সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ০৪ আগস্ট ২০২৫

সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, দলে জিসান ও তোফায়েল

image

সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, দলে জিসান ও তোফায়েল

সোমবার, ০৪ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় দলে ফেরা নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মাঝে আরেকবার প্রমাণের মঞ্চ পাচ্ছেন নুরুল হাসান সোহান। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে থাকছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তরুণ সম্ভাবনাময় ব্যাটসম্যান জিসান আলম ও উঠতি পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ।

সব ম্যাচই হবে অস্ট্রেলিয়ার ডারউইনে। প্রাথমিক পর্বে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ ১৪ আগস্ট পাকিস্তান শাহিন্সের বিপক্ষে। এরপর ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট পার্থ স্কর্চার্স, ১৯ আগস্ট নর্দান টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স ও ২৩ আগস্ট অ্যাডিলেইড স্ট্রাইকার্সের মুখোমুখি হবে সোহানরা। সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট। ফাইনালে উঠলে দুই দিনে তিনটি ম্যাচ খেলতে হবে দলটিকে।

সোহান সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সেঞ্চুরি ও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে। ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন, কিন্তু জাতীয় দলে জায়গা মিলছে না। এই টুর্নামেন্ট তাই হতে পারে তার ফেরার বড় উপলক্ষ।

দলে নতুন আলোচনায় জিসান আলম। গত জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ২৮১ রান করেছিলেন ১৫৮.৭৫ গড়ে, স্পিন বোলিংয়েও কার্যকর। ২০ বছর বয়সী এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে খেলেছেন বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে। আরেক সম্ভাবনাময় অলরাউন্ডার তোফায়েল আহমেদ নজর কেড়েছেন জাতীয় লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফরম্যান্সে।

দলে রয়েছেন জাতীয় দলের নিয়মিত মুখ মোহাম্মদ নাঈম শেখ ও হাসান মাহমুদ। টি-টোয়েন্টি দলে নিজেদের জায়গা হারানো এই দুই ক্রিকেটারের জন্যও এটি হতে পারে নিজেকে আবার প্রমাণের সুযোগ। একইভাবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করা মাহিদুল ইসলাম অঙ্কন, অফ স্পিনার নাঈম হাসান, সাইফ হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরিরাও আছেন স্কোয়াডে।

টপ এন্ড টি-টোয়েন্টির আগের আসরেও ছিল বাংলাদেশের প্রতিনিধি। সেবার আকবর আলির নেতৃত্বে হাই পারফরম্যান্স দল রানার্স আপ হয়েছিল। এবার সোহানের দল শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে।

টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে বাংলাদেশ ‘এ’ দল একটি চারদিনের ম্যাচ খেলবে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু ২৮ আগস্ট, তবে ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি চৌধুরি, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরি, রকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুসফিক হাসান, রিপন মন্ডল, হাসান মাহমুদ।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের