alt

উপ-সম্পাদকীয়

পাখি রক্ষায় চাই বাস্তবসম্মত উদ্যোগ

বশিরুল ইসলাম

: মঙ্গলবার, ২৮ জুন ২০২২

পরিবেশ রক্ষায় মানুষের চেয়ে পাখির ভূমিকা কোন অংশেই কম না। পাখি তার ঠোঁট দিয়ে ঠুকরিয়ে খাওয়া ফলের বীজ আপনা থেকেই একসময় পড়ে মাটিতে। আমাদের উর্বর মাটির জাদুর স্পর্শে তা থেকে জন্ম নেয় একেকটি বৃক্ষ তারাও আবার পূর্ণতা লাভ করে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার সংকল্পে। এভাবেই বনায়ন তৈরিতে প্রতিদিন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে পাখিরা। কালের আবর্তে বাংলার প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে বন্ধু প্রতিম এ পাখিরা। হাওর-বাঁওড়, বিল শুকিয়ে যাচ্ছে, এ ছাড়া শুকিয়ে যাচ্ছে আমাদের জলাভূমি, নদী-খালগুলোও, ভরাট হয়ে যাচ্ছে পুকুর। এসব জলাভূমি, হাওর-বাঁওড় থেকে খাবার সংগ্রহ করে বেঁচে থাকে পাখিগুলো।

এ ছাড়া বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে বিভিন্ন কারণে অকারণে। এসব গাছগুলো পাখিদের নিরাপদ আবাসস্থল হিসেবে কাজ করে থাকে। পাখির আবাসস্থল নির্বিচারে ধ্বংস ও বিভিন্ন ফসলের ক্ষেতে কীটনাশক দেয়ার প্রভাবে এসব পাখি আজ বিলুপ্তপ্রায়। আবার বিষযুক্ত খাদ্য খেয়ে প্রাণ হারাচ্ছে পাখিরা। বংশ বৃদ্ধি তো দূরের কথা টিকে থাকাই পাখিদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। আবার জলাভূমি বাণিজ্যিক ব্যবহারের কারণে পাখির বসবাসের পরিবেশ নেই। এ ছাড়া ফল সুরক্ষার নামে কারেন্ট জালের ব্যবহার বেড়েছে। এতে করে বিভিন্ন প্রজাতির পাখি ওই জালে আটকা পড়ে মারা যাচ্ছে। আর নির্বিচারে পাখি শিকার তো আজও চলছে। এসব কারণেই পাখিরা দিন দিন সংখ্যায় কমে যাচ্ছে।

বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে জানা যায়, বাংলাদেশে ৬৫০ প্রজাতির পাখি আছে। এর মধ্যে ৩০টি বর্তমানে বিলুপ্ত, অতীতে ছিল। ৬২০টি প্রজাতির মধ্যে ১৪৩টি প্রজাতির পাখি বাংলাদেশে কালেভদ্রে দেখা যায়। বাকি ৪৭৭ প্রজাতির পাখি বাংলাদেশে নিয়মিত দেখা যায়। এই ৪৭৭ প্রজাতির মধ্যে ৩০১টি বাংলাদেশের ‘আবাসিক’ পাখি। যেগুলো স্থায়ীভাবে এদেশে বাস করে। বাকি ১৭৫টি বাংলাদেশের ‘পরিযায়ী’ পাখি যেগুলো খন্ডকালের জন্য নিয়মিতভাবে এদেশে থাকে। এই ১৭৬ প্রজাতির মধ্যে ১৬০টি শীতে এবং ৬টি গ্রীষ্মে বাংলাদেশে থাকে, বাকি ১০টি বসন্তে এদেশে থাকে, যাদেরকে ‘পান্থ পরিযায়ী’ নামে আখ্যায়িত করা হয়।

১৯৭৪ সালের বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার করা ফৌজদারি অপরাধ। এ সম্পর্কিত আইনে বলা হয়েছে যে, সর্বোচ্চ সাজা ১ বছরের কারাদন্ড এবং ১ লাখ টাকা জরিমানা। একই কাজের পুনরাবৃত্তি হলে ২ বছরের কারাদন্ড, ২ লাখ টাকা এবং উভয় দন্ড প্রযোজ্য। আশা কথা হলো, গত ১৪ ডিসেম্বর ২০২১ সালে পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয় দেশের জীববৈচিত্র্য পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করতে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। আমরা বিশ্বাস করি, নিশ্চয়ই তা পাখি ও বন্যপ্রাণী রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করবে। একটু সচেতনতাই পারে আমাদের দেশটাকে পাখির কলকাকলিতে মুখরিত করে রাখতে।

দেশে আইন আছে; তবু কেন পাখি বিলুপ্ত হয়ে যাবে? আমরা কিছুই করব না। আমাদের করণীয় কিছুই নেই। উত্তর হচ্ছে হ্যাঁ। অনেকভাবে দেশের পাখিগুলোকে বাঁচানো যায়। যার মধ্যে অন্যতম হলো খাচায় ব্রিড করে বনে ছেড়ে দেয়া। এ পদক্ষেপ নিয়ে অস্ট্রেলিয়ার গোল্ডিয়ান ফিঞ্চ পাখি বিলুপ্ত হাত থেকে রক্ষা পেয়েছিল। তখন বন্য থেকে গোল্ডিয়ান এনে ব্রিডারদের দেয়া হয়। তারা অসংখ্য গোল্ডিয়ান উৎপাদন করে। অন্যদিকে কিছু পাখি বনে ছেড়ে দেয়। ফলে বিলুপ্তির হাত থেকে পাখিটি রক্ষা পায়। এছাড়া পাখি রিচার্স কেন্দ্র করা যায়। তারাও পারে বিলুপ্তপ্রায় পাখির প্রজনন ঘটানোর কাজ করতে। এটা মোটেও অসম্ভব কিছু নয়। গাছের পাখিদের জন্য কিছু ফলও রাখা যায়।

আসলে আমাদের দেশে বিচ্ছিন্নভাবে কিছু অভায়ারণ্য আছে বটে। তবে সেগুলোর সঠিক দেখাশোনা নেই। এ অবস্থায় অভয়ারণ্য সৃষ্টি করা দরকার। দরকার পাখির জন্য বাসা গাছে বেধে দেয়া। গাছ লাগানোর কথা যুগ যুগ ধরে বলা হচ্ছে। হাজারো উদ্যোগ। কিন্তু বনভূমির সংখ্যা বাড়ছে না। গাছের সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে। অন্ধ আবেগ নয়। বাস্তবতা মাথায় রেখে বনের পাখি বাঁচাতে হবে। যুগোপযোগী আধুনিক বাস্তবসম্মত উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি।

[লেখক : উপপরিচালক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়]

ছবি

ইতিহাসের এক অবিস্মরণীয় নাম

বৈসাবি : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ষবরণ উৎসব

‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন

উদার-উদ্দাম বৈশাখ চাই

ঈদ নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি, বিস্তৃত হোক সম্প্রীতি ও সৌহার্দ

প্রসঙ্গ: বিদেশি ঋণ

ছাত্ররাজনীতি কি খারাপ?

জাকাত : বিশ্বের প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা

বাংলাদেশ স্কাউটস দিবস : শুরুর কথা

ছবি

সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত

প্রবাসীর ঈদ-ভাবনা

বিশ্ব স্বাস্থ্য দিবস

ধানের ফলন বাড়াতে ক্লাইমেট স্মার্ট গুটি ইউরিয়া প্রযুক্তি

কমিশন কিংবা ভিজিটে জমি রেজিস্ট্রির আইনি বিধান ও প্রাসঙ্গিকতা

ছবি

ঈদের অর্থনীতি

পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতিতে ‘পোস্ট পার্টিশন সিনড্রম’

শিক্ষকের বঞ্চনা, শিক্ষকের বেদনা

নিরাপদ সড়ক কেন চাই

রম্যগদ্য : ‘প্রহরীর সাতশ কোটি টাকা...’

ছবি

অবন্তিকাদের আত্মহনন

শিক্ষাবিষয়ক ভাবনা

অপ্রয়োজনে সিজারিয়ান নয়

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে

আত্মহত্যা রোধে নৈতিক শিক্ষা

আউশ ধান : পরিবেশ ও কৃষকবান্ধব ফসল

ছবি

বিশ্ব অটিজম সচেতনতা দিবস

জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আতুড়ঘর

চেক ডিজঅনার মামলার অধিক্ষেত্র ও প্রাসঙ্গিকতা

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের কৃষি

ছবি

‘হৃৎ কলমের’ পাখি এবং আমাদের জেগে ওঠা

ছবি

ভূগর্ভস্থ পানি সুরক্ষায় বৃষ্টির পানি সংরক্ষণ

প্রসঙ্গ : নিত্যপণ্যের দাম

ছবি

টঙ্ক আন্দোলনের কুমুদিনী হাজং

ঢাকাকে বাসযোগ্য করতে চাই বিকেন্দ্রীকরণ

দূষণমুক্ত পানির বিকল্প নাই

রম্যগদ্য : ‘দুনিয়ার বাঙালি এক হও”

tab

উপ-সম্পাদকীয়

পাখি রক্ষায় চাই বাস্তবসম্মত উদ্যোগ

বশিরুল ইসলাম

মঙ্গলবার, ২৮ জুন ২০২২

পরিবেশ রক্ষায় মানুষের চেয়ে পাখির ভূমিকা কোন অংশেই কম না। পাখি তার ঠোঁট দিয়ে ঠুকরিয়ে খাওয়া ফলের বীজ আপনা থেকেই একসময় পড়ে মাটিতে। আমাদের উর্বর মাটির জাদুর স্পর্শে তা থেকে জন্ম নেয় একেকটি বৃক্ষ তারাও আবার পূর্ণতা লাভ করে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার সংকল্পে। এভাবেই বনায়ন তৈরিতে প্রতিদিন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে পাখিরা। কালের আবর্তে বাংলার প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে বন্ধু প্রতিম এ পাখিরা। হাওর-বাঁওড়, বিল শুকিয়ে যাচ্ছে, এ ছাড়া শুকিয়ে যাচ্ছে আমাদের জলাভূমি, নদী-খালগুলোও, ভরাট হয়ে যাচ্ছে পুকুর। এসব জলাভূমি, হাওর-বাঁওড় থেকে খাবার সংগ্রহ করে বেঁচে থাকে পাখিগুলো।

এ ছাড়া বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে বিভিন্ন কারণে অকারণে। এসব গাছগুলো পাখিদের নিরাপদ আবাসস্থল হিসেবে কাজ করে থাকে। পাখির আবাসস্থল নির্বিচারে ধ্বংস ও বিভিন্ন ফসলের ক্ষেতে কীটনাশক দেয়ার প্রভাবে এসব পাখি আজ বিলুপ্তপ্রায়। আবার বিষযুক্ত খাদ্য খেয়ে প্রাণ হারাচ্ছে পাখিরা। বংশ বৃদ্ধি তো দূরের কথা টিকে থাকাই পাখিদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। আবার জলাভূমি বাণিজ্যিক ব্যবহারের কারণে পাখির বসবাসের পরিবেশ নেই। এ ছাড়া ফল সুরক্ষার নামে কারেন্ট জালের ব্যবহার বেড়েছে। এতে করে বিভিন্ন প্রজাতির পাখি ওই জালে আটকা পড়ে মারা যাচ্ছে। আর নির্বিচারে পাখি শিকার তো আজও চলছে। এসব কারণেই পাখিরা দিন দিন সংখ্যায় কমে যাচ্ছে।

বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে জানা যায়, বাংলাদেশে ৬৫০ প্রজাতির পাখি আছে। এর মধ্যে ৩০টি বর্তমানে বিলুপ্ত, অতীতে ছিল। ৬২০টি প্রজাতির মধ্যে ১৪৩টি প্রজাতির পাখি বাংলাদেশে কালেভদ্রে দেখা যায়। বাকি ৪৭৭ প্রজাতির পাখি বাংলাদেশে নিয়মিত দেখা যায়। এই ৪৭৭ প্রজাতির মধ্যে ৩০১টি বাংলাদেশের ‘আবাসিক’ পাখি। যেগুলো স্থায়ীভাবে এদেশে বাস করে। বাকি ১৭৫টি বাংলাদেশের ‘পরিযায়ী’ পাখি যেগুলো খন্ডকালের জন্য নিয়মিতভাবে এদেশে থাকে। এই ১৭৬ প্রজাতির মধ্যে ১৬০টি শীতে এবং ৬টি গ্রীষ্মে বাংলাদেশে থাকে, বাকি ১০টি বসন্তে এদেশে থাকে, যাদেরকে ‘পান্থ পরিযায়ী’ নামে আখ্যায়িত করা হয়।

১৯৭৪ সালের বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার করা ফৌজদারি অপরাধ। এ সম্পর্কিত আইনে বলা হয়েছে যে, সর্বোচ্চ সাজা ১ বছরের কারাদন্ড এবং ১ লাখ টাকা জরিমানা। একই কাজের পুনরাবৃত্তি হলে ২ বছরের কারাদন্ড, ২ লাখ টাকা এবং উভয় দন্ড প্রযোজ্য। আশা কথা হলো, গত ১৪ ডিসেম্বর ২০২১ সালে পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয় দেশের জীববৈচিত্র্য পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করতে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। আমরা বিশ্বাস করি, নিশ্চয়ই তা পাখি ও বন্যপ্রাণী রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করবে। একটু সচেতনতাই পারে আমাদের দেশটাকে পাখির কলকাকলিতে মুখরিত করে রাখতে।

দেশে আইন আছে; তবু কেন পাখি বিলুপ্ত হয়ে যাবে? আমরা কিছুই করব না। আমাদের করণীয় কিছুই নেই। উত্তর হচ্ছে হ্যাঁ। অনেকভাবে দেশের পাখিগুলোকে বাঁচানো যায়। যার মধ্যে অন্যতম হলো খাচায় ব্রিড করে বনে ছেড়ে দেয়া। এ পদক্ষেপ নিয়ে অস্ট্রেলিয়ার গোল্ডিয়ান ফিঞ্চ পাখি বিলুপ্ত হাত থেকে রক্ষা পেয়েছিল। তখন বন্য থেকে গোল্ডিয়ান এনে ব্রিডারদের দেয়া হয়। তারা অসংখ্য গোল্ডিয়ান উৎপাদন করে। অন্যদিকে কিছু পাখি বনে ছেড়ে দেয়। ফলে বিলুপ্তির হাত থেকে পাখিটি রক্ষা পায়। এছাড়া পাখি রিচার্স কেন্দ্র করা যায়। তারাও পারে বিলুপ্তপ্রায় পাখির প্রজনন ঘটানোর কাজ করতে। এটা মোটেও অসম্ভব কিছু নয়। গাছের পাখিদের জন্য কিছু ফলও রাখা যায়।

আসলে আমাদের দেশে বিচ্ছিন্নভাবে কিছু অভায়ারণ্য আছে বটে। তবে সেগুলোর সঠিক দেখাশোনা নেই। এ অবস্থায় অভয়ারণ্য সৃষ্টি করা দরকার। দরকার পাখির জন্য বাসা গাছে বেধে দেয়া। গাছ লাগানোর কথা যুগ যুগ ধরে বলা হচ্ছে। হাজারো উদ্যোগ। কিন্তু বনভূমির সংখ্যা বাড়ছে না। গাছের সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে। অন্ধ আবেগ নয়। বাস্তবতা মাথায় রেখে বনের পাখি বাঁচাতে হবে। যুগোপযোগী আধুনিক বাস্তবসম্মত উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি।

[লেখক : উপপরিচালক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়]

back to top