ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমালোচনা চলছেই। তারপরই এর অংশ হিসেবে বুধবার,(১২ নভেম্বর ২০২৫) সকালে জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা আসিফের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে প্রতিবাদী মৌন মিছিল করেন। জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ও বর্তমানে আবাহনীর কোচ মারুফুল হক মৌন মিছিলের অন্যতম উদ্যোক্তা ছিলেন। জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার স্টেডিয়ামে এসে মিছিল শেষ হয়। মারুফুল হক বলেন, ‘আমাদের মৌন মিছিলের পর আসিফ আকবর যদি তিনদিনের মধ্যে নিজের বক্তব্য প্রত্যাহার না করেন এবং ক্ষমা না চান, তাহলে আমরা আমাদের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।’ তিনি যোগ করেন, ‘আমরা যে ভদ্র সেটা শান্তিপূর্ণ প্রতিবাদী মৌন মিছিলের মাধ্যমে প্রমাণ করবো। কোনো প্রকার অশালীন কিছু বলা হবে না।’ আরেক উদ্যোক্তা জাহিদ হাসান এমিলি বলেন, ‘বুধবারও তিনি মিডিয়ায় নানা ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন তার বক্তব্যের। তিনি সরাসরি ফুটবলারদের ব্যবহার খারাপ বলেছেন। বর্তমান-সাবেক কোনো ফুটবলারই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এরপরও যদি তিনি ক্ষমা না চান কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো আমরা।’
সাবেক জাতীয় ফুটবলার আবদুল গাফফার, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য্য, মোহামেডানের কোচ আলফাজ আহমেদ, ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন, গোলাম গাউস, সাইফুর রহমানসহ শতাধিক ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি মিছিলে অংশ নেন। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। তাদের সমর্থক ও কোচিং স্টাফরা ক্লাবের পক্ষ থেকে ব্যানার এনেছে। মোহামডোন ছাড়াও রহমতগঞ্জ ক্লাব, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামসহ ফুটবল সংশ্লিষ্ট আরও অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ১২ নভেম্বর ২০২৫
ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমালোচনা চলছেই। তারপরই এর অংশ হিসেবে বুধবার,(১২ নভেম্বর ২০২৫) সকালে জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা আসিফের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে প্রতিবাদী মৌন মিছিল করেন। জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ও বর্তমানে আবাহনীর কোচ মারুফুল হক মৌন মিছিলের অন্যতম উদ্যোক্তা ছিলেন। জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার স্টেডিয়ামে এসে মিছিল শেষ হয়। মারুফুল হক বলেন, ‘আমাদের মৌন মিছিলের পর আসিফ আকবর যদি তিনদিনের মধ্যে নিজের বক্তব্য প্রত্যাহার না করেন এবং ক্ষমা না চান, তাহলে আমরা আমাদের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।’ তিনি যোগ করেন, ‘আমরা যে ভদ্র সেটা শান্তিপূর্ণ প্রতিবাদী মৌন মিছিলের মাধ্যমে প্রমাণ করবো। কোনো প্রকার অশালীন কিছু বলা হবে না।’ আরেক উদ্যোক্তা জাহিদ হাসান এমিলি বলেন, ‘বুধবারও তিনি মিডিয়ায় নানা ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন তার বক্তব্যের। তিনি সরাসরি ফুটবলারদের ব্যবহার খারাপ বলেছেন। বর্তমান-সাবেক কোনো ফুটবলারই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এরপরও যদি তিনি ক্ষমা না চান কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো আমরা।’
সাবেক জাতীয় ফুটবলার আবদুল গাফফার, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য্য, মোহামেডানের কোচ আলফাজ আহমেদ, ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন, গোলাম গাউস, সাইফুর রহমানসহ শতাধিক ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি মিছিলে অংশ নেন। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। তাদের সমর্থক ও কোচিং স্টাফরা ক্লাবের পক্ষ থেকে ব্যানার এনেছে। মোহামডোন ছাড়াও রহমতগঞ্জ ক্লাব, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামসহ ফুটবল সংশ্লিষ্ট আরও অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেন।