মোস্তাফা জব্বার
ছয় ॥
বঙ্গবন্ধুর দেয়া বিভিন্ন ভাষণে নতুন এ ব্যবস্থায় একটি শোষণমুক্ত বাংলাদেশের প্রতিশ্রুতি ফুটে উঠেছিল। বঙ্গবন্ধু বলেছিলেন, রাজনৈতিক স্বাধীনতা ব্যর্থ হয়ে যায় যদি অর্থনৈতিক স্বাধীনতা না আসে। যদি দুঃখী মানুষ পেট ভরে ভাত খেতে না পারে, কাপড় পড়তে না পারে, বেকার যদি কাজ না পায়, বেকার সমস্যা দূর না হয়, তাহলে মানুষের জীবনে শান্তি ফিরে আসতে পারে না। দুর্নীতিবাজদের চরিত্র সম্বন্ধে তিনি সম্যক জানতেন। তিনি বলতেন যে ফাঁকি দেয় সে দুর্নীতিবাজ। যে ঘুষ খায় সে দুর্নীতিবাজ। যে স্মাগলিং করে সে দুর্নীতিবাজ। যে ব্লাকমার্কেটিং করে সে দুর্নীতিবাজ। যে হোর্ড করে সে দুর্নীতিবাজ। যারা কর্তব্য পালন করে না তারা দুর্নীতিবাজ। যারা বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাজ। যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করার জন্য বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন। তিনি ইংরেজ আমলের, পাকিস্তানি আমলের যে ঘুণে ধরা শাসনব্যবস্থা তা চলতে দেয়ার ঘোর বিরোধী ছিলেন। একে নতুন করে ঢেলে সাজানোর স্বপ্ন ছিল। দেশের মঙ্গলের জন্য তার অবিরাম চেষ্টা ছিল। বঙ্গবন্ধু তার তিন বছর শাসনামলের অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেছিলেন, ‘আমি আমার স্থির বিশ্বাসে পৌঁছেছি এবং তাই জনগণকে পৌঁছিয়ে দিতে হবে শাসনতন্ত্রের মর্মকথা।’
তিনি বিশ্বাস করতেন যে, সরকারি আইন করে কোনদিন দুর্নীতিবাজদের দমন করা সম্ভব নয় জনগণের সমর্থন প্রয়োজন। তিনি তার ৭ মার্চ প্রদত্ত বক্তৃতার কথা স্মরু করে বলেন, ‘ঘরে ঘরে দুর্গ গড়ে জেহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে শত্রুর বিরুদ্ধে। আজকে আমি বলবো, বাংলার জনগণের এক নম্বর কাজ হবে, দুর্নীতিবাজদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। আমি আপনাদের সাহায্য চাই। কেমন করে করতে হবে। আইন চালাবো, ক্ষমা করব না। যাকে পাবো ছাড়বো না। একটা কাজ আপনাদের করতে হবে। গণআন্দোলন করতে হবে।’
তিনি জাপানের জমির সঙ্গে বাংলাদেশের জমির উর্বরতার কথা তুলে ধরে জনগণকে খাদ্য ফসল উৎপাদনে উৎসাহ জোগান। জনসংখ্যা ও জাতীয় ঐক্যের ওপর তিনি অশেষ গুরুত্ব আরোপ করেন। অত্যন্ত সাধারণ ও জনপ্রিয় ভাষায় তিনি জনগণের কাছে অকপটে এ বিষয় তুলে ধরে সবাইর আন্তরিক সহযোগিতা চেয়েছিলেন। এ উদ্দেশ্যে তিনি ব্যাপকভিত্তিক জাতীয় দলের শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। বাংলাদেশের সমাজ ব্যবস্থা সম্বন্ধে বঙ্গবন্ধু বলেছিলেন-
সমাজ ব্যবস্থায় যেন ঘুণে ধরেছে। এই সমাজের প্রতি চরম আঘাত করতে চাই- যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের। যে আঘাত করতে চাই এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে। আমি আপনাদের সমর্থন চাই...। কিন্তু একটা কথা, এই যে নতুন সিস্টেমে যেতে চাচ্ছি আমি, গ্রামে গ্রামে বহুমুখী কো-অপারেটিভ করা হবে। পাঁচ বছরের প্ল্যান- এই বাংলাদেশের ৬৫ হাজার গ্রামে কো-অপারেটিভ হবে। প্রত্যেকটি গ্রামে এই কো-অপারেটিভ এ জমির মালিকের জমি থাকবে। এগুলো বহুমুখী কো-অপারেটিভ হবে। পয়সা যাবে তাদের কাছে, ফার্টিলাইজার যাবে তাদের কাছে, টেস্ট রিলিফ যাবে তাদের কাছে, ওয়ার্কস প্রোগ্রাম যাবে তাদের কাছে। ...আমি ঘোষণা করছি আজকে যে, পাঁচ বছরের প্লানে প্রত্যেকটি গ্রামে পাঁচশত থেকে হাজার ফ্যামিলি পর্যন্ত নিয়ে কম্পালসারি কো-অপারেটিভ হবে।
আপনাদের জমির ফসল আপনি নেবেন, একটি অংশ যাবে কো-অপারেটিভের হাতে, একটি অংশ যাবে গভর্নমেন্টের হাতে। ... সমস্ত মহকুমা জেলা হয়ে যাবে। যেখানে তারা সরকার চালাবেন- এভাবে আমি একটা সিস্টেমের চিন্তা করছি এবং করবো বলে ইনশাআল্লাহ আমি ঠিক করেছি। ... কি করে আমরা বাঁচতে পারি তার বন্দোবস্ত করতে হবে। বিচার বিভাগকে নতুন করে এমন করতে হবে যে থানায় ট্রাইব্যুনাল করার চেষ্টা করছি এবং সেখানে মানুষ এক বছর বা দেড় বছরের মধ্যে বিচার পাবে-তার বন্দোবস্ত করছি। এই যে চারটি প্রোগ্রাম দিলাম, এই যে আমি কো-অপারেটিভ করব, থানা কাউন্সিল করব, সাবডিভিশনাল কাউন্সিল হবে, আর আমি যে আপনাদের কাছ থেকে দ্বিগুণ ফসল চেয়েছি, জমিতে যে ফসল হয় তার ডাবল, কলকারখানায় কাজ। সরকারি কর্মচারী ভাইয়েরা একটু ইনডিসিপ্লিন হয়ে গেছে। অফিসে যান ঠিকমতো, কাজ করেন। আপনাদের কষ্ট আছে ... আমি জানি। দুঃখী মানুষ আপনারা। আপনারা কাজ করেন। যাদের পেটে খাবার নাই তাদের ওপর ট্যাক্স বসিয়ে আমি আপনাদের পুষাতে পারব না। প্রোডাকশন বাড়লে আপনাদেরও উন্নতি হবে।
বহুদিন রাজনীতি করেছি। ১৮ বছর বয়স থেকে। তখন বোধহয় ১৯৩৮ সাল। তারপর চোঙ্গা মুখে দিয়ে রাজনীতি করেছি, রাস্তায় হেঁটেছি, পায়ে হেঁটেছি, ফুটপাতে ঘুমিয়েছি। সেই রাজনীতি থেকে আজ এ পর্যন্ত এসেছি। আমি বলতে চাই না যে, আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি। সাধারণ মানুষ থেকে আমি চোঙ্গা ফুঁকেছি। সাইকেলে ঘুরেছি, গ্রামে গ্রামে ঘুরে রাজনীতি করেছি। আমি জানি, একটা খবরের কাগজ চলতে পারে না, যদি অ্যাডভার্টাইজমেন্ট না পায়। বছরের পর বছর এই টাকা কোনো পলিটিক্যাল পার্টি ব্যয় করতে পারে বলে আমার জানা নাই। আর আমি হলাম বিগেস্ট পলিটিক্যাল পার্টি লিডার। আমি দেশে একটা পার্টি গড়ে তুলেছি এবং চালিয়েছি, যো নাম্বার ওয়ান পলিটিক্যাল পার্টি অব বাংলাদেশ, কিন্তু আমি একটি ডেইলি কাগজ চালাতে