গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জে স্থানীয় বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া ‘আপন দুলাল’ গীতিনাট্যটি অবশেষে মঞ্চায়নের সিদ্ধান্ত হয়েছে। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় আগামী শনিবার সকাল ১১টায় আগের নির্ধারিত স্থানেই নাটকটি প্রদর্শিত হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইউএনও সাংবাদিকদের জানান, আয়োজকেরা নাটকটি আগের স্থানেই মঞ্চস্থ করবেন এবং প্রশাসন তাদের সার্বিক সহযোগিতা দেবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজক, পুলিশ, রাজনৈতিক দল ও সামাজিক প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল আমীন, থানা-পুলিশ, নাট্যকর্মী, ছাত্র আন্দোলনের নেতা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে নাটকটির ৫২তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৫২ বছর ধরে এই মাঠে স্থানীয় সংস্কৃতিকর্মীরা নাটক, পালাগানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে আসছেন। কিন্তু মসজিদ কমিটির কিছু ব্যক্তি এবং এলাকাবাসীর একাংশের আপত্তির মুখে নাটকটি বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় নাট্যকর্মী খন্দকার শাহাদাত হোসেন বলেন, ‘আপন দুলাল’ একটি নারী চরিত্রবর্জিত পরিশীলিত গীতিনাট্য। তবুও মঞ্চায়নের আগ মুহূর্তে বাধা দিয়ে আয়োজকদের সমস্ত প্রস্তুতি নষ্ট করে দেওয়া হয়।
রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম ও সভাপতি জানান, সমাজে কু-প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় তারা আয়োজকদের অনুরোধ করেন নাটক বন্ধ রাখতে। তবে নাটকটি “অশ্লীল” নয় বলে আয়োজকদের দাবি।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নাটক বন্ধ হওয়ার পেছনে ধর্মীয় নয়, বরং রাজনৈতিক বিরোধ ভূমিকা রেখেছে। আয়োজক কমিটির এক সদস্য যুবদলের এবং নাটক বন্ধে ভূমিকা রাখা ব্যক্তিরা উপজেলা বিএনপির সংশ্লিষ্ট হওয়ায় বিরোধ দেখা দেয়।
পল্লবী থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সব পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। ফলে নাটকটি নির্ধারিত সময় ও স্থানে মঞ্চস্থ হবে।
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জে স্থানীয় বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া ‘আপন দুলাল’ গীতিনাট্যটি অবশেষে মঞ্চায়নের সিদ্ধান্ত হয়েছে। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় আগামী শনিবার সকাল ১১টায় আগের নির্ধারিত স্থানেই নাটকটি প্রদর্শিত হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইউএনও সাংবাদিকদের জানান, আয়োজকেরা নাটকটি আগের স্থানেই মঞ্চস্থ করবেন এবং প্রশাসন তাদের সার্বিক সহযোগিতা দেবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজক, পুলিশ, রাজনৈতিক দল ও সামাজিক প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল আমীন, থানা-পুলিশ, নাট্যকর্মী, ছাত্র আন্দোলনের নেতা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে নাটকটির ৫২তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৫২ বছর ধরে এই মাঠে স্থানীয় সংস্কৃতিকর্মীরা নাটক, পালাগানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে আসছেন। কিন্তু মসজিদ কমিটির কিছু ব্যক্তি এবং এলাকাবাসীর একাংশের আপত্তির মুখে নাটকটি বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় নাট্যকর্মী খন্দকার শাহাদাত হোসেন বলেন, ‘আপন দুলাল’ একটি নারী চরিত্রবর্জিত পরিশীলিত গীতিনাট্য। তবুও মঞ্চায়নের আগ মুহূর্তে বাধা দিয়ে আয়োজকদের সমস্ত প্রস্তুতি নষ্ট করে দেওয়া হয়।
রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম ও সভাপতি জানান, সমাজে কু-প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় তারা আয়োজকদের অনুরোধ করেন নাটক বন্ধ রাখতে। তবে নাটকটি “অশ্লীল” নয় বলে আয়োজকদের দাবি।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নাটক বন্ধ হওয়ার পেছনে ধর্মীয় নয়, বরং রাজনৈতিক বিরোধ ভূমিকা রেখেছে। আয়োজক কমিটির এক সদস্য যুবদলের এবং নাটক বন্ধে ভূমিকা রাখা ব্যক্তিরা উপজেলা বিএনপির সংশ্লিষ্ট হওয়ায় বিরোধ দেখা দেয়।
পল্লবী থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সব পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। ফলে নাটকটি নির্ধারিত সময় ও স্থানে মঞ্চস্থ হবে।