রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে একাধিক স্থানে পাহাড় ধসের কারণে ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে যান চলাচল চালু হয় বলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার নিশ্চিত করেছেন।
ভোর ৪টা থেকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র ও খাগড়াছড়ির মধ্যে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়। এতে পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েন। যান চলাচল স্বাভাবিক হওয়ায় তারা ফিরতে শুরু করেছেন।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুর্বণ দেব বর্মন জানান, সড়ক খুলে দেওয়ায় আটকেপড়া পর্যটকরা বাড়ি ফিরছেন।
ইউএনও শিরীন আক্তার বলেন, সকাল থেকে স্থানীয় লোকজন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে ধসে পড়া মাটি সরানো হয়। এরপর বেলা আড়াইটা থেকে সড়ক স্বাভাবিক করা হয়।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে একাধিক স্থানে পাহাড় ধসের কারণে ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে যান চলাচল চালু হয় বলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার নিশ্চিত করেছেন।
ভোর ৪টা থেকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র ও খাগড়াছড়ির মধ্যে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়। এতে পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েন। যান চলাচল স্বাভাবিক হওয়ায় তারা ফিরতে শুরু করেছেন।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুর্বণ দেব বর্মন জানান, সড়ক খুলে দেওয়ায় আটকেপড়া পর্যটকরা বাড়ি ফিরছেন।
ইউএনও শিরীন আক্তার বলেন, সকাল থেকে স্থানীয় লোকজন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে ধসে পড়া মাটি সরানো হয়। এরপর বেলা আড়াইটা থেকে সড়ক স্বাভাবিক করা হয়।