পারি না। বরং মানিক ভাইয়ের এবিলিটি এবং এক্সপেরিয়েন্স ছিল, ইত্তেফাক কাগজ চালাতেন তিনি। তা থেকে আমাদের সমর্থন করতেন। অথচ এই তিন বছরের মধ্যে দেখা গেল, এমন কাগজও চললো, যে কাগজ বছরে ১ ইঞ্চি অ্যাডভার্টাইজমেন্ট পায় নাই। কিন্তু একটা কাগজ করতে মাসে কমপক্ষে এক লাখ সোয়া লাখ দেড় লাখ টাকা খরচ হয়। আজকে এই টাকা তারা কোথায় থেকে পায়? কে দেয় তাদের এই টাকা, কোথা থেকে আসে? তারপর ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলতে যে পদার্থ বাংলাদেশে আছে, তাদের এতো টাকা আছে বলে আমার জানা নাই। ... এখন কিছু লোক নতুন টাকার মানুষ হয়েছে কিন্তু ইন্ডাস্ট্রিতো আমরা নিয়ে নিলাম। দেখা গেল যে, বিদেশের কিছু কিছু জায়গা থেকে পয়সা পেয়ে তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, গোলমাল সৃষ্টি করে।
বঙ্গবন্ধু বলেছিলেন, রাজনৈতিক স্বাধীনতা ব্যর্থ হয়ে যায় যদি অর্থনৈতিক স্বাধীনতা না আসে। যদি দুঃখী মানুষ পেট ভরে ভাত খেতে না পারে, কাপড় পড়তে না পারে, বেকার যদি কাজ না পায়, বেকার সমস্যা দূর না হয়, তাহলে মানুষের জীবনে শান্তি ফিরে আসতে পারে না
দ্বিতীয় কথা হলো, আমরা এই সিস্টেম ইন্ট্রোডিউস করলাম কেন? এই যে আমাদের সমাজ এখানে দেখতে পাই- আমি অনেক চিন্তা করেছি, বহুদিন কারাগারে একলা বসে বসে চিন্তা করতে সময় পেয়েছি এসব বিষয়ে যে, আমার দেশের ২০% লোক শিক্ষিত। তার মধ্যে আমরা ১০% বা ৫% লোক লেখাপড়া কিছুটা জানি; কিন্তু একচুয়াল জো পিপল, তাদেরসহ সবাইকে একতাবদ্ধ করতে না পারলে সমাজের দুর্দিনে দেশের মঙ্গল হতে পারে না। ... আমার সমাজে তো শতকরা ২০ জনের বেশি শিক্ষিত নন- এদের মধ্যে সমস্ত লোককে একতাবদ্ধ করে দেশের মঙ্গলের জন্য যদি এগিয়ে যেতে না পারি, তবে দেশের মঙ্গল করা কষ্টকর হবে। সেজন্য নতুন সৃষ্টির কথা বহুদিন পর্যন্ত চিন্তা করেছি।
একদল বলে আমরা পলিটিশিয়ান, একদল বলে আমরা ব্যুরোক্রেট। তাদের অ্যাটিটিউড হলো হাউ টু ডিসক্রেডিট পলিটিশিয়ান। পলিটিশিয়ানরা তাদের স্ট্রেংথ দেখাবার জন্য বলতো যে, অলরাইট, গেট আউট। এ নিয়ে সমস্ত দেশ ভাগ ভাগ অবস্থার মধ্যে থাকতো। এই সন্দেহটা দূর করা দরকার এবং দূর করে সবাই যে এক এবং সবাই যে দেশকে ভালবাসে এবং মঙ্গল চায়- এটা প্রমাণ করতে হবে।
আমার সমাজে যে সমস্ত গুণী-জ্ঞানী লোক আছেন ও অন্য ধরনের যত লোক আছেন তাদের নিয়ে আমার একটা পুল করা দরকার। এই পুল আমি কিনতে পারি যদি আমি নতুন একটা সিস্টেম চালু করি এবং একটা নতুন দল সৃষ্টি করি- জাতীয় দল, যার মধ্যে এক মত, এক পথ, এক ভাব এক হয়ে দেশকে ভালোবাসা যায়। পয়সা-কড়ি খরচ করে অন্য ধরনের রাজনীতি করা যায়। তাতে দেখা গেছে যে, সত্যিকারের ভালো লোক অনেক সময় নাও আসতে পারে। কিন্তু এতে সত্যিকারের ভালো লোক আসবে বলে আমি বিশ্বাস করি। সেজন্য এই সিস্টেম করা হয়েছে। জাতীয় ঐক্য আমরা করতে পারবো। যারা দেশকে ভালোবাসে না, দেশের সাথে বেইমানি করছিল, তাদের সবাইকে আমরা ক্ষমা করলাম। স্বাধীনতার সাথে যারা বিশ্বাসঘাতকতা করলো, বেইমানি করল, রাজাকার হলো, তাদেরও আমরা ক্ষমা করে দিলাম। অন্য দেশে বিপ্লবের পরে এভাবে ক্ষমা করে নাই। একেবারে নির্মূল করে দিয়েছে।
কিন্তু আমরা ক্ষমা করলাম। বললাম যে, ঠিক আছে, তওবা করো, আল্লাহ তোমাদের ঈমান দিক। তোমরা দেশের জন্য কাজ করো। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী। তাদের মধ্যে একটা গ্রুপ সেই শত্রু- যে শত্রু আমাদের এখানে ম্যাসাকার করল, তাদের মাধ্যমে লন্ডনে বসে অর্থ খরচ করে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে আরম্ভ করলো। তাদের কি অধিকার আছে বাংলাদেশের রাজনীতি করবার? প্রভিন্স হবে ষাটটি জেলার। প্রত্যেক জেলার জন্য একজন গভর্নর থাকবেন। সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবেন।
[লেখক : তথ্যপ্রযুক্তিবিদ, কলামিস্ট, দেশের প্রথম ডিজিটাল নিউজ সার্ভিস আবাস-এর চেয়ারম্যান; সাংবাদিক, বিজয় কীবোর্ড ও সফটওয়্যার এবং বিজয় ডিজিটাল শিক্ষা সফটওয়্যারের উদ্ভাবক]
মোস্তাফা জব্বার
সোমবার, ২০ মার্চ ২০২৩
ছয় ॥
বঙ্গবন্ধুর দেয়া বিভিন্ন ভাষণে নতুন এ ব্যবস্থায় একটি শোষণমুক্ত বাংলাদেশের প্রতিশ্রুতি ফুটে উঠেছিল। বঙ্গবন্ধু বলেছিলেন, রাজনৈতিক স্বাধীনতা ব্যর্থ হয়ে যায় যদি অর্থনৈতিক স্বাধীনতা না আসে। যদি দুঃখী মানুষ পেট ভরে ভাত খেতে না পারে, কাপড় পড়তে না পারে, বেকার যদি কাজ না পায়, বেকার সমস্যা দূর না হয়, তাহলে মানুষের জীবনে শান্তি ফিরে আসতে পারে না। দুর্নীতিবাজদের চরিত্র সম্বন্ধে তিনি সম্যক জানতেন। তিনি বলতেন যে ফাঁকি দেয় সে দুর্নীতিবাজ। যে ঘুষ খায় সে দুর্নীতিবাজ। যে স্মাগলিং করে সে দুর্নীতিবাজ। যে ব্লাকমার্কেটিং করে সে দুর্নীতিবাজ। যে হোর্ড করে সে দুর্নীতিবাজ। যারা কর্তব্য পালন করে না তারা দুর্নীতিবাজ। যারা বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাজ। যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করার জন্য বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন। তিনি ইংরেজ আমলের, পাকিস্তানি আমলের যে ঘুণে ধরা শাসনব্যবস্থা তা চলতে দেয়ার ঘোর বিরোধী ছিলেন। একে নতুন করে ঢেলে সাজানোর স্বপ্ন ছিল। দেশের মঙ্গলের জন্য তার অবিরাম চেষ্টা ছিল। বঙ্গবন্ধু তার তিন বছর শাসনামলের অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেছিলেন, ‘আমি আমার স্থির বিশ্বাসে পৌঁছেছি এবং তাই জনগণকে পৌঁছিয়ে দিতে হবে শাসনতন্ত্রের মর্মকথা।’
