নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে উত্তোলিত ৩টি স্তূপে ৫ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহানের নেতৃত্বে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। অভিযানে সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং মনোহরদী থানা পুলিশের সদস্যরা।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া জানান, বালু জব্দ করে নিলামের জন্য লাল পতাকা টাঙানো হয়েছে।বালুগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। পরিবেশ বিপন্নকারী সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।
বুধবার, ০৭ মে ২০২৫
নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে উত্তোলিত ৩টি স্তূপে ৫ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহানের নেতৃত্বে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। অভিযানে সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং মনোহরদী থানা পুলিশের সদস্যরা।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া জানান, বালু জব্দ করে নিলামের জন্য লাল পতাকা টাঙানো হয়েছে।বালুগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। পরিবেশ বিপন্নকারী সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।