alt

মনোযোগ ঘাটতির কারণে শেষ মুহূর্তে গোল হজম করে দল: জামাল

ক্রীড়া বার্তা পরিবেশক : শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

এশিয়ান কাপ বাছাইপর্বের রুদ্ধশ্বাস ম্যাচে দারুণ লড়াই করেও হংকং, চায়নার সঙ্গে জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে যখন চার প্রবাসী ফুটবলার মাঠে নামেন তখন আশাটা জোরালো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আরও একটি হতাশাজনক পরাজয় সঙ্গী হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

যখন আমরা-শমিত, ফাহামেদুল, জায়ান আর আমি একসঙ্গে ওয়ার্মআপ করছিলাম, তখনই বলেছিলাম আমাদের ম্যাচের গতি বদলে দিতে হবে। আমরা চারজনই ম্যাচে ইতিবাচক প্রভাব রাখতে পেরেছি। আমরা সবাই চাই দলটার হয়ে শুরু থেকেই খেলতে। আমার মনে হয়, আমরা সামগ্রিকভাবে ভালোই খেলেছি

ঢাকা জাতীয় স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার লড়াইয়ে ৪-৩ গোলের পরাজয়ে হতাশ খেলোয়াড় ও ভক্ত-সমর্থকরা। তারপরও আশায় বুক বেঁধেছেন দ্বিতীয়ার্ধে মাঠে নামা চারজন খেলোয়াড়- অধিনায়ক জামাল ভূঁইয়া, শমিত সোম, ফাহামেদুল ইসলাম ও জায়ান আহমেদকে দেখে। তাদের প্রাণবন্ত পারফরম্যান্সে ম্যাচের গতিপথই বদলে দিয়েছিল এক পর্যায়ে।

আগামী ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে শুক্রবার,(১০ অক্টোবর ২০২৫) দেশ ছাড়া ম্যাচের পর নিজের অবস্থান স্পষ্ট করে জানান জামাল। তিনি চান এই চারজনই যেন পরবর্তী ম্যাচে শুরুর একাদশে সুযোগ পান। তার মতে, এই খেলোয়াড়দের মাঠে উপস্থিতি দলের পারফরম্যান্সে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলে।

জামাল বলেন, ‘যখন আমরা-শমিত, ফাহামেদুল, জায়ান আর আমি একসঙ্গে ওয়ার্মআপ করছিলাম, তখনই বলেছিলাম আমাদের ম্যাচের গতি বদলে দিতে হবে। আমরা চারজনই ম্যাচে ইতিবাচক প্রভাব রাখতে পেরেছি। আমরা সবাই চাই দলটার হয়ে শুরু থেকেই খেলতে। আমার মনে হয়, আমরা সামগ্রিকভাবে ভালোই খেলেছি।’

তবে এই চারজনের এমন দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা শুরুতে তাদের একাদশে রাখেননি। প্রথমার্ধে লিড হারানোর পর, তিনি বাধ্য হন দ্বিতীয়ার্ধে একে একে তাদের মাঠে নামাতে। এরপর তাদের উপস্থিতিতে ম্যাচে দৃশ্যমান পরিবর্তন আসে। শমিত এক গোল করেন, আর জামাল ও ফাহামেদুল দু’জনই গোল করাতে সহায়তা করেন।

ম্যাচ পরবর্তী বিশ্লেষণে জামাল স্পষ্টভাবে জানান, তাকে শুরুর একাদশে না রাখাটা কোচের ভুল সিদ্ধান্ত ছিল। তার মন্তব্যে ছিল আত্মবিশ্বাসের সঙ্গে আক্ষেপও, ‘আমি বলব, যখন আমি খেলি না, সেটি ভুল সিদ্ধান্ত। আমি সব ম্যাচ খেলতে চাই। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কোচের। কিন্তু আমি খেলতে চাই, এটা বলবই।’

শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হারার কারণ হিসেবে জামাল দলের মনোযোগের ঘাটতিকে দায়ী করেন, ‘এই দলের একটা ইতিহাস আছে, আমরা শেষ মুহূর্তে গোল খেয়ে যাই। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগেই নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম, পুরো ম্যাচে মনোযোগ ধরে রাখতে হবে। আমি সংবাদ সম্মেলনেও বলেছিলাম, ম্যাচ জিততে হলে শতভাগ মনোযোগ রাখতে হবে। কিন্তু আমরা সেটা ধরে রাখতে পারিনি।’

তবুও হতাশার ভেতরেও আশার আলো দেখছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। তার বিশ্বাস, পরবর্তী তিনটি ম্যাচে টানা জয় তুলে নেয়া সম্ভব এবং সেখান থেকেই বাংলাদেশ গ্রুপ পর্বের জটিলতা কাটিয়ে ওঠতে পারবে। ‘আমাদের সামনে এখনও তিনটা ম্যাচ আছে। আমাদের সবগুলোই জিততে হবে, এক পয়েন্টও হারানো চলবে না,’ বলেন জামাল।

হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ইতিবাচক কিছু করতে চান জামাল। সমর্থকদের ধন্যবাদ। তিনি বলেন, ‘তাদের তিন পয়েন্ট দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আরও তিন পয়েন্ট... ইনশাআল্লাহ আমরা কিছু দিতে পারবো।’

এশিয়ান কাপের বাছাইপর্বের ‘সি’ গ্রুপের টেবিলে এখন শীর্ষে হংকং। ৩ ম্যাচে ২ জয়ে ৭ পয়েন্ট তাদের। ৩ ম্যাচে ১ জয়, ২ ড্রতে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিঙ্গাপুর। ভারত ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আছে তিনে। ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশ।

ছবি

এশিয়ান আর্চারির পর্দা উঠছে শনিবার ঢাকায়

ছবি

‘দৃষ্টান্তমূলক শাস্তি’র অঙ্গীকার ক্রীড়া উপদেষ্টার

ছবি

ফয়সালের সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে গেল আফগান যুবারা

ছবি

ডি ককের ২২তম সেঞ্চুরি, সিরিজে সমতা দক্ষিণ আফ্রিকার

ছবি

লঙ্কানদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

ছবি

অনিশ্চয়তা সত্ত্বেও আর্জেন্টিনা দলে আছেন মেসি

ছবি

আর্জেন্টিনা-ব্রাজিল-বাংলাদেশকে নিয়ে ঢাকায় লাতিন-বাংলা সুপার কাপ

ছবি

অস্ট্রেলিয়া-ভারত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ শনিবার

ছবি

এবার বিপিএলে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট খেলবে নতুন নামে

ছবি

পদক জিতে প্যালেস্টাইনের পতাকা উড়াতে চান রাশা

ছবি

কিংসের ক্রিকেট মাঠে হবে শারীরিক প্রতিবন্ধীদের টি-টেন

ছবি

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

ছবি

দুই বছর পিছিয়ে গেল এসএ গেমস

ছবি

নারী হকি: ঠাকুরগাঁও ১৩ গোলে জয়ী, সিমুর হ্যাটট্রিক

ছবি

তিনবার পিছিয়ে পড়ে আত্মঘাতী গোলে হার এড়ালো বার্সেলোনা

ছবি

নেপাল ও ভারত ম্যাচের প্রাথমিক দল, নেই প্রবাসী ফাহামেদুল

ছবি

কোচ সালাউদ্দিনের পদত্যাগ গ্রহণ করেছে বিসিবি

ছবি

আয়ারল্যান্ড ক্রিকেট দল আসছে বৃহস্পতিবার

ছবি

ফয়সাল খানের সেঞ্চুরি, আফগান যুবরা সিরিজে সমতা ফেরালো

ছবি

দিনাজপুর ও রাজশাহীর জয়

ছবি

এবার আবাহনীর ওপর ফিফার নিষেধাজ্ঞা!

ছবি

লিভারপুলের কাছে হারলো রেয়াল, বায়ার্নের কাছে পিএসজি

ছবি

এশিয়া কাপের ঘটনায় হারিস দুই ম্যাচ নিষিদ্ধ, সুরিয়াকুমার ও বুমরাহর শাস্তি

ছবি

‘বাংলাদেশের লক্ষ্য ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে জয়’

ছবি

নারী ক্রিকেটারদের বেতন বাড়ছে

ছবি

আয়ারল্যান্ড সিরিজে টাইগারদের ব্যাটিং কোচ আশরাফুল

ছবি

তিন ম্যাচই ড্র, মুশফিক ও সালমানের শতক

ছবি

অনুশীলনের জন্য নারী ফুটবল দল ফের চট্টগ্রামে

ছবি

আইরিশদের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন জয়, বাদ এনামুল

ছবি

বুধবার রাজশাহীতে আফগানদের মুখোমুখি বাংলাদেশের যুবারা

ছবি

এশিয়ান আরচারিতে পদক জয়ের লক্ষ্য বাংলাদেশের

ছবি

কিউই-উইন্ডিজ প্রথম টি-২০ বুধবার

ছবি

ফিফপ্রো বিশ্ব একাদশে ইয়ামাল!

ছবি

খুলনাকে হারিয়ে প্রথম জয় রাজশাহীর, সেঞ্চুরির স্বপ্ন মুশফিকের

ছবি

তিনবারের চেষ্টায় শিরোপার স্বাদ পেল ভারত

ছবি

বিওএর নির্বাচন কমিশন গঠন

tab

মনোযোগ ঘাটতির কারণে শেষ মুহূর্তে গোল হজম করে দল: জামাল

ক্রীড়া বার্তা পরিবেশক

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

এশিয়ান কাপ বাছাইপর্বের রুদ্ধশ্বাস ম্যাচে দারুণ লড়াই করেও হংকং, চায়নার সঙ্গে জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে যখন চার প্রবাসী ফুটবলার মাঠে নামেন তখন আশাটা জোরালো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আরও একটি হতাশাজনক পরাজয় সঙ্গী হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

যখন আমরা-শমিত, ফাহামেদুল, জায়ান আর আমি একসঙ্গে ওয়ার্মআপ করছিলাম, তখনই বলেছিলাম আমাদের ম্যাচের গতি বদলে দিতে হবে। আমরা চারজনই ম্যাচে ইতিবাচক প্রভাব রাখতে পেরেছি। আমরা সবাই চাই দলটার হয়ে শুরু থেকেই খেলতে। আমার মনে হয়, আমরা সামগ্রিকভাবে ভালোই খেলেছি

ঢাকা জাতীয় স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার লড়াইয়ে ৪-৩ গোলের পরাজয়ে হতাশ খেলোয়াড় ও ভক্ত-সমর্থকরা। তারপরও আশায় বুক বেঁধেছেন দ্বিতীয়ার্ধে মাঠে নামা চারজন খেলোয়াড়- অধিনায়ক জামাল ভূঁইয়া, শমিত সোম, ফাহামেদুল ইসলাম ও জায়ান আহমেদকে দেখে। তাদের প্রাণবন্ত পারফরম্যান্সে ম্যাচের গতিপথই বদলে দিয়েছিল এক পর্যায়ে।

আগামী ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে শুক্রবার,(১০ অক্টোবর ২০২৫) দেশ ছাড়া ম্যাচের পর নিজের অবস্থান স্পষ্ট করে জানান জামাল। তিনি চান এই চারজনই যেন পরবর্তী ম্যাচে শুরুর একাদশে সুযোগ পান। তার মতে, এই খেলোয়াড়দের মাঠে উপস্থিতি দলের পারফরম্যান্সে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলে।

জামাল বলেন, ‘যখন আমরা-শমিত, ফাহামেদুল, জায়ান আর আমি একসঙ্গে ওয়ার্মআপ করছিলাম, তখনই বলেছিলাম আমাদের ম্যাচের গতি বদলে দিতে হবে। আমরা চারজনই ম্যাচে ইতিবাচক প্রভাব রাখতে পেরেছি। আমরা সবাই চাই দলটার হয়ে শুরু থেকেই খেলতে। আমার মনে হয়, আমরা সামগ্রিকভাবে ভালোই খেলেছি।’

তবে এই চারজনের এমন দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা শুরুতে তাদের একাদশে রাখেননি। প্রথমার্ধে লিড হারানোর পর, তিনি বাধ্য হন দ্বিতীয়ার্ধে একে একে তাদের মাঠে নামাতে। এরপর তাদের উপস্থিতিতে ম্যাচে দৃশ্যমান পরিবর্তন আসে। শমিত এক গোল করেন, আর জামাল ও ফাহামেদুল দু’জনই গোল করাতে সহায়তা করেন।

ম্যাচ পরবর্তী বিশ্লেষণে জামাল স্পষ্টভাবে জানান, তাকে শুরুর একাদশে না রাখাটা কোচের ভুল সিদ্ধান্ত ছিল। তার মন্তব্যে ছিল আত্মবিশ্বাসের সঙ্গে আক্ষেপও, ‘আমি বলব, যখন আমি খেলি না, সেটি ভুল সিদ্ধান্ত। আমি সব ম্যাচ খেলতে চাই। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কোচের। কিন্তু আমি খেলতে চাই, এটা বলবই।’

শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হারার কারণ হিসেবে জামাল দলের মনোযোগের ঘাটতিকে দায়ী করেন, ‘এই দলের একটা ইতিহাস আছে, আমরা শেষ মুহূর্তে গোল খেয়ে যাই। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগেই নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম, পুরো ম্যাচে মনোযোগ ধরে রাখতে হবে। আমি সংবাদ সম্মেলনেও বলেছিলাম, ম্যাচ জিততে হলে শতভাগ মনোযোগ রাখতে হবে। কিন্তু আমরা সেটা ধরে রাখতে পারিনি।’

তবুও হতাশার ভেতরেও আশার আলো দেখছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। তার বিশ্বাস, পরবর্তী তিনটি ম্যাচে টানা জয় তুলে নেয়া সম্ভব এবং সেখান থেকেই বাংলাদেশ গ্রুপ পর্বের জটিলতা কাটিয়ে ওঠতে পারবে। ‘আমাদের সামনে এখনও তিনটা ম্যাচ আছে। আমাদের সবগুলোই জিততে হবে, এক পয়েন্টও হারানো চলবে না,’ বলেন জামাল।

হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ইতিবাচক কিছু করতে চান জামাল। সমর্থকদের ধন্যবাদ। তিনি বলেন, ‘তাদের তিন পয়েন্ট দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আরও তিন পয়েন্ট... ইনশাআল্লাহ আমরা কিছু দিতে পারবো।’

এশিয়ান কাপের বাছাইপর্বের ‘সি’ গ্রুপের টেবিলে এখন শীর্ষে হংকং। ৩ ম্যাচে ২ জয়ে ৭ পয়েন্ট তাদের। ৩ ম্যাচে ১ জয়, ২ ড্রতে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিঙ্গাপুর। ভারত ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আছে তিনে। ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশ।

back to top