জুন ২০২৫ : পাঁচ চার্টে নারীর প্রতিসহিংসতার আদ্যোপান্ত

জুন মাসে দেশে নারী ও কন্যা শিশুর প্রতিসহিংসতার ২৫১ টি ঘটনা লিপিবদ্ধ করেছে ভাওট্র্যাকার। এই সংখ্যা মে মাসের চেয়ে ৬৬টি কম। মোট সহিংসতার ৬৩.৭৪% যৌন ও প্রাণঘাতী।
১৬ টি জাতীয় ও চট্টগ্রাম ভিত্তিক ৫টি আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেএই ডেটা সংগ্রহ করা হয়েছে।
১। কোন্ বয়সীরা বেশি সহিংসতার শিকার
মে মাসের মতো জুন মাসেও সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে ১৮ বছরের কম বয়সী নারী ও কন্যাশিশু (৮৬ জন)। এ মাসে আগের মাসের তুলনায় দ্বিগুণ সংখ্যক ১২-১৫ বছর বয়সী শিশু সহিংসতার শিকারহয়েছে।
২। অপরাধীরা কোন্ বয়সী
জুন মাসে নারী-কন্যা শিশুর প্রতি সহিংসতায় মোট ২৫১ জন জড়িত থাকার তথ্য প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যমে। এর মধ্যে ১১৩ জনের বয়স পাওয়া গেছে। এদের ৭৫ জনের বয়স ১৮ থেকে৩৫ বছরের ভেতর। অভিযুক্তদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ১৪৬ জনকে।
৩। সহিংসতা সবচেয়ে বেশি কোন্ কোন্ জেলায়
সহিংসতারসংখ্যাবিবেচনায় শীর্ষজেলাগুলিরমধ্যেঢাকাও চট্টগ্রাম মেমাসেরমতোজুন মাসেও শীর্ষে। রয়েছেবগুড়াও। তবেএবারতালিকায় নতুন করেযুক্ত হয়েছেপটুয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, নোয়াখালীও সিলেট।
চার্টে প্রদর্শিত জেলাগুলোর বাইরে, লক্ষ্মীপুর ৮টি, গাজীপুর, মৌলভীবাজার, রাজশাহী৭ টি, যশোর ও নারায়ণগঞ্জ ৬টি করে ঘটনা ঘটেছে। বরিশাল, কক্সবাজার, গাইবান্ধা, খুলনা, কুষ্টিয়া, রাজবাড়ীও সুনামগঞ্জ প্রতিটি জেলায় ৫টি করে ঘটনা ঘটেছে।
হবিগঞ্জ, কুড়িগ্রাম, পিরোজপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলএই জেলাগুলোর প্রতিটিতে ৪টি করে ঘটনা ঘটেছে। এছাড়া চাঁদপুর, ঝিনাইদাহ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নওগাঁ, নাটোর, নেত্রকোণাও পাবনা এসব জেলাগুলোতে ৩টি করে ঘটনা নথিভুক্ত হয়েছে। অন্যান্য জেলাগুলোতে ১-২টি করে সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে।
৪। ধর্ষণ কেন্দ্রিক সহিংসতা বেশি যেসব জেলায়
জুন মাসে বাংলাদেশে ধর্ষণ কেন্দ্রিক (ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ) সহিংসতার ঘটনা ঘটেছে ৭৬টি। জুন মাসেও এ ধরনের অপরাধের শীর্ষে রয়েছে ঢাকা। এ মাসে তালিকায় যুক্ত হয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রাজশাহী, সুনামগঞ্জ ও সিলেট।
বান্দরবান, বগুড়া, যশোর, ঝিনাইদাহ, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, পটুয়াখালী, রাজবাড়িও শেরপুরএই ১২টি জেলায় ২টি করে ঘটনা পাওয়া গেছে। দেশের ২০টি জেলায় কম পক্ষে ১টি করে ধর্ষণকেন্দ্রিক ঘটনা ঘটেছে।
এছাড়া জুন মাসে৩২ জন নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার ঘটনায় ঢাকা জেলায় সর্বাধিক ৪টি ঘটনা রেকর্ড করা হয়েছে। পটুয়াখালী জেলায় ৩টি, এবং চাঁদপুর, গাইবান্ধা, গাজীপুর, মাদারীপুর, নাটোরও টাঙ্গাইল, এই ৬টি জেলায় ২টি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
১৩টি জেলায় ১টি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। জুন মাসে মোট ২০টি শারীরিক সহিংসতার ঘটনা রেকর্ড হয়েছে ১৬টি জেলায়। বগুড়া জেলায় সর্বোচ্চ ৩টি এবং বরিশাল ও ঢাকা জেলায় ২টি করে ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ঝালকাঠি, খুলনা, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, মাদারীপুর, মৌলভীবাজার, নওগাঁ, নোয়াখালী, পিরোজপুরও সুনামগঞ্জ এ ১টি করে শারীরিক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে।
জুন মাসে যৌন হয়রানির ঘটনায় মোট ৮টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব ঘটনা ঘটেছে বগুড়া, ঢাকা, জয়পুরহাট, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, নেত্রকোনা, নোয়াখালী ও পিরোজপুর এই ৮টি জেলার প্রতিটিতে ১টি করে ঘটনা নথিভুক্ত হয়েছে।
জুন মাসে সংঘটিত ২৫১টি অপরাধের মধ্যে ১২০টি ঘটনায় মামলা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর ১২টিতে আইনি পদক্ষেপ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ৬৪টি ঘটনায় বলা হয়েছে “তদন্ত চলমান”, এবং ৪৫টি ঘটনায় বলা হয়েছে আইনি পদক্ষেপ “প্রক্রিয়াধীন”। এছাড়া ১০টি ঘটনায় মামলা হয়নি বলে উল্লেখ রয়েছে।