সংবাদ স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

সালাহ’র কৃতকর্মের ফল, বললেন সতীর্থ

image

সালাহ’র কৃতকর্মের ফল, বললেন সতীর্থ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লীগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত লিভারপুলের স্কোয়াডে জায়গা পাননি মোহামেদ সালাহ। সাম্প্রতিক সময়ে শুরুর একাদশ থেকে বাদ পড়ায় তিনি যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন, সেটার জেরেই তাকে রাখা হয়নি বলে মনে করেন তার ক্লাব সতীর্থ আলিসন।

গত শনিবার ইংলিশ লীগে লিডসের মাঠে ৩-৩ গোলে ড্র করে শিরোপাধারী লিভারপুল। বেঞ্চে থাকা ৩৩ বছর বয়সী সালাহকে মাঠেই নামাননি দলটির কোচ আর্নে স্লট। এরপর এক খোলামেলা সাক্ষাৎকারে মিশরীয় তারকা অভিযোগ করেন, অলরেডদের বাজে ফর্মের জন্য তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। ওই মন্তব্যের জেরে ইন্টারের মাঠে অনুষ্ঠেয় ম্যাচের ১৯ জনের স্কোয়াডে সালাহকে রাখা হয়নি। কোচ ও সতীর্থের সম্পর্কের এমন টানাপোড়েন নিয়ে ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন গণমাধ্যমকে বলেন, ‘সালাহর বাদ পড়াটা কেবল তারই কৃতকর্মের ফল এবং সে এটা বোঝার মতো যথেষ্ট বুদ্ধিমান।’ আমরা দুজন আলাপ করবো, তবে সেটা হবে শুধুই ব্যক্তিগত।’

অ্যানফিল্ডে নাম লেখানোর পর ধারাবাহিক পারফরম্যান্সে আট বছরে ৪২০ ম্যাচে ২৫০টি গোল করেছেন সালাহ। তিনি দুটি প্রিমিয়ার লীগ ও একটি চ্যাম্পিয়ন্স লীগসহ অনেক শিরোপা জিতেছেন। তবে এই মৌসুমে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচ খেলে মাত্র পাঁচ গোল করতে পেরেছেন। সালাহর পাশাপাশি লিভারপুলও চেনা ছন্দে নেই, সর্বশেষ ১০ ম্যাচের পাঁচটিতেই হেরেছে।

গত মাসের শেষদিকে প্রথমবারের মতো একাদশে জায়গা হারান সালাহ। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে তাকে বেঞ্চে রাখা হয়। এরপর সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তিনি নামেন বদলি হিসেবে। তবে লিডসের বিপক্ষে ফের তাকে বেঞ্চে বসে পুরো সময় কাটাতে হয়।

‘খেলা’ : আরও খবর

» টি-২০’র পর চারদিনের ক্রিকেটে শিরোপা রংপুরের এনসিএল

» অ-১৯ এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য বাংলাদেশের

» আবাহনীকে হারিয়ে গ্রুপ শীর্ষে ব্রাদার্স

» যুব বিশ্বকাপ হকির অর্জনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান

» ল্যাটিন-বাংলা কাপের জন্য স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত

» প্রিমিয়ার দাবা লীগের শীর্ষে তিতাস ও নৌবাহিনী

» অন্য রূপ টেনিস তারকা জোকোভিচ, ২২ স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা!

» ফিফার তত্ত্বাবধানে নারী ফুটবল লীগ

» আইপিএলের নিলামে ১১০ জন বিদেশির মধ্যে ৭ বাংলাদেশি

» নতুন ভেন্যু ম্যাকাইতে বাংলাদেশকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন