প্রিমিয়ার ডিভিশন দাবা লীগের সপ্তম রাউন্ড শেষে তিতাস ক্লাব ৬ খেলায় এবং নৌবাহিনী ৭ খেলায় ১২ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছে। সাত খেলায় পুলিশ দল ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। পাঁচ খেলায় ৬ পয়েন্ট করে নিয়ে লিওনাইন চেস ক্লাব, মানহা’স ক্যাসেল ও সাধারণ বীমা স্পোর্টিং ক্লাব মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছে।
মঙ্গলবার,( ০৯ ডিসেম্বর ২০২৫) সপ্তম রাউন্ডের খেলায় তিতাস ক্লাব ৩-১ গেম পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে পরাজিত করে। লিওনাইন চেস ক্লাবের দুই ভারতীয় আন্তর্জাতিক মাস্টার হিমাল গুসাইন ও সুরেশ শর্মা যথাক্রমে তিতাস ক্লাবের মিশরীয় গ্র্যান্ড মাস্টার ফাউজি আদম ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের সাথে ড্র করেন।
নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। পুলিশ দাবা ক্লাব ৪-০ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে পরাজিত করে। মানহা’স ক্যাসেল ২-২ গেম পয়েন্টে খেলাঘর দাবা সংঘের সঙ্গে ড্র করে। দীপালী মেমোরিয়াল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করে।