চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার রাতে তাকে পটিয়া থানা থেকে সরিয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়।
পটিয়া থানায় ছাত্রলীগের এক নেতাকে আটক এবং উত্তেজনার পর শুরু হওয়া বিক্ষোভ-অবরোধের মুখে পুলিশের এই পদক্ষেপ নেয়া হলো। গত মঙ্গলবার রাতে ওই নেতাকে আটক করার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মীরা প্রতিবাদ জানিয়ে পটিয়া থানায় অভিযান চালায়। পুলিশের লাঠিচার্জে আন্দোলনকারীরা আহত হন।
বিক্ষুব্ধরা বুধবার সকাল থেকে পটিয়া থানা ঘেরাও করে এবং সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। তারা ওসি ছাড়াও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের এসপির অপসারণ দাবি জানায়।
এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা বিকেলে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ বিকালে কার্যালয়ে আসেন এবং কিছুক্ষণ আলোচনা শেষে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার জানান, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার রাতে তাকে পটিয়া থানা থেকে সরিয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়।
পটিয়া থানায় ছাত্রলীগের এক নেতাকে আটক এবং উত্তেজনার পর শুরু হওয়া বিক্ষোভ-অবরোধের মুখে পুলিশের এই পদক্ষেপ নেয়া হলো। গত মঙ্গলবার রাতে ওই নেতাকে আটক করার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মীরা প্রতিবাদ জানিয়ে পটিয়া থানায় অভিযান চালায়। পুলিশের লাঠিচার্জে আন্দোলনকারীরা আহত হন।
বিক্ষুব্ধরা বুধবার সকাল থেকে পটিয়া থানা ঘেরাও করে এবং সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। তারা ওসি ছাড়াও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের এসপির অপসারণ দাবি জানায়।
এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা বিকেলে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ বিকালে কার্যালয়ে আসেন এবং কিছুক্ষণ আলোচনা শেষে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার জানান, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।