই লাল কার্ড, তবুও আলোচনায় মেসির চোট