সরকারি কলেজে আসবাবপত্র কেনাকাটায় অনিয়মের অভিযোগ উঠেছে। আসবাবপত্র কেনা হচ্ছে- ‘শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত (৭০) পোস্ট-গ্র্যাজুয়েট কলেজসমূহের উন্নয়ন প্রকল্প’-এর আওতায়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রকল্প পরিচালকের বিরুদ্ধেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়ম-দুর্নীতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও জানে। এ নিয়ে গত সোমবার সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
দরপত্র থেকে শুরু করে আসবাবপত্র কেনাকাটার প্রতিটি স্তরেই অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে জানা যাচ্ছে। ক্রয় প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। দরপত্র আহ্বানের কথা ছিল তিন ধাপে। প্রথম ধাপে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দেয়া এবং দ্বিতীয় ও তৃতীয় ধাপে দরপত্রের শর্ত পরিবর্তন করে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ দরদাতাকে কাজ দেয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, এই দরপত্রে অনিয়ম করা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের অন্যায় সুবিধা দেয়ার জন্য। অর্ধশত সরকারি কলেজের জন্য ৩৬ কোটি টাকার আসবাবপত্র কেনা হচ্ছে। আর ঠিকাদারি কাজ ভাগাভাগি হয়েছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে। নিম্নমানের আসবাবপত্র সরবরাহের দায়ে মাউশি যে প্রতিষ্ঠানের জামানত বাজেয়াপ্ত করেছিল সেই ‘অভিযুক্ত’ প্রতিষ্ঠানকেও কাজ দেয়া হয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিষয়টি মাউশি কর্মকর্তাদেরও ক্ষুব্ধ করেছে। তারা এ প্রকল্পের কেনাকাটার অনিয়মের কোনো দায় নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে।
প্রকল্প পরিচালককে মাউশির ঊর্ধ্বতন কর্মকর্তা চিঠি দেয়ার পরও আসবাবপত্র কেন কিনল সেটা জানা দরকার। প্রকল্প পরিচালক বলছেন, জুনের মধ্যে আসবাবপত্র কেনা না হলে প্রকল্পের টাকা ফেরত যাবে। আমরা বলতে চাই, নির্ধারিত সময়ে প্রকল্পের অর্থ ব্যয় করার যেমন বাধ্যবাধকতা আছে, তেমনই প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে সেটা সুরাহা করাও জরুরি।
আমরা জানতে চাইব, অনিয়ম-দুর্নীতির সুরাহা না করে প্রকল্পের অর্থ ব্যয় করায় কেন তিনি উৎসাহী হয়ে উঠলেন? যখন জানা যাচ্ছে, অনিয়ম ও দুর্নীতির প্রকল্পে সরকারের ৩০ লাখ টাকা ক্ষতি হচ্ছে, তখন সেটাকে গুরুত্ব দেয়ার দরকার ছিল। তড়িঘড়ি করে ঠিকাদারদের সঙ্গে চুক্তি করা এবং কার্যাদেশ চূড়ান্ত করা কেন হলো- সেই প্রশ্নও এসে যায়।
অনয়িম-দুর্নীতির যে অভিযোগ উঠেছে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। আমরা আশা করব, দ্রুত তদন্ত শেষ হবে এবং সেটি আলোর মুখ দেখবে। তদন্তে যদি কারো কোনো দোষ খুঁজে পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
সরকারি কলেজে আসবাবপত্র কেনাকাটায় অনিয়মের অভিযোগ উঠেছে। আসবাবপত্র কেনা হচ্ছে- ‘শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত (৭০) পোস্ট-গ্র্যাজুয়েট কলেজসমূহের উন্নয়ন প্রকল্প’-এর আওতায়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রকল্প পরিচালকের বিরুদ্ধেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়ম-দুর্নীতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও জানে। এ নিয়ে গত সোমবার সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
দরপত্র থেকে শুরু করে আসবাবপত্র কেনাকাটার প্রতিটি স্তরেই অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে জানা যাচ্ছে। ক্রয় প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। দরপত্র আহ্বানের কথা ছিল তিন ধাপে। প্রথম ধাপে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দেয়া এবং দ্বিতীয় ও তৃতীয় ধাপে দরপত্রের শর্ত পরিবর্তন করে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ দরদাতাকে কাজ দেয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, এই দরপত্রে অনিয়ম করা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের অন্যায় সুবিধা দেয়ার জন্য। অর্ধশত সরকারি কলেজের জন্য ৩৬ কোটি টাকার আসবাবপত্র কেনা হচ্ছে। আর ঠিকাদারি কাজ ভাগাভাগি হয়েছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে। নিম্নমানের আসবাবপত্র সরবরাহের দায়ে মাউশি যে প্রতিষ্ঠানের জামানত বাজেয়াপ্ত করেছিল সেই ‘অভিযুক্ত’ প্রতিষ্ঠানকেও কাজ দেয়া হয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিষয়টি মাউশি কর্মকর্তাদেরও ক্ষুব্ধ করেছে। তারা এ প্রকল্পের কেনাকাটার অনিয়মের কোনো দায় নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে।
প্রকল্প পরিচালককে মাউশির ঊর্ধ্বতন কর্মকর্তা চিঠি দেয়ার পরও আসবাবপত্র কেন কিনল সেটা জানা দরকার। প্রকল্প পরিচালক বলছেন, জুনের মধ্যে আসবাবপত্র কেনা না হলে প্রকল্পের টাকা ফেরত যাবে। আমরা বলতে চাই, নির্ধারিত সময়ে প্রকল্পের অর্থ ব্যয় করার যেমন বাধ্যবাধকতা আছে, তেমনই প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে সেটা সুরাহা করাও জরুরি।
আমরা জানতে চাইব, অনিয়ম-দুর্নীতির সুরাহা না করে প্রকল্পের অর্থ ব্যয় করায় কেন তিনি উৎসাহী হয়ে উঠলেন? যখন জানা যাচ্ছে, অনিয়ম ও দুর্নীতির প্রকল্পে সরকারের ৩০ লাখ টাকা ক্ষতি হচ্ছে, তখন সেটাকে গুরুত্ব দেয়ার দরকার ছিল। তড়িঘড়ি করে ঠিকাদারদের সঙ্গে চুক্তি করা এবং কার্যাদেশ চূড়ান্ত করা কেন হলো- সেই প্রশ্নও এসে যায়।
অনয়িম-দুর্নীতির যে অভিযোগ উঠেছে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। আমরা আশা করব, দ্রুত তদন্ত শেষ হবে এবং সেটি আলোর মুখ দেখবে। তদন্তে যদি কারো কোনো দোষ খুঁজে পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।