ক্রীড়া বার্তা পরিবেশক

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

ল্যাটিন-বাংলা কাপের জন্য স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত

image
বাংলাদেশ-আর্জেন্টিনা ম্যাচের একটি মুহূর্ত

ল্যাটিন-বাংলা কাপের জন্য স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে দেয়া জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ আপাতত স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ল্যাটিন-বাংলা সুপার কাপ আয়োজনে চূড়ান্ত অব্যবস্থাপনা, সাংবাদিকদের ওপর হামলা এবং টিকেট, স্পন্সরশিপ ও সম্প্রচার স্বত্ব থেকে আয়ের নির্ধারিত অংশ দিতে ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার,( ০৯ ডিসেম্বর ২০২৫) এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। টুর্নামেন্টের তিনটি ম্যাচের জন্য প্রোমোশন কোম্পানিটিকে শর্তসাপেক্ষে স্টেডিয়াম বরাদ্দ দেয়া হয়েছিল। ইতোমধ্যে ৫ ও ৮ ডিসেম্বর দুটি ম্যাচ হয়েছে। আগামী ১১ ডিসেম্বর আরেকটি ম্যাচ আয়োজনের সূচি রয়েছে। ল্যাটিন-বাংলা সুপার কাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের একটি করে ক্লাব এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) একাডেমির খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি যুব দল অংশ নিয়েছে।

গত ৫ ডিসেম্বর হওয়া প্রথম ম্যাচে দর্শকদের হাঙ্গামার ঘটনা দেখা যায়। তবে দ্বিতীয় ম্যাচের সময় পরিস্থিতি আরও খারাপ হয়। গতকাল সোমবার বাংলাদেশ ও অর্জেন্টিনার ম্যাচ ১-১ ড্র হয়।

টুর্নামেন্টের আয়োজকদের সঙ্গে সংশ্লিষ্টরা স্টেডিয়ামের বাইরে বেশ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা করে, বৈধ টিকেট থাকা সত্ত্বেও অনেক দর্শককে ঢুকতে দেয়া হয়নি।

সহকারী পরিচালক (ক্রীড়া) মো. রুহুল আমিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এনএসসি জানিয়েছে, ‘ল্যাটিন-বাংলা সুপার কাপ ২০২৫ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ৫, ৮ ও ১১ ডিসেম্বর মোট তিন দিন এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে শর্তসাপেক্ষে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ দেয়া হয়। প্রদত্ত শর্তসমূহের মধ্যে টিকেট বিক্রির পূর্ণাঙ্গ হিসাব সহকারে মোট টিকেট বিক্রির ৫০% অর্থ প্রতিটি ম্যাচ শুরুর পূর্বে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা প্রদান এবং খেলার পর নিজ দায়িত্বে স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা, এ দুটি শর্ত ইতোমধ্যে লঙ্ঘিত হয়েছে।’

‘এছাড়া, স্পন্সরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ বিবরণীসহ মোট অর্থের ৫০% অর্থ ম্যাচ আয়োজনের পূর্বেই পরিশোধ করার বিষয়ে কোনো ইতিবাচক সাড়াও পাওয়া যাচ্ছে না। সর্বোপরি ম্যাচ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এতটাই নাজুক হয়ে পড়েছে যে, ৮ ডিসেম্বরের ম্যাচে আয়োজকদের কিছু উচ্ছৃঙ্খল ও উদ্ধত সদস্যদের দ্বারা কয়েকজন সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।’

বিজ্ঞপ্তিতে আগামীকালের ম্যাচটি স্থগিত ঘোষণা করে গত দুটি ম্যাচের টিকেট বিক্রি, স্পন্সরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ হিসাব ও সংশ্লিষ্ট ৫০% অর্থ এদিন বিকাল ৪টার মধ্যে ক্রীড়া পরিষদের কাছে জমা দেয়ার জন্য এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আয়োজকদের পূর্ব ঘোষণা অনুযায়ী, আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব দুটির মধ্যে অনুষ্ঠেয় ম্যাচটিতে ব্রাজিল কিংবদন্তি কাফু ও আর্জেন্টিনা কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়ার উপস্থিত থাকার কথা ছিল। তবে জানা গেছে, চুক্তির টাকা পরিশোধ না করায় এই দুই সাবেক তারকার কেউই বাংলাদেশে আসা অনিশ্চিত।

‘খেলা’ : আরও খবর

» টি-২০’র পর চারদিনের ক্রিকেটে শিরোপা রংপুরের এনসিএল

» অ-১৯ এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য বাংলাদেশের

» আবাহনীকে হারিয়ে গ্রুপ শীর্ষে ব্রাদার্স

» যুব বিশ্বকাপ হকির অর্জনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান

» প্রিমিয়ার দাবা লীগের শীর্ষে তিতাস ও নৌবাহিনী

» অন্য রূপ টেনিস তারকা জোকোভিচ, ২২ স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা!

» সালাহ’র কৃতকর্মের ফল, বললেন সতীর্থ

» ফিফার তত্ত্বাবধানে নারী ফুটবল লীগ

» আইপিএলের নিলামে ১১০ জন বিদেশির মধ্যে ৭ বাংলাদেশি

» নতুন ভেন্যু ম্যাকাইতে বাংলাদেশকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন