কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং বোন শাহিনা বেগম। নিহত মামুন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা এবং উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে জড়িয়ে ছিল দুটি পরিবার। সকালে ওই বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় তারা। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “আপন চাচাতো ভাইদের মধ্যে দেয়ালের সীমানা নিয়ে প্রথমে ঝগড়া হয়। পরে সংঘর্ষে খতিব মাওলানা মামুন, আব্দুল মান্নান ও শাহিনা বেগম নিহত হন।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।”
রোববার, ০৬ এপ্রিল ২০২৫
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং বোন শাহিনা বেগম। নিহত মামুন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা এবং উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে জড়িয়ে ছিল দুটি পরিবার। সকালে ওই বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় তারা। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “আপন চাচাতো ভাইদের মধ্যে দেয়ালের সীমানা নিয়ে প্রথমে ঝগড়া হয়। পরে সংঘর্ষে খতিব মাওলানা মামুন, আব্দুল মান্নান ও শাহিনা বেগম নিহত হন।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।”