বাংলাদেশ নারী কাবাডি দলের ফাইল ছবি
গত প্রায় ২০ বছর এশিয়ান গেমসে পদকহারা পুরুষ কাবাডি দল। মেয়েরা পদক বঞ্চিত ১১ বছর ধরে। ঘরোয়া কাবাডিতে অর্থ আর চাকচিক্যের অভাব নেই। কিন্তু আন্তর্জতিক আসর থেকে ফিরতে হচ্ছে খালি হাতে। তারপরও নাকি কাবাডিতে ‘দৃশ্যমান উন্নতি’ হচ্ছে। মেয়েদের বিশ্বকাপ কাবাডির আয়োজনকে সামনে রেখে বৃহস্পতিবার, (১৬ অক্টোবর ২০২৫) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘কাবাডির উন্নতি এখন দৃশ্যমান। তা আপনারা নিজের চোখেই দেখছেন। দেশজুড়ে চলছে জাতীয় কাবাডি। এখন আয়োজন করতে যাচ্ছি মেয়েদের বিশ্বকাপ কাবাডি।’ এ সময় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম ও ফেডারেশনের সহ-সভাপতি ব্রি. জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন। গত আগষ্টে ভারতের বিহারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বিশ্বকাপ। কিন্তু ভারতে বিশ্ব কাবাডি ফেডারেশন ও আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের দুই গ্রুপের দ্বন্দ্বে তা আর সম্ভব হয়নি। ফলে তখন থেকেই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যার ফলে আগামী ১৫-২৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ১৪ দেশের অংশগ্রহণে এই বিশ্বকাপ। শহিদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে- আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার। এছাড়া এই ১৪টির মধ্যে কোনো দেশ খেলতে না চাইলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে পাকিস্তান ও পোল্যান্ডকে। বিদেশি দলগুলোর আসা-যাওয়া, নিরাপত্তা, আবাসন ও স্থানীয় যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয়ের কাজ চলমান রয়েছে। মেয়েদের কাবাডি বিশ্বকাপের বাজেট ধরা হয়েছে ১০ কোটি ৪৪ লাখ টাকা। সরকারের কাছ থেকে পাঁচ কোটি টাকা পাওয়া যাবে এবং বাকি টাকা স্পন্সর থেকে জোগাড়ের চেষ্টা করছে ফেডারেশন।
আসরের লড়াইয়ের জন্য বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল বর্তমানে বিকেএসপিতে নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে কাবাডির সাধারণ সম্পাদক বলেন, ‘কাবাডির বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম। দুই অথবা তিনে যাওয়ার সুযোগ আছে আমাদের। আমরা যেন সে জায়গায় যেতে পারি, সে চেষ্টাই থাকবে।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বাংলাদেশ নারী কাবাডি দলের ফাইল ছবি
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
গত প্রায় ২০ বছর এশিয়ান গেমসে পদকহারা পুরুষ কাবাডি দল। মেয়েরা পদক বঞ্চিত ১১ বছর ধরে। ঘরোয়া কাবাডিতে অর্থ আর চাকচিক্যের অভাব নেই। কিন্তু আন্তর্জতিক আসর থেকে ফিরতে হচ্ছে খালি হাতে। তারপরও নাকি কাবাডিতে ‘দৃশ্যমান উন্নতি’ হচ্ছে। মেয়েদের বিশ্বকাপ কাবাডির আয়োজনকে সামনে রেখে বৃহস্পতিবার, (১৬ অক্টোবর ২০২৫) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘কাবাডির উন্নতি এখন দৃশ্যমান। তা আপনারা নিজের চোখেই দেখছেন। দেশজুড়ে চলছে জাতীয় কাবাডি। এখন আয়োজন করতে যাচ্ছি মেয়েদের বিশ্বকাপ কাবাডি।’ এ সময় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম ও ফেডারেশনের সহ-সভাপতি ব্রি. জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন। গত আগষ্টে ভারতের বিহারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বিশ্বকাপ। কিন্তু ভারতে বিশ্ব কাবাডি ফেডারেশন ও আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের দুই গ্রুপের দ্বন্দ্বে তা আর সম্ভব হয়নি। ফলে তখন থেকেই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যার ফলে আগামী ১৫-২৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ১৪ দেশের অংশগ্রহণে এই বিশ্বকাপ। শহিদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে- আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার। এছাড়া এই ১৪টির মধ্যে কোনো দেশ খেলতে না চাইলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে পাকিস্তান ও পোল্যান্ডকে। বিদেশি দলগুলোর আসা-যাওয়া, নিরাপত্তা, আবাসন ও স্থানীয় যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয়ের কাজ চলমান রয়েছে। মেয়েদের কাবাডি বিশ্বকাপের বাজেট ধরা হয়েছে ১০ কোটি ৪৪ লাখ টাকা। সরকারের কাছ থেকে পাঁচ কোটি টাকা পাওয়া যাবে এবং বাকি টাকা স্পন্সর থেকে জোগাড়ের চেষ্টা করছে ফেডারেশন।
আসরের লড়াইয়ের জন্য বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল বর্তমানে বিকেএসপিতে নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে কাবাডির সাধারণ সম্পাদক বলেন, ‘কাবাডির বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম। দুই অথবা তিনে যাওয়ার সুযোগ আছে আমাদের। আমরা যেন সে জায়গায় যেতে পারি, সে চেষ্টাই থাকবে।’