বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে পয়ঃনিষ্কাশনের জন্য রাস্তার পাশে ছোট ছোট ড্রেন নির্মাণ করা হয়েছে। জব্বারের মোড়, টিএসসি, কে আর মার্কেটসহ বিভিন্ন আবাসিক হলের পাশ দিয়ে নির্মাণ করা হয় এসব ড্রেন। ক্যাম্পাসের আবর্জনা ও ময়লা পানি নিষ্কাশিত হয় এসব ড্রেন দিয়ে।
কিন্তু দুঃখজনক ব্যাপার এসব ড্রেনে নেই কোনো ঢাকনা। রাস্তার পাশে হওয়ায় ড্রেনগুলো বিপজ্জনক হয়ে উঠেছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। অন্ধকারে অনেকেই ড্রেনের অবস্থান বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি ক্রমশ বেড়ে যাচ্ছে।
অনতিবিলম্বে এসব ড্রেনে ঢাকনার ব্যবস্থা করে পথচারী ও যানবাহনের নিরাপদ চলাচল ও মশার উপদ্রব নিধনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শিলমুন নাহার মুন
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে পয়ঃনিষ্কাশনের জন্য রাস্তার পাশে ছোট ছোট ড্রেন নির্মাণ করা হয়েছে। জব্বারের মোড়, টিএসসি, কে আর মার্কেটসহ বিভিন্ন আবাসিক হলের পাশ দিয়ে নির্মাণ করা হয় এসব ড্রেন। ক্যাম্পাসের আবর্জনা ও ময়লা পানি নিষ্কাশিত হয় এসব ড্রেন দিয়ে।
কিন্তু দুঃখজনক ব্যাপার এসব ড্রেনে নেই কোনো ঢাকনা। রাস্তার পাশে হওয়ায় ড্রেনগুলো বিপজ্জনক হয়ে উঠেছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। অন্ধকারে অনেকেই ড্রেনের অবস্থান বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি ক্রমশ বেড়ে যাচ্ছে।
অনতিবিলম্বে এসব ড্রেনে ঢাকনার ব্যবস্থা করে পথচারী ও যানবাহনের নিরাপদ চলাচল ও মশার উপদ্রব নিধনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শিলমুন নাহার মুন