ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের কুমিল্লামুখী লেনে এই হামলার ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট (৩২)। তিনি কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, “মামুন তিন নারীর সঙ্গে একটি বাসে করে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন। গৌরীপুর বাসস্ট্যান্ডে বাস থামলে তিনি পানি কিনতে নিচে নামেন। এ সময় ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।”
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহত মামুনের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে।
কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি জুনায়েত।
শনিবার, ২৬ জুলাই ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের কুমিল্লামুখী লেনে এই হামলার ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট (৩২)। তিনি কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, “মামুন তিন নারীর সঙ্গে একটি বাসে করে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন। গৌরীপুর বাসস্ট্যান্ডে বাস থামলে তিনি পানি কিনতে নিচে নামেন। এ সময় ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।”
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহত মামুনের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে।
কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি জুনায়েত।