alt

উপ-সম্পাদকীয়

রম্যগদ্য : চাঁদাবাজি চলছে, চলবে

জাঁ-নেসার ওসমান

: শনিবার, ২১ জুন ২০২৫

‘উঁ ঢং দ্যেইক্কা বাঁচি না! চাঁদাবাজি চলছে, চলবে’ ওই মিয়া আপনেগো ছুট ব্যালায় তদানীন্তন পূর্ব-পাকিস্তানে চাঁদাবাজি আছিলো না? ঢং মারার যায়গা পান না মিয়া, চাঁদাবাজি অতীতে আছিলো, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবো! এতে এ্যাত অবাক হওয়ার কিছু নাই। আমরা সামান্য একটু চান্দাবাজি করি তো আপনের বিশেষ জায়গা জ্বলে ক্যা!’

‘আরে ভাই তুমি এ্যাতো উত্তেজিত হচ্ছো ক্যানো? আমি তো তোমার বা তোমার পার্টির চাঁদাবাজির কথা বলিনি! আমি বলছিলাম...’। ‘থাক আপনারে আর বলতে হইবো না, আপনের সময় তদানীন্তন পূর্ব-পাকিস্তানে চাঁদাবাজি আছিলো না?’ ‘তদানীন্তন পূর্ব-পাকিস্তানেও চাঁদা সংগ্রহ ছিলো...।’

‘তো! মর্নিং শোওস দ্যা ডে...সক্কাল ব্যেলায় বুঝা যায় দিনডা ক্যেমুন যাইবো, বুঝছেন! তদানীন্তন পূর্ব-পাকিস্তানে চাঁদাবাজি আছিলো, সেই পূর্ব-পাকিস্তান বদলায়া হোইলো বাংলাদেশ, আমাগো খালি নামডাই বদলাইছে খাইসলত তো বদলাই নাই।’

‘কিন্তু ভাইরে, পূর্ব-পাকিস্তান চাঁদা সংগ্রহ ছিলো যে পাড়ার গুটি কয়েক কিশোর সাবই মিলে খোলা মাঠে খেলাধুলা করবে তাই খেলার সরাঞ্জামাদি সংগ্রহের জন্য নিজ পাড়ার বসবাসকারি গোটা দশেক পরিবার থেকে কেউ এক রুপি, কেউ যারা একটু স্বচ্ছল তারা দিতো দুই রুপি আর বেশির ভাগ চারআনা, দু’আনা, আটআনা এই ছিলো চাঁদার পরিমাণ। আরা যেসব কিশোররা অগ্রভাগে থাকতো তাদের বাবা, চাচা বা মামারা দিতো চাঁদা ওঠার পর প্রয়োজনীয় বাকি টাকাটা।’

‘বাকি টাকা মানে! চান্দা আবার বাকি হয় নাকি?’ ‘ওরে বুড়বক বাকি টাকা মানে চাঁদা বাকি না, মনে কর খেলার সরঞ্জামাদি কেনার জন্য মোট দরকার ৪০/-(চল্লিশ) রুপি, দ্যেখা গেলো সর্বমোট চাঁদা উঠেছে ২৫/-(পঁচিশ) রুপি, বাকি থাকছে ১৫/-(পনেরো) রুপি, তখন ওই পনেরো রুপিটা ওই কিশোরদের আত্মীয়স্বজনরা দিয়ে দিতো।’

‘চল্লিশ টাকায় খেলার সরঞ্জাম, হেঁঃ হেঁঃ হালারা তো চল্লিশ টাকায় একটা ফুটবলও পাইবো না!’ ‘না জেনে হেঁঃ হেঁঃ করলে তো চলবে না! শোন ব্যাটা ১৯৬৭ সাল, নবাবপুরের রথখোলার মাথায় ‘ওকে স্পোর্টস’ ওই খেলার সামগ্রীর দোকান থেকে, তিন জোড়া প্যাড, দুটো, শিয়াল কোটের তৈরি ‘এ’ গ্রেড ব্যাট, দু’জোড়া ব্যাটিং গ্লাভস, এক জোড়া উইকেট কিপিং গ্লাভস, চারটা উইকেট, একজোড়া বেল, দুইটা ব্যাটিং র্গাডস, দুইটা ডিউক বল সব মিলে বিল হলো ৩৭/-(সাঁইত্রিশ) রুপি; আর মেজো ভাই আশফাক ওসমানের কাছে আছে মাত্র ত্রিশ রুপি। আমরা সবাই যারা জিনিস কিনতে সঙ্গে গেছি সবাই দুই-চারাআনা করে হলো বত্রিশ রুপি, মেজো ভাই সব টাকা বিক্রেতাকে দিয়ে বললেন বাকি পাঁচ টাকা আমি পরে দিয়ে যাবো। বিক্রেতা ভদ্রলোক আমাদের অবস্থা দেখে, মুচকি হেসে বললেন, ‘যাও বাবারা তোমাদের ক্লাবে আমার তরফ থেকে ৭/-(সাত) রুপি চাঁদা দিলাম, তোমরা ত্রিশ রুপিই দাও’। আমরা সবাই খুশিতে গদ গদ; পারলে ব্রিক্রেতার পায়ে ধরে সালাম করি।’

‘হ চাপা মারনের আর জায়গা পান না, ত্রিশ রুপিতে, তিন জোড়া প্যাড, দুটো শিয়াল কোটের তৈরি ‘এ’ গ্রেড ব্যাট, দু’জোড়া ব্যাটিং গ্লাভস, এক জোড়া উইকেট কিপিং গ্লাভস;, চারটা উইকেট, এক জোড়া বেল, দুইটা ব্যাটিং র্গাডস, দুইটা ডিউক বল, গাঞ্জা খাইয়াও তো আমি এ্যতো বড় চাপা মারার পারুম না!’

‘আরে চাপা নয় সত্যি। জানিস পরে আমাদের এই পাড়ার ক্লাব থেকে সাত কোটি সন্তানের মাঝ থেকে নিজাম ভাই, খোকা ভাই তদানীন্তন পূর্ব-পাকিস্তানের একাদশে খেলার চান্স পেয়েছিলেন। বুঝলি তখনকার চাঁদাবাজি সমাজের উপকারেই আসতো।’

‘উঁহু উঁহু সমাজের উপকারে চান্দাবাজি হাসায়েন না মিয়া, আপনের কথা শুইন্না ঘোড়াভী হাঁসবো। চান্দাবাজি সর্বকালে সর্বসমাজে ব্যক্তির এবং পার্টির উপকারেই ব্যবহৃত।’

‘শুরুতে বন্যা দুর্গতদের, টর্নেডোর আঘাতে দুস্থদের জন্য, চাঁদাবাজি সর্বকালে সর্বসময় মানুষের উপকারেই এসেছে, কিন্তু যখন থেকে তোদের সম্মানিত নেতা জনাব মোনায়েম খান স্যার এনএসএফ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট গঠন করলেন তখন থেকেই সরকারি সহায়তায় শুরু হলো নীলক্ষেতের লেপ-তোশকের দোকান থেকে ব্যক্তিস্বার্থে বামা ও মদ্যপানের জন্য খোকা-পাসপাত্তুর অভিযান।’

‘এই মদ মাদীরে, বামা-মামা কন ক্যা? বিশ্বের আদি থেকে মদ ও ইয়ের চাহিদা আজীবন আছিলো আজীবন আছে আজীবন থাকবো, এমন কি প্রেসিডেন্ট আইয়ুব খানও ক্রিশ্চান কিলারের লগে... হেঁঃ হেঁঃ।’

‘তখন তোর এই চাঁদাবাজি কেবল মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছিলো। আর দেশ স্বাধীন হওয়ার পর তোরা স্বাধীন হওয়ার সাথে সাথে তোদের চাঁদাবাজিও স্বাধীনতা পেলো। ব্যাস সারা দেশে প্লেগের মতো ছড়িয়ে পড়লো চাঁদাবাজি। আজ এই ব্যবসায়ীকে হলে ধরে এনে মুক্তিপণ, কাল টেন্ডার পাইয়ে দেয়ার জন্য ফাটাফাট গোলাগুলি আনন্দের আর সীমা নাই।’

‘তয় পোরশাষণ! হ্যারা কুনো কাম করবো না!’ ‘হেঁঃ হেঁঃ প্রশাসনও তদানীন্তন পূর্ব-পাকিস্তানের গভর্নর বীর মোনায়েম খানের প্রদর্শিত পথে চাঁদাবাজদের সাথে হাত হাত মিলিয়ে খাওয়া শুরু।’ ‘ঠিকই কইছেন অহন রাস্তার হকার, টেম্পোস্ট্যান্ড, বাস ডিপো, ফুটপাথের ফুড স্টল, টানবাজারের ভসমান বরনারী, হিজড়া, পথের লুলা ভিক্ষুক, হক্কলের কাছ থ্যেইক্কা খালি মাল কামাও আর মাল।’

‘সব চেয়ে মজা কি জানিস, বিগত স্বৈরাচারের পতনের পর প্রায় মাসখানেক চাঁদাবাজি বন্ধ ছিলো। আমি ভাবলাম ‘জেন-জি’ সোনারবাংলা গড়লো বলে; কিন্তু কারে কবো দুষ্কের কথা, যেই লংকায় যায়, হ্যেয়ই রাবণ বইন্না যায়।’

‘খামাখা মন খারাপ কইরেন না, বি রোমান ইন রোম। আপনেও পারলে লাইনে আয়া পড়েন কারণ আপনের হেড লাইনের মতোই কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত চাঁন্দাবাজি ছিলো, আছে, থাকবে। ইয়ে...ইয়ে...ইয়ে...।

[লেখক : চলচ্চিত্রকার]

দক্ষ মানবসম্পদ ও সমৃদ্ধ গ্রন্থাগার

আফ্রিকায় হঠাৎ কেন যুক্তরাষ্ট্রের ঝোঁক?

ঢাকা মহানগর ও বুড়িগঙ্গা

জামাই মেলা : উৎসব, ঐতিহ্য ও কৃষ্টির রঙিন চিত্রপট

হারিয়ে যাওয়া ক্লাস, কঠোর মূল্যায়ন আর প্রশ্নের জটিলতায় নুয়ে পড়া এক প্রজন্ম

বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ে তুলুন

চিকিৎসা যেন বাণিজ্যের হাতিয়ারে পরিণত না হয়

পথশিশু ও বাংলাদেশে সামাজিক চুক্তির ব্যর্থতা

মেগা প্রকল্প : প্রশ্ন হওয়া উচিত স্বচ্ছতা নিয়ে

আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি

স্মার্ট দুর্যোগ ব্যবস্থাপনা : উপগ্রহ চিত্র ও ওয়েবসাইটের অপরিহার্যতা

ক্ষমতা ও জনপ্রশাসন : আমলাতন্ত্রের ছায়াতলে আমজনতা

জনসংখ্যা : সম্পদ না সংকট?

ব্রিকসে নতুন ভূ-রাজনৈতিক ব্যবস্থার উত্থান

রম্যগদ্য : ‘ল্যাংড়া-লুলা, আতুড়-পাতুড়’

আষাঢ়ী পূর্ণিমা : আত্মশুদ্ধির সাধনায় বুদ্ধের অনন্ত আলো

বদলে যাওয়া মাটিতে সাহসী বীজ : জলবায়ুর বিপরীতে বাংলাদেশের কৃষির অভিযোজনগাথা

ছবি

জুলাই অভ্যুত্থান-গাথা : ‘শিকলে নাহি দিব ধরা’

প্রাচীন যৌধেয় জাতি ও তাদের সাম্যবাদী শাসন

গণঅভ্যুত্থান-উত্তর ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন

টেকসই উন্নয়নের স্বপ্নপূরণে উপগ্রহ চিত্রই চাবিকাঠি

রাবার শিল্প : সংকট, করণীয় ও উত্তরণের দিশা

রম্যগদ্য : দুধ, দই, কলা...

