গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্মীয় সভার নামে ২২ কোটি টাকার চাল আত্মসাতে দুদকের দায়ের করা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ১০জনকে অর্ন্তভুক্ত করে এজাহার নামীয় ১০জন আসামীকে বাদ দিয়ে আদালতে চার্জশিট (অভিযোপত্র) দাখিল করা হয়েছে। এজাহার নামীয় আসামীদের বাদ দেওয়ায় সচেতনমহলে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রায় ৫ বছর পর সম্প্রতি এ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে আদালতে। ২০১৬-১৭ অর্থ বছরে ২ হাজার ২৫৩টি ধর্মীয় সভার নামে ৫ হাজার ৮২৩ টন চাল বরাদ্দ আসে। কিন্তু তৎকালীন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের যোগসাজশে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর এই চাল আত্মসাৎ করেন।
বিষয়টি জানাজানি হলে ২০২১ সালের ২৬ আগস্ট ১৬ ইউপি চেয়ারম্যানসহ ১৯ জনের নামে দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বাদী হয়ে মামলা করেন।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্মীয় সভার নামে ২২ কোটি টাকার চাল আত্মসাতে দুদকের দায়ের করা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ১০জনকে অর্ন্তভুক্ত করে এজাহার নামীয় ১০জন আসামীকে বাদ দিয়ে আদালতে চার্জশিট (অভিযোপত্র) দাখিল করা হয়েছে। এজাহার নামীয় আসামীদের বাদ দেওয়ায় সচেতনমহলে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রায় ৫ বছর পর সম্প্রতি এ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে আদালতে। ২০১৬-১৭ অর্থ বছরে ২ হাজার ২৫৩টি ধর্মীয় সভার নামে ৫ হাজার ৮২৩ টন চাল বরাদ্দ আসে। কিন্তু তৎকালীন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের যোগসাজশে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর এই চাল আত্মসাৎ করেন।
বিষয়টি জানাজানি হলে ২০২১ সালের ২৬ আগস্ট ১৬ ইউপি চেