শেরপুরের মিনি ম্যারাথনে অংশগ্রহণকারীরা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া-কামালপুর সড়কে শুক্রবার,(১৪ নভেম্বর ২০২৫) সকালে অনুষ্ঠিত হলো ‘শেরপুর হাফ ম্যারাথন’। শাল-গজারিসহ ঘন সবুজে মোড়ানো পাহাড়ি পথকে সাক্ষী রেখে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৯০০ নারী-পুরুষ রানার। কুয়াশা ভেদ করে শুরু হওয়া দৌড় শেষ হয় একই স্থানে ১০ দশমিক ৫ কিলোমিটার দূরের তাওয়াকুচা এলাকায় ইউ-টার্ন নিয়ে মোট ২১ কিলোমিটার পথ অতিক্রমের মাধ্যমে।
এবারের আয়োজনে ২১ কিলোমিটারের পাশাপাশি অনুষ্ঠিত হয় ১, ৫ ও ১০ কিলোমিটার রান। শিশু, নারী, বিভিন্ন পেশাজীবী মানুষের পাশাপাশি বেদে পল্লী, হরিজন পল্লী ও তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেলসহ অনেকে অংশ নেন ৫ কিলোমিটার দৌড়ে।
পাহাড়ের পাদদেশ ঘেঁষে আঁকাবাঁকা উঁচুনিচু পথ অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও, প্রকৃতির অনন্য সৌন্দর্য সেই ক্লান্তি দূর করে দিয়েছে বলে জানান ২১ কিলোমিটারের রানার মো. আব্দুল্লাহ আল মামুন। দর্শনার্থীরাও পুরো পথজুড়ে প্রতিযোগীদের উৎসাহ দিতে ভিড় জমান।
শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী আল-আমিন সেলিম জানান, জেলার প্রাকৃতিক সৌন্দর্য পরিচিত করা, পর্যটন সম্ভাবনা বৃদ্ধি এবং গারো পাহাড় ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা ছড়াতেই টানা তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে এই ম্যারাথন। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় ফেরানোও তাদের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
ইভেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়া ও আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা। নিরাপত্তা, চিকিৎসা সহায়তা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা আয়োজনকে করেছে আরও সুশৃঙ্খল ও প্রাণবন্ত।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শেরপুরের মিনি ম্যারাথনে অংশগ্রহণকারীরা
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া-কামালপুর সড়কে শুক্রবার,(১৪ নভেম্বর ২০২৫) সকালে অনুষ্ঠিত হলো ‘শেরপুর হাফ ম্যারাথন’। শাল-গজারিসহ ঘন সবুজে মোড়ানো পাহাড়ি পথকে সাক্ষী রেখে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৯০০ নারী-পুরুষ রানার। কুয়াশা ভেদ করে শুরু হওয়া দৌড় শেষ হয় একই স্থানে ১০ দশমিক ৫ কিলোমিটার দূরের তাওয়াকুচা এলাকায় ইউ-টার্ন নিয়ে মোট ২১ কিলোমিটার পথ অতিক্রমের মাধ্যমে।
এবারের আয়োজনে ২১ কিলোমিটারের পাশাপাশি অনুষ্ঠিত হয় ১, ৫ ও ১০ কিলোমিটার রান। শিশু, নারী, বিভিন্ন পেশাজীবী মানুষের পাশাপাশি বেদে পল্লী, হরিজন পল্লী ও তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেলসহ অনেকে অংশ নেন ৫ কিলোমিটার দৌড়ে।
পাহাড়ের পাদদেশ ঘেঁষে আঁকাবাঁকা উঁচুনিচু পথ অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও, প্রকৃতির অনন্য সৌন্দর্য সেই ক্লান্তি দূর করে দিয়েছে বলে জানান ২১ কিলোমিটারের রানার মো. আব্দুল্লাহ আল মামুন। দর্শনার্থীরাও পুরো পথজুড়ে প্রতিযোগীদের উৎসাহ দিতে ভিড় জমান।
শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী আল-আমিন সেলিম জানান, জেলার প্রাকৃতিক সৌন্দর্য পরিচিত করা, পর্যটন সম্ভাবনা বৃদ্ধি এবং গারো পাহাড় ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা ছড়াতেই টানা তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে এই ম্যারাথন। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় ফেরানোও তাদের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
ইভেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়া ও আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা। নিরাপত্তা, চিকিৎসা সহায়তা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা আয়োজনকে করেছে আরও সুশৃঙ্খল ও প্রাণবন্ত।