খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেওয়ায় এক ব্যবসায়ীকে ফাঁড়িতে ডেকে নিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় মেরুং পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হাসানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, মঙ্গলবার বিকালে স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী ইসমাইল হোসেনকে ফাঁড়িতে নিয়ে মারধরের অভিযোগ ওঠে নাজমুল হাসানের বিরুদ্ধে। পরে বুধবার সকালে তাকে ক্লোজড করা হয়।
২৭ বছর বয়সী ইসমাইল হোসেন জানান, তিন দিন আগে ফাঁড়ির ইনচার্জ তার কাছে ফ্রি ওয়াইফাই সংযোগ চান। তিনি রাজি না হওয়ায় মঙ্গলবার বিকালে ফাঁড়িতে ডেকে নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তার দুই হাত গুরুতর জখম হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ফাঁড়ির সামনে বিক্ষোভে নামলে ওসি মো. জাকারিয়া উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন এসআই নাজমুল হাসান। তবে ওসি জাকারিয়া বলেন, তিনি দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। নাজমুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বুধবার, ২০ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেওয়ায় এক ব্যবসায়ীকে ফাঁড়িতে ডেকে নিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় মেরুং পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হাসানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, মঙ্গলবার বিকালে স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী ইসমাইল হোসেনকে ফাঁড়িতে নিয়ে মারধরের অভিযোগ ওঠে নাজমুল হাসানের বিরুদ্ধে। পরে বুধবার সকালে তাকে ক্লোজড করা হয়।
২৭ বছর বয়সী ইসমাইল হোসেন জানান, তিন দিন আগে ফাঁড়ির ইনচার্জ তার কাছে ফ্রি ওয়াইফাই সংযোগ চান। তিনি রাজি না হওয়ায় মঙ্গলবার বিকালে ফাঁড়িতে ডেকে নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তার দুই হাত গুরুতর জখম হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ফাঁড়ির সামনে বিক্ষোভে নামলে ওসি মো. জাকারিয়া উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন এসআই নাজমুল হাসান। তবে ওসি জাকারিয়া বলেন, তিনি দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। নাজমুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।