ছবি

কোপার্নিকাস : আলো হয়ে জন্ম নেওয়া বৈপ্লবিক মতবাদের প্রবর্তক

জলবায়ু সংকটে মানবসভ্যতা

টেকসই অর্থনীতির জন্য চাই টেকসই ব্যাংকিং

ডিজিটাল দাসত্ব : মনোযোগ অর্থনীতি ও জ্ঞান পুঁজিবাদে তরুণ প্রজন্মের মননশীলতার অবক্ষয়

অন্তর্বর্তীকালীন সরকার : আস্থা ভঙ্গ ও জবাবদিহিতার সংকট

আসামি এখন নির্বাচন কমিশন

কোথায় হারাল একান্নবর্তী পরিবার?

এই শান্তি কি মহাঝড়ের পূর্বলক্ষণ?

মেগাসিটি : দারিদ্র্য যখন ‘অবাঞ্ছিত বর্জ্য’

ফলের রাজ্য পার্বত্য চট্টগ্রাম

ছবি

তৃতীয় শক্তির জন্য জায়গা খালি : বামপন্থীরা কি ঘুরে দাঁড়াতে পারে না

জমি আপনার, দখল অন্যের?

সিধু-কানু : ধ্বংসস্তূপের নিচেও জেগে আছে সাহস

tab

উপ-সম্পাদকীয়

রম্যগদ্য : চাঁদাবাজি চলছে, চলবে

জাঁ-নেসার ওসমান

শনিবার, ২১ জুন ২০২৫

‘উঁ ঢং দ্যেইক্কা বাঁচি না! চাঁদাবাজি চলছে, চলবে’ ওই মিয়া আপনেগো ছুট ব্যালায় তদানীন্তন পূর্ব-পাকিস্তানে চাঁদাবাজি আছিলো না? ঢং মারার যায়গা পান না মিয়া, চাঁদাবাজি অতীতে আছিলো, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবো! এতে এ্যাত অবাক হওয়ার কিছু নাই। আমরা সামান্য একটু চান্দাবাজি করি তো আপনের বিশেষ জায়গা জ্বলে ক্যা!’

‘আরে ভাই তুমি এ্যাতো উত্তেজিত হচ্ছো ক্যানো? আমি তো তোমার বা তোমার পার্টির চাঁদাবাজির কথা বলিনি! আমি বলছিলাম...’। ‘থাক আপনারে আর বলতে হইবো না, আপনের সময় তদানীন্তন পূর্ব-পাকিস্তানে চাঁদাবাজি আছিলো না?’ ‘তদানীন্তন পূর্ব-পাকিস্তানেও চাঁদা সংগ্রহ ছিলো...।’

‘তো! মর্নিং শোওস দ্যা ডে...সক্কাল ব্যেলায় বুঝা যায় দিনডা ক্যেমুন যাইবো, বুঝছেন! তদানীন্তন পূর্ব-পাকিস্তানে চাঁদাবাজি আছিলো, সেই পূর্ব-পাকিস্তান বদলায়া হোইলো বাংলাদেশ, আমাগো খালি নামডাই বদলাইছে খাইসলত তো বদলাই নাই।’

