লাহোর টেস্ট
লাহোর টেস্টে ১০ উইকেট নিয়ে পাকিস্তানের ম্যাচ জয়ের নায়ক নোমান আলী
স্পিনার নোমান আলীর দুর্দান্ত বোলিংয়ে লাহোরে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে পরাজিত করেছে পাকিস্তান।
২৭৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ১৮৩ রানে গুটিয়ে যায়। ম্যাচসেরা নোমান প্রথম ইনিংসে ১১২ রানে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৪টি, মোট ১৯১ রানে ১০ উইকেট দখল করেছেন। এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার ১০ কিংবা তার বেশি উইকেট দখলের কৃতিত্ব দেখালেন নোমান।
গাদ্দাফি স্টেডিয়ামের পিচে চতুর্থ দিনে বল অনেকটাই টার্ন নিচ্ছিল। লো বাউন্স ও টার্নিংয়ের সুবিধাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন নোমান। যদিও সকালে পঞ্চম উইকেটে ডেওয়াল্ড ব্রেভিস ও রায়ান রিকেলটনের ৭৩ রান দক্ষিণ আফ্রিকার ইনিংসকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে গেছে।
সবমিলিয়ে দুই দলের স্পিনাররা ৩৪ উইকেট দখল করেছেন, মাত্র ৬টি গেছে ফাস্ট বোলারদের দখলে। প্রোটিয়া বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামি ১৭৪ রানে নিয়ে ১১ উইকেট।
প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করেছিল ২৬৯ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। মুথুসামির ৫ উইকেটের সঙ্গে আরেক স্পিনার সাইমন হার্মারের ৪ উইকেট প্রাপ্তিতে স্বাগতিকদের ইনিংস ১৬৭ রানে গুটিয়ে যায়।
টেস্ট অধিনায়ক হিসেবে পাকিস্তানের শান মাসুদের এটা ১৩ ম্যাচে চতুর্থ জয়। বাকি নয়টিতে হেরেছে তার দল।
বুধবার,(১৫ অক্টোবর ২০২৫) চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৬ উইকেটে ১৩৭। বিরতির পরপরই সাজিদ খান মুথুসামির উইকেট তুলে নেন। পেসার শাহিন শাহ আফ্রিদি কাইল ভেরেইনে (১৯), প্রেনেরান সুব্রায়েন (৮) ও কাগিসো রাবাদাকে দ্রুত সাজঘরে পাঠিয়ে ৩৩ রানে ৪ উইকেট দখল করেন।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র জয় দিয়ে দারুণভাবে শুরু করলো পাকিস্তান। এদিকে টানা ১০ জয়ের পর অবশেষে পরাজিত হলো দক্ষিণ আফ্রিকা। গত জুনে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছিল তারা।
পরাজয়ের পর অধিনায়ক আইডেন মার্করাম বলেন, প্রথম ইনিংসে ১০৯ রানের ঘাটতি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার ১৬৩ রানের জুটির প্রশংসা করেছেন মার্করাম। তার মতে প্রথম ইনিংসে আরও কিছু রান যোগ করতে পারলে ম্যাচে লড়াই করার মানসিকতা থাকত।
ব্রেভিস একমাত্র ব্যাটার হিসেবে পাকিস্তানি স্পিনারদের বিপক্ষে লড়াই চালিয়ে গেছেন। ছয়টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারিতে তার ব্যাট থেকে এসেছে ক্যারিয়ারসেরা ৫৪ রান। এছাড়া রিকেলটন করেছেন ৪৫ রান। আগামী সোমবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ৩৭৮ ও ১৬৭।
দক্ষিণ আফ্রিকা ২৬৯ ও (আগের দিন ৫১/২) ১৮৩ (রিকেলটন ৪৫, ব্রেভিস ৫৪ ; নোমান ৪/৭৯, সাজিদ ২/৩৮, আফ্রিদি ৪/৩৩)।
ম্যাচসেরা: নোমান আলী
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
লাহোর টেস্ট
লাহোর টেস্টে ১০ উইকেট নিয়ে পাকিস্তানের ম্যাচ জয়ের নায়ক নোমান আলী
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
স্পিনার নোমান আলীর দুর্দান্ত বোলিংয়ে লাহোরে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে পরাজিত করেছে পাকিস্তান।
২৭৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ১৮৩ রানে গুটিয়ে যায়। ম্যাচসেরা নোমান প্রথম ইনিংসে ১১২ রানে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৪টি, মোট ১৯১ রানে ১০ উইকেট দখল করেছেন। এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার ১০ কিংবা তার বেশি উইকেট দখলের কৃতিত্ব দেখালেন নোমান।
গাদ্দাফি স্টেডিয়ামের পিচে চতুর্থ দিনে বল অনেকটাই টার্ন নিচ্ছিল। লো বাউন্স ও টার্নিংয়ের সুবিধাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন নোমান। যদিও সকালে পঞ্চম উইকেটে ডেওয়াল্ড ব্রেভিস ও রায়ান রিকেলটনের ৭৩ রান দক্ষিণ আফ্রিকার ইনিংসকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে গেছে।
সবমিলিয়ে দুই দলের স্পিনাররা ৩৪ উইকেট দখল করেছেন, মাত্র ৬টি গেছে ফাস্ট বোলারদের দখলে। প্রোটিয়া বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামি ১৭৪ রানে নিয়ে ১১ উইকেট।
প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করেছিল ২৬৯ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। মুথুসামির ৫ উইকেটের সঙ্গে আরেক স্পিনার সাইমন হার্মারের ৪ উইকেট প্রাপ্তিতে স্বাগতিকদের ইনিংস ১৬৭ রানে গুটিয়ে যায়।
টেস্ট অধিনায়ক হিসেবে পাকিস্তানের শান মাসুদের এটা ১৩ ম্যাচে চতুর্থ জয়। বাকি নয়টিতে হেরেছে তার দল।
বুধবার,(১৫ অক্টোবর ২০২৫) চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৬ উইকেটে ১৩৭। বিরতির পরপরই সাজিদ খান মুথুসামির উইকেট তুলে নেন। পেসার শাহিন শাহ আফ্রিদি কাইল ভেরেইনে (১৯), প্রেনেরান সুব্রায়েন (৮) ও কাগিসো রাবাদাকে দ্রুত সাজঘরে পাঠিয়ে ৩৩ রানে ৪ উইকেট দখল করেন।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র জয় দিয়ে দারুণভাবে শুরু করলো পাকিস্তান। এদিকে টানা ১০ জয়ের পর অবশেষে পরাজিত হলো দক্ষিণ আফ্রিকা। গত জুনে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছিল তারা।
পরাজয়ের পর অধিনায়ক আইডেন মার্করাম বলেন, প্রথম ইনিংসে ১০৯ রানের ঘাটতি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার ১৬৩ রানের জুটির প্রশংসা করেছেন মার্করাম। তার মতে প্রথম ইনিংসে আরও কিছু রান যোগ করতে পারলে ম্যাচে লড়াই করার মানসিকতা থাকত।
ব্রেভিস একমাত্র ব্যাটার হিসেবে পাকিস্তানি স্পিনারদের বিপক্ষে লড়াই চালিয়ে গেছেন। ছয়টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারিতে তার ব্যাট থেকে এসেছে ক্যারিয়ারসেরা ৫৪ রান। এছাড়া রিকেলটন করেছেন ৪৫ রান। আগামী সোমবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ৩৭৮ ও ১৬৭।
দক্ষিণ আফ্রিকা ২৬৯ ও (আগের দিন ৫১/২) ১৮৩ (রিকেলটন ৪৫, ব্রেভিস ৫৪ ; নোমান ৪/৭৯, সাজিদ ২/৩৮, আফ্রিদি ৪/৩৩)।
ম্যাচসেরা: নোমান আলী