আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে নেইমার নিজেকে ফিরে পাওয়ার লড়াই করছেন। বাল্যকালের ক্লাব স্যান্টোসে এবার জোড়া গোল করেছেন তিনি। ২০২২ সালের আগস্টের পর প্রথমবার টানা পঞ্চম ম্যাচে শুরুর একাদশে নেমে চমৎকার পারফরম্যান্স করলেন ব্রাজিল সুপারস্টার।
তিন বছর পর প্রথমবার করলেন জোড়া গোল। ব্রাজিল সিরিয়াতে নেইমারের জোড়ায় ৩-১ গোলে জুভেনতুদেকে হারিয়েছে স্যান্টোস। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পেয়ে বহুদিনের জন্য মাঠের বাইরে ছিলেন। এই বছরের শুরুতে আল হিলাল ছেড়ে যোগ দেন সাবেক ক্লাবে। ব্রাজিল জাতীয় দলে হারানো জায়গা ফিরে পাওয়ার মিশনে তিনি।
কার্লো আনচেলত্তির নজরে পড়তে নিজের সামর্থ্যের প্রমাণ দেয়ার বিকল্প নেই নেইমারের সামনে। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে হয়তো সেই লক্ষ্য পূরণে বেশ এগিয়ে গেলেন ব্রাজিলের শীর্ষ গোলদাতা।
ম্যাচ শেষে নেইমার বলেন, ‘সবাই আমার সামর্থ্য জানে। আমি খেলার জন্য প্রস্তুত আছি, ভালো বোধ করছি। আমাকে নেয়ার ব্যাপারটি এখন ব্রাজিলের স্টাফদের হাতে।’