‘কিন্তু ভাইরে, পূর্ব-পাকিস্তান চাঁদা সংগ্রহ ছিলো যে পাড়ার গুটি কয়েক কিশোর সাবই মিলে খোলা মাঠে খেলাধুলা করবে তাই খেলার সরাঞ্জামাদি সংগ্রহের জন্য নিজ পাড়ার বসবাসকারি গোটা দশেক পরিবার থেকে কেউ এক রুপি, কেউ যারা একটু স্বচ্ছল তারা দিতো দুই রুপি আর বেশির ভাগ চারআনা, দু’আনা, আটআনা এই ছিলো চাঁদার পরিমাণ। আরা যেসব কিশোররা অগ্রভাগে থাকতো তাদের বাবা, চাচা বা মামারা দিতো চাঁদা ওঠার পর প্রয়োজনীয় বাকি টাকাটা।’

‘বাকি টাকা মানে! চান্দা আবার বাকি হয় নাকি?’ ‘ওরে বুড়বক বাকি টাকা মানে চাঁদা বাকি না, মনে কর খেলার সরঞ্জামাদি কেনার জন্য মোট দরকার ৪০/-(চল্লিশ) রুপি, দ্যেখা গেলো সর্বমোট চাঁদা উঠেছে ২৫/-(পঁচিশ) রুপি, বাকি থাকছে ১৫/-(পনেরো) রুপি, তখন ওই পনেরো রুপিটা ওই কিশোরদের আত্মীয়স্বজনরা দিয়ে দিতো।’

‘চল্লিশ টাকায় খেলার সরঞ্জাম, হেঁঃ হেঁঃ হালারা তো চল্লিশ টাকায় একটা ফুটবলও পাইবো না!’ ‘না জেনে হেঁঃ হেঁঃ করলে তো চলবে না! শোন ব্যাটা ১৯৬৭ সাল, নবাবপুরের রথখোলার মাথায় ‘ওকে স্পোর্টস’ ওই খেলার সামগ্রীর দোকান থেকে, তিন জোড়া প্যাড, দুটো, শিয়াল কোটের তৈরি ‘এ’ গ্রেড ব্যাট, দু’জোড়া ব্যাটিং গ্লাভস, এক জোড়া উইকেট কিপিং গ্লাভস, চারটা উইকেট, একজোড়া বেল, দুইটা ব্যাটিং র্গাডস, দুইটা ডিউক বল সব মিলে বিল হলো ৩৭/-(সাঁইত্রিশ) রুপি; আর মেজো ভাই আশফাক ওসমানের কাছে আছে মাত্র ত্রিশ রুপি। আমরা সবাই যারা জিনিস কিনতে সঙ্গে গেছি সবাই দুই-চারাআনা করে হলো বত্রিশ রুপি, মেজো ভাই সব টাকা বিক্রেতাকে দিয়ে বললেন বাকি পাঁচ টাকা আমি পরে দিয়ে যাবো। বিক্রেতা ভদ্রলোক আমাদের অবস্থা দেখে, মুচকি হেসে বললেন, ‘যাও বাবারা তোমাদের ক্লাবে আমার তরফ থেকে ৭/-(সাত) রুপি চাঁদা দিলাম, তোমরা ত্রিশ রুপিই দাও’। আমরা সবাই খুশিতে গদ গদ; পারলে ব্রিক্রেতার পায়ে ধরে সালাম করি।’

‘হ চাপা মারনের আর জায়গা পান না, ত্রিশ রুপিতে, তিন জোড়া প্যাড, দুটো শিয়াল কোটের তৈরি ‘এ’ গ্রেড ব্যাট, দু’জোড়া ব্যাটিং গ্লাভস, এক জোড়া উইকেট কিপিং গ্লাভস;, চারটা উইকেট, এক জোড়া বেল, দুইটা ব্যাটিং র্গাডস, দুইটা ডিউক বল, গাঞ্জা খাইয়াও তো আমি এ্যতো বড় চাপা মারার পারুম না!’

