সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী লেগুনা বৃষ্টিতে তলিয়ে যাওয়া খোলা গর্তে পড়ে উল্টে গেছে। এ ঘটনায় দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও নারীসহ আরো তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে ডিইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বদিউল আলম গাজী ও উনিমাস ক্যাপ ফ্যাক্টরির পোশাক শ্রমিক হৃদয় মিয়া। অপরদিকে আহতরা হলেন- বিলকিস, সুব্রত পাল ও নুরুল ইসলাম। তবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ।
পথচারীরা জানান, বিকেলে প্রচন্ড বৃষ্টি হওয়াঢ়র কারণে জামগড়ায় সড়ক পানিতে তলিয়ে যায়। এসময় সড়কে পানির জটলা বাঁধে। ওই সময় জামগড়া থেকে যাত্রী নিয়ে আশুলিয়ায় যাচ্ছিলেন একটি লেগুনা। এসময় জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এসে পৌঁছালে লেগুনাটি পানি ভর্তি খোলা গর্তে পড়ে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে কর্মকর্তা মো. পারভেজ আলী বলেন, আশুলিয়ার জামগড়ায় লেগুনা দুর্ঘটনায় পাঁচজনকে হাসপাতাল নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, লেগুনা গর্তে পড়ে গিয়ে উল্টে যায়। এঘটনায় দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে তিনজন। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী লেগুনা বৃষ্টিতে তলিয়ে যাওয়া খোলা গর্তে পড়ে উল্টে গেছে। এ ঘটনায় দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও নারীসহ আরো তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে ডিইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বদিউল আলম গাজী ও উনিমাস ক্যাপ ফ্যাক্টরির পোশাক শ্রমিক হৃদয় মিয়া। অপরদিকে আহতরা হলেন- বিলকিস, সুব্রত পাল ও নুরুল ইসলাম। তবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ।
পথচারীরা জানান, বিকেলে প্রচন্ড বৃষ্টি হওয়াঢ়র কারণে জামগড়ায় সড়ক পানিতে তলিয়ে যায়। এসময় সড়কে পানির জটলা বাঁধে। ওই সময় জামগড়া থেকে যাত্রী নিয়ে আশুলিয়ায় যাচ্ছিলেন একটি লেগুনা। এসময় জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এসে পৌঁছালে লেগুনাটি পানি ভর্তি খোলা গর্তে পড়ে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে কর্মকর্তা মো. পারভেজ আলী বলেন, আশুলিয়ার জামগড়ায় লেগুনা দুর্ঘটনায় পাঁচজনকে হাসপাতাল নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, লেগুনা গর্তে পড়ে গিয়ে উল্টে যায়। এঘটনায় দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে তিনজন। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।