সম্প্রতি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ভয়াবাহ আকার ধারণ করেছে। ট্রেন ভ্রমণের প্রতি মানুষের আগ্রহের কমতি না থাকলেও কিছু অনাকাক্সিক্ষত ও ভয়ঙ্কর ঘটনা যাত্রীদের মনে আতঙ্ক সৃষ্টি করছে। গত কয়েক মাসে পূর্বাঞ্চল রেলেই যাত্রীবাহী ট্রেনে শতাধিক পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অনেকে গুরুতর আহত হয়েছে। পাশাপাশি ট্রেনের গ্লাস তথা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
১৯৮০ সালের রেলওয়ে আইনের ১২৭ ধারায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের জন্য ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ১০ বছরের কারাদ- থেকে যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা আছে। এ অপরাধে কোনো যাত্রী মারা গেলে ৩০২ ধারায় মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। পাথর নিক্ষেপকারী অপ্রাপ্তবয়স্ক হলে সেক্ষেত্রে তার অভিভাবকের শাস্তির বিধান রয়েছে।
এতসব আইন থাকার পরও কোনভাবেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করা সম্ভব হচ্ছে না। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করার লক্ষ্যে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সময়োপযোগী কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ছালেহ আহমদ বিন জাহেরী
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
সম্প্রতি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ভয়াবাহ আকার ধারণ করেছে। ট্রেন ভ্রমণের প্রতি মানুষের আগ্রহের কমতি না থাকলেও কিছু অনাকাক্সিক্ষত ও ভয়ঙ্কর ঘটনা যাত্রীদের মনে আতঙ্ক সৃষ্টি করছে। গত কয়েক মাসে পূর্বাঞ্চল রেলেই যাত্রীবাহী ট্রেনে শতাধিক পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অনেকে গুরুতর আহত হয়েছে। পাশাপাশি ট্রেনের গ্লাস তথা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
১৯৮০ সালের রেলওয়ে আইনের ১২৭ ধারায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের জন্য ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ১০ বছরের কারাদ- থেকে যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা আছে। এ অপরাধে কোনো যাত্রী মারা গেলে ৩০২ ধারায় মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। পাথর নিক্ষেপকারী অপ্রাপ্তবয়স্ক হলে সেক্ষেত্রে তার অভিভাবকের শাস্তির বিধান রয়েছে।
এতসব আইন থাকার পরও কোনভাবেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করা সম্ভব হচ্ছে না। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করার লক্ষ্যে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সময়োপযোগী কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ছালেহ আহমদ বিন জাহেরী