তিনি বিশ্বাস করতেন যে, সরকারি আইন করে কোনদিন দুর্নীতিবাজদের দমন করা সম্ভব নয় জনগণের সমর্থন প্রয়োজন। তিনি তার ৭ মার্চ প্রদত্ত বক্তৃতার কথা স্মরু করে বলেন, ‘ঘরে ঘরে দুর্গ গড়ে জেহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে শত্রুর বিরুদ্ধে। আজকে আমি বলবো, বাংলার জনগণের এক নম্বর কাজ হবে, দুর্নীতিবাজদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। আমি আপনাদের সাহায্য চাই। কেমন করে করতে হবে। আইন চালাবো, ক্ষমা করব না। যাকে পাবো ছাড়বো না। একটা কাজ আপনাদের করতে হবে। গণআন্দোলন করতে হবে।’
তিনি জাপানের জমির সঙ্গে বাংলাদেশের জমির উর্বরতার কথা তুলে ধরে জনগণকে খাদ্য ফসল উৎপাদনে উৎসাহ জোগান। জনসংখ্যা ও জাতীয় ঐক্যের ওপর তিনি অশেষ গুরুত্ব আরোপ করেন। অত্যন্ত সাধারণ ও জনপ্রিয় ভাষায় তিনি জনগণের কাছে অকপটে এ বিষয় তুলে ধরে সবাইর আন্তরিক সহযোগিতা চেয়েছিলেন। এ উদ্দেশ্যে তিনি ব্যাপকভিত্তিক জাতীয় দলের শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। বাংলাদেশের সমাজ ব্যবস্থা সম্বন্ধে বঙ্গবন্ধু বলেছিলেন-
সমাজ ব্যবস্থায় যেন ঘুণে ধরেছে। এই সমাজের প্রতি চরম আঘাত করতে চাই- যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের। যে আঘাত করতে চাই এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে। আমি আপনাদের সমর্থন চাই...। কিন্তু একটা কথা, এই যে নতুন সিস্টেমে যেতে চাচ্ছি আমি, গ্রামে গ্রামে বহুমুখী কো-অপারেটিভ করা হবে। পাঁচ বছরের প্ল্যান- এই বাংলাদেশের ৬৫ হাজার গ্রামে কো-অপারেটিভ হবে। প্রত্যেকটি গ্রামে এই কো-অপারেটিভ এ জমির মালিকের জমি থাকবে। এগুলো বহুমুখী কো-অপারেটিভ হবে। পয়সা যাবে তাদের কাছে, ফার্টিলাইজার যাবে তাদের কাছে, টেস্ট রিলিফ যাবে তাদের কাছে, ওয়ার্কস প্রোগ্রাম যাবে তাদের কাছে। ...আমি ঘোষণা করছি আজকে যে, পাঁচ বছরের প্লানে প্রত্যেকটি গ্রামে পাঁচশত থেকে হাজার ফ্যামিলি পর্যন্ত নিয়ে কম্পালসারি কো-অপারেটিভ হবে।
আপনাদের জমির ফসল আপনি নেবেন, একটি অংশ যাবে কো-অপারেটিভের হাতে, একটি অংশ যাবে গভর্নমেন্টের হাতে। ... সমস্ত মহকুমা জেলা হয়ে যাবে। যেখানে তারা সরকার চালাবেন- এভাবে আমি একটা সিস্টেমের চিন্তা করছি এবং করবো বলে ইনশাআল্লাহ আমি ঠিক করেছি। ... কি করে আমরা বাঁচতে পারি তার বন্দোবস্ত করতে হবে। বিচার বিভাগকে নতুন করে এমন করতে হবে যে থানায় ট্রাইব্যুনাল করার চেষ্টা করছি এবং সেখানে মানুষ এক বছর বা দেড় বছরের মধ্যে বিচার পাবে-তার বন্দোবস্ত করছি। এই যে চারটি প্রোগ্রাম দিলাম, এই যে আমি কো-অপারেটিভ করব, থানা কাউন্সিল করব, সাবডিভিশনাল কাউন্সিল হবে, আর আমি যে আপনাদের কাছ থেকে দ্বিগুণ ফসল চেয়েছি, জমিতে যে ফসল হয় তার ডাবল, কলকারখানায় কাজ। সরকারি কর্মচারী ভাইয়েরা একটু ইনডিসিপ্লিন হয়ে গেছে। অফিসে যান ঠিকমতো, কাজ করেন। আপনাদের কষ্ট আছে ... আমি জানি। দুঃখী মানুষ আপনারা। আপনারা কাজ করেন। যাদের পেটে খাবার নাই তাদের ওপর ট্যাক্স বসিয়ে আমি আপনাদের পুষাতে পারব না। প্রোডাকশন বাড়লে আপনাদেরও উন্নতি হবে।
বহুদিন রাজনীতি করেছি। ১৮ বছর বয়স থেকে। তখন বোধহয় ১৯৩৮ সাল। তারপর চোঙ্গা মুখে দিয়ে রাজনীতি করেছি, রাস্তায় হেঁটেছি, পায়ে হেঁটেছি, ফুটপাতে ঘুমিয়েছি। সেই রাজনীতি থেকে আজ এ পর্যন্ত এসেছি। আমি বলতে চাই না যে, আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি। সাধারণ মানুষ থেকে আমি চোঙ্গা ফুঁকেছি। সাইকেলে ঘুরেছি, গ্রামে গ্রামে ঘুরে রাজনীতি করেছি। আমি জানি, একটা খবরের কাগজ চলতে পারে না, যদি অ্যাডভার্টাইজমেন্ট না পায়। বছরের পর বছর এই টাকা কোনো পলিটিক্যাল পার্টি ব্যয় করতে পারে বলে আমার জানা নাই। আর আমি হলাম বিগেস্ট পলিটিক্যাল পার্টি লিডার। আমি দেশে একটা পার্টি গড়ে তুলেছি এবং চালিয়েছি, যো নাম্বার ওয়ান পলিটিক্যাল পার্টি অব বাংলাদেশ, কিন্তু আমি একটি ডেইলি কাগজ চালাতে পারি না। বরং মানিক ভাইয়ের এবিলিটি এবং এক্সপেরিয়েন্স ছিল, ইত্তেফাক কাগজ চালাতেন তিনি। তা থেকে আমাদের সমর্থন করতেন। অথচ এই তিন বছরের মধ্যে দেখা গেল, এমন কাগজও চললো, যে কাগজ বছরে ১ ইঞ্চি অ্যাডভার্টাইজমেন্ট পায় নাই। কিন্তু একটা কাগজ করতে মাসে কমপক্ষে এক লাখ সোয়া লাখ দেড় লাখ টাকা খরচ হয়। আজকে এই টাকা তারা কোথায় থেকে পায়? কে দেয় তাদের এই টাকা, কোথা থেকে আসে? তারপর ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলতে যে পদার্থ বাংলাদেশে আছে, তাদের এতো টাকা আছে বলে আমার জানা নাই। ... এখন কিছু লোক নতুন টাকার মানুষ হয়েছে কিন্তু ইন্ডাস্ট্রিতো আমরা নিয়ে নিলাম। দেখা গেল যে, বিদেশের কিছু কিছু জায়গা থেকে পয়সা পেয়ে তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, গোলমাল সৃষ্টি করে।
বঙ্গবন্ধু বলেছিলেন, রাজনৈতিক স্বাধীনতা ব্যর্থ হয়ে যায় যদি অর্থনৈতিক স্বাধীনতা না আসে। যদি দুঃখী মানুষ পেট ভরে ভাত খেতে না পারে, কাপড় পড়তে না পারে, বেকার যদি কাজ না পায়, বেকার সমস্যা দূর না হয়, তাহলে মানুষের জীবনে শান্তি ফিরে আসতে পারে না
দ্বিতীয় কথা হলো, আমরা এই সিস্টেম ইন্ট্রোডিউস করলাম কেন? এই যে আমাদের সমাজ এখানে দেখতে পাই- আমি অনেক চিন্তা করেছি, বহুদিন কারাগারে একলা বসে বসে চিন্তা করতে সময় পেয়েছি এসব বিষয়ে যে, আমার দেশের ২০% লোক শিক্ষিত। তার মধ্যে আমরা ১০% বা ৫% লোক লেখাপড়া কিছুটা জানি; কিন্তু একচুয়াল জো পিপল, তাদেরসহ সবাইকে একতাবদ্ধ করতে না পারলে সমাজের দুর্দিনে দেশের মঙ্গল হতে পারে না। ... আমার সমাজে তো শতকরা ২০ জনের বেশি শিক্ষিত নন- এদের মধ্যে সমস্ত লোককে একতাবদ্ধ করে দেশের মঙ্গলের জন্য যদি এগিয়ে যেতে না পারি, তবে দেশের মঙ্গল করা কষ্টকর হবে। সেজন্য নতুন সৃষ্টির কথা বহুদিন পর্যন্ত চিন্তা করেছি।
একদল বলে আমরা পলিটিশিয়ান, একদল বলে আমরা ব্যুরোক্রেট। তাদের অ্যাটিটিউড হলো হাউ টু ডিসক্রেডিট পলিটিশিয়ান। পলিটিশিয়ানরা তাদের স্ট্রেংথ দেখাবার জন্য বলতো যে, অলরাইট, গেট আউট। এ নিয়ে সমস্ত দেশ ভাগ ভাগ অবস্থার মধ্যে থাকতো। এই সন্দেহটা দূর করা দরকার এবং দূর করে সবাই যে এক এবং সবাই যে দেশকে ভালবাসে এবং মঙ্গল চায়- এটা প্রমাণ করতে হবে।
আমার সমাজে যে সমস্ত গুণী-জ্ঞানী লোক আছেন ও অন্য ধরনের যত লোক আছেন তাদের নিয়ে আমার একটা পুল করা দরকার। এই পুল আমি কিনতে পারি যদি আমি নতুন একটা সিস্টেম চালু করি এবং একটা নতুন দল সৃষ্টি করি- জাতীয় দল, যার মধ্যে এক মত, এক পথ, এক ভাব এক হয়ে দেশকে ভালোবাসা যায়। পয়সা-কড়ি খরচ করে অন্য ধরনের রাজনীতি করা যায়। তাতে দেখা গেছে যে, সত্যিকারের ভালো লোক অনেক সময় নাও আসতে পারে। কিন্তু এতে সত্যিকারের ভালো লোক আসবে বলে আমি বিশ্বাস করি। সেজন্য এই সিস্টেম করা হয়েছে। জাতীয় ঐক্য আমরা করতে পারবো। যারা দেশকে ভালোবাসে না, দেশের সাথে বেইমানি করছিল, তাদের সবাইকে আমরা ক্ষমা করলাম। স্বাধীনতার সাথে যারা বিশ্বাসঘাতকতা করলো, বেইমানি করল, রাজাকার হলো, তাদেরও আমরা ক্ষমা করে দিলাম। অন্য দেশে বিপ্লবের পরে এভাবে ক্ষমা করে নাই। একেবারে নির্মূল করে দিয়েছে।
কিন্তু আমরা ক্ষমা করলাম। বললাম যে, ঠিক আছে, তওবা করো, আল্লাহ তোমাদের ঈমান দিক। তোমরা দেশের জন্য কাজ করো। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী। তাদের মধ্যে একটা গ্রুপ সেই শত্রু- যে শত্রু আমাদের এখানে ম্যাসাকার করল, তাদের মাধ্যমে লন্ডনে বসে অর্থ খরচ করে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে আরম্ভ করলো। তাদের কি অধিকার আছে বাংলাদেশের রাজনীতি করবার? প্রভিন্স হবে ষাটটি জেলার। প্রত্যেক জেলার জন্য একজন গভর্নর থাকবেন। সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবেন।
[লেখক : তথ্যপ্রযুক্তিবিদ, কলামিস্ট, দেশের প্রথম ডিজিটাল নিউজ সার্ভিস আবাস-এর চেয়ারম্যান; সাংবাদিক, বিজয় কীবোর্ড ও সফটওয়্যার এবং বিজয় ডিজিটাল শিক্ষা সফটওয়্যারের উদ্ভাবক]