রিজান ৯৫ রান করার পর ৫ উইকেট নেন
রিজান ৯৫ রান করার পর ৫ উইকেট নেন
রিজান হোসেন অলরাউন্ড পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
হারারেতে গতকাল রোববারের ফাইনালে দক্ষিণ আফ্রিকা যুব দলের বিপক্ষে ৩৩ রানে জিতেছে বাংলাদেশের যুবারা । এই সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে এটি জুনিয়র টাইগারদের তৃতীয় জয়।
প্রায় একশ’ স্ট্রাইক রেটের ব্যাটিংয়ে ৯৫ রান করেন রিজান। ১০ চারে ৯৬ বলের এই রান করার পর তিনি রান আউট হন । রিজানের সঙ্গে ১১৭ রানের জুটিতে ৬ চারে ৬৫ রান করেন কালাম সিদ্দিকি। এই দুইজনের সঙ্গে বাকিদের অবদানে ২৬৯ রানের পুঁজি গড়ে বাংলাদেশের যুবারা।
ম্যাচের দ্বিতীয়ভাগেও সব আলো কেড়ে নেন রিজান। পেস বোলিংয়ে ৩৪ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। পেসার আল ফাহাদ ধরেন ৩ শিকার। লেগ স্পিনার স্বাধীন ইসলামের প্রাপ্তি দুটি। তাদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে ২৩৬ রানে গুঁটিয়ে দেয় বাংলাদেশ।
যুব ওয়ানডের কোনো প্রতিযোগিতার ফাইনালে পাঁচ উইকেট নেয়া বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার রিজান। ২০২৩ সালে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে খেলা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। শিরোপা নির্ধারণী সেই লড়াইয়ে আফগানদের ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫০ ওভারে ২৬৯/৫ (জাওয়াদ ২১, রিফাত ১৬, আজিজুল ৭, কালাম ৬৫, রিজান ৯৫, আবদুল্লাহ ৩৮, সামিউন ১২; মাজোলা ১/৪১, মাবাথা ২/৫০)।
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৪৮.৪ ওভারে ২৩৬ (লাগাডিন ৪০, বুলবুলিয়া ৩১, রোলেস ৩৫, মাবাথা ২৯, সোনি ৩৪; ফাহাদ ৯-০-৫০-৩, রিজান ৮.৪-১-৩৪-৫, স্বাধীন ১০-০-৩৪-২)।