মতামতের জন্য সম্পাদক দায়ী নন
বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখ। বাংলা ক্যালেন্ডার এখন বের হয় না বললেই চলে। বাংলা তারিখ নিয়ে কারো যেন আগ্রহ নেই। আজকাল বাংলা ক্যালেন্ডারের তারিখ তেমন কোথাও ব্যবহার হচ্ছে না। ইংরেজির পাশাপাশি বাংলা সাল, তারিখ কারও মনে থাকছে কি? এ প্রশ্ন জাগতেই পারে। অফিস আদালতসহ সবাই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ইংরেজি সাল-তারিখই ব্যবহার হয়। তাই যদি হয়, তাহলে বাংলা কোথায়? বাংলা তারিখ কোথায়?
সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখ বাংলা ভাষার জন্য শহীদ হন ৮ই ফা-ুন। সেই দিনটি আজও ইংরেজি তারিখে উদযাপিত হয় অর্থাৎ একুশে ফেব্রুয়ারি। বাংলা ভাষার দাবিতে শহীদ হলো অথচ আজও শহীদ দিবস বা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ৮ ফাল্গুন তারিখ অবহেলিতই থেকে গেল!
তবে আনন্দের ব্যাপার, একমাত্র দৈনিক সংবাদপত্রে দেখা যায় ইংরেজি সাল-তারিখের পাশাপাশি বাংলা সাল তারিখ ব্যবহার করা। অন্যান্য ক্ষেত্রে কোথায়! কাজেই দৈনিক সংবাদপত্রের মতো সমস্ত ক্ষেত্রে ইংরেজি সাল, তারিখ, মাসের পাশাপাশি বাংলার সাল, তারিখ, মাস লেখা বাধ্যতামূলক হোক।
লিয়াকত হোসেন খোকন
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
বুধবার, ০৩ মে ২০২৩
বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখ। বাংলা ক্যালেন্ডার এখন বের হয় না বললেই চলে। বাংলা তারিখ নিয়ে কারো যেন আগ্রহ নেই। আজকাল বাংলা ক্যালেন্ডারের তারিখ তেমন কোথাও ব্যবহার হচ্ছে না। ইংরেজির পাশাপাশি বাংলা সাল, তারিখ কারও মনে থাকছে কি? এ প্রশ্ন জাগতেই পারে। অফিস আদালতসহ সবাই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ইংরেজি সাল-তারিখই ব্যবহার হয়। তাই যদি হয়, তাহলে বাংলা কোথায়? বাংলা তারিখ কোথায়?
সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখ বাংলা ভাষার জন্য শহীদ হন ৮ই ফা-ুন। সেই দিনটি আজও ইংরেজি তারিখে উদযাপিত হয় অর্থাৎ একুশে ফেব্রুয়ারি। বাংলা ভাষার দাবিতে শহীদ হলো অথচ আজও শহীদ দিবস বা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ৮ ফাল্গুন তারিখ অবহেলিতই থেকে গেল!
তবে আনন্দের ব্যাপার, একমাত্র দৈনিক সংবাদপত্রে দেখা যায় ইংরেজি সাল-তারিখের পাশাপাশি বাংলা সাল তারিখ ব্যবহার করা। অন্যান্য ক্ষেত্রে কোথায়! কাজেই দৈনিক সংবাদপত্রের মতো সমস্ত ক্ষেত্রে ইংরেজি সাল, তারিখ, মাসের পাশাপাশি বাংলার সাল, তারিখ, মাস লেখা বাধ্যতামূলক হোক।
লিয়াকত হোসেন খোকন