ছবি : সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়েন এক দম্পতি। এতে তাদের ৮ মাস বয়সি শিশুসন্তান হামদান নিহত হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে আধুনগর স্টেশনের কাছাকাছি রশিদের পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর বাবা-মা হলেন আব্দুর রাজ্জাক ও লিজা আক্তার, তারা কক্সবাজার সদরের পিএমখালী এলাকার বাসিন্দা।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ হোসেন জানান, ট্রেনটির ‘ড’ বগিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখে আতঙ্কিত হয়ে রাজ্জাক ও লিজা তাদের সন্তানকে নিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে গুরুতর আহত হয় শিশুটি।
স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই শিশুটিকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত দম্পতিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, পরিবারটি সাতকানিয়া স্টেশন থেকে প্রবাল এক্সপ্রেসে ওঠেন এবং কক্সবাজার যাচ্ছিলেন। প্রতিদিন বিকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রবাল এক্সপ্রেস ট্রেনটি।
ছবি : সংগৃহীত
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়েন এক দম্পতি। এতে তাদের ৮ মাস বয়সি শিশুসন্তান হামদান নিহত হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে আধুনগর স্টেশনের কাছাকাছি রশিদের পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর বাবা-মা হলেন আব্দুর রাজ্জাক ও লিজা আক্তার, তারা কক্সবাজার সদরের পিএমখালী এলাকার বাসিন্দা।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ হোসেন জানান, ট্রেনটির ‘ড’ বগিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখে আতঙ্কিত হয়ে রাজ্জাক ও লিজা তাদের সন্তানকে নিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে গুরুতর আহত হয় শিশুটি।
স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই শিশুটিকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত দম্পতিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, পরিবারটি সাতকানিয়া স্টেশন থেকে প্রবাল এক্সপ্রেসে ওঠেন এবং কক্সবাজার যাচ্ছিলেন। প্রতিদিন বিকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রবাল এক্সপ্রেস ট্রেনটি।