গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ ফুকরা গ্রামের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ট্রাক চালক শামীম মোল্লা (২৫), বাস হেলপার রাব্বী মোল্লা (১৭) ও বাসযাত্রী মানস সরকার (৪১)। নিহতদের মধ্যে শামীম ও মানস ঘটনাস্থলেই মারা যান, আর রাব্বী মারা যান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
কাশিয়ানী থানার ওসি খোন্দকার হাফিজুর রহমান জানান, মোংলা থেকে ছেড়ে আসা নিউ বলেশ্বর পরিবহনের বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। পথে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, “রাত ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছিল।”
শুক্রবার, ১৬ মে ২০২৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ ফুকরা গ্রামের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ট্রাক চালক শামীম মোল্লা (২৫), বাস হেলপার রাব্বী মোল্লা (১৭) ও বাসযাত্রী মানস সরকার (৪১)। নিহতদের মধ্যে শামীম ও মানস ঘটনাস্থলেই মারা যান, আর রাব্বী মারা যান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
কাশিয়ানী থানার ওসি খোন্দকার হাফিজুর রহমান জানান, মোংলা থেকে ছেড়ে আসা নিউ বলেশ্বর পরিবহনের বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। পথে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, “রাত ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছিল।”