নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে বেতাগী উপজেলা প্রশাসনের তারুণ্যের উৎসব ২০২৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জমজমাট আয়োজনে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মির্জাগঞ্জ একাদশ ও পটুয়াখালী একাদশ। খেলার শুরু থেকেই দুই দল সমানতালে আক্রমণ ও পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও নির্ধারিত ৯০ মিনিটে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। ফলে ম্যাচের ফলাফল নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। রুদ্ধশ্বাস টাইব্রেকারে মির্জাগঞ্জ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয় পটুয়াখালী একাদশ।খেলা শেষে এক উচ্ছ্বাসময় পরিবেশে