‘আরে চাপা নয় সত্যি। জানিস পরে আমাদের এই পাড়ার ক্লাব থেকে সাত কোটি সন্তানের মাঝ থেকে নিজাম ভাই, খোকা ভাই তদানীন্তন পূর্ব-পাকিস্তানের একাদশে খেলার চান্স পেয়েছিলেন। বুঝলি তখনকার চাঁদাবাজি সমাজের উপকারেই আসতো।’

‘উঁহু উঁহু সমাজের উপকারে চান্দাবাজি হাসায়েন না মিয়া, আপনের কথা শুইন্না ঘোড়াভী হাঁসবো। চান্দাবাজি সর্বকালে সর্বসমাজে ব্যক্তির এবং পার্টির উপকারেই ব্যবহৃত।’

‘শুরুতে বন্যা দুর্গতদের, টর্নেডোর আঘাতে দুস্থদের জন্য, চাঁদাবাজি সর্বকালে সর্বসময় মানুষের উপকারেই এসেছে, কিন্তু যখন থেকে তোদের সম্মানিত নেতা জনাব মোনায়েম খান স্যার এনএসএফ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট গঠন করলেন তখন থেকেই সরকারি সহায়তায় শুরু হলো নীলক্ষেতের লেপ-তোশকের দোকান থেকে ব্যক্তিস্বার্থে বামা ও মদ্যপানের জন্য খোকা-পাসপাত্তুর অভিযান।’

‘এই মদ মাদীরে, বামা-মামা কন ক্যা? বিশ্বের আদি থেকে মদ ও ইয়ের চাহিদা আজীবন আছিলো আজীবন আছে আজীবন থাকবো, এমন কি প্রেসিডেন্ট আইয়ুব খানও ক্রিশ্চান কিলারের লগে... হেঁঃ হেঁঃ।’

‘তখন তোর এই চাঁদাবাজি কেবল মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছিলো। আর দেশ স্বাধীন হওয়ার পর তোরা স্বাধীন হওয়ার সাথে সাথে তোদের চাঁদাবাজিও স্বাধীনতা পেলো। ব্যাস সারা দেশে প্লেগের মতো ছড়িয়ে পড়লো চাঁদাবাজি। আজ এই ব্যবসায়ীকে হলে ধরে এনে মুক্তিপণ, কাল টেন্ডার পাইয়ে দেয়ার জন্য ফাটাফাট গোলাগুলি আনন্দের আর সীমা নাই।’

‘তয় পোরশাষণ! হ্যারা কুনো কাম করবো না!’ ‘হেঁঃ হেঁঃ প্রশাসনও তদানীন্তন পূর্ব-পাকিস্তানের গভর্নর বীর মোনায়েম খানের প্রদর্শিত পথে চাঁদাবাজদের সাথে হাত হাত মিলিয়ে খাওয়া শুরু।’ ‘ঠিকই কইছেন অহন রাস্তার হকার, টেম্পোস্ট্যান্ড, বাস ডিপো, ফুটপাথের ফুড স্টল, টানবাজারের ভসমান বরনারী, হিজড়া, পথের লুলা ভিক্ষুক, হক্কলের কাছ থ্যেইক্কা খালি মাল কামাও আর মাল।’

‘সব চেয়ে মজা কি জানিস, বিগত স্বৈরাচারের পতনের পর প্রায় মাসখানেক চাঁদাবাজি বন্ধ ছিলো। আমি ভাবলাম ‘জেন-জি’ সোনারবাংলা গড়লো বলে; কিন্তু কারে কবো দুষ্কের কথা, যেই লংকায় যায়, হ্যেয়ই রাবণ বইন্না যায়।’

‘খামাখা মন খারাপ কইরেন না, বি রোমান ইন রোম। আপনেও পারলে লাইনে আয়া পড়েন কারণ আপনের হেড লাইনের মতোই কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত চাঁন্দাবাজি ছিলো, আছে, থাকবে। ইয়ে...ইয়ে...ইয়ে...।

[লেখক : চলচ্চিত্রকার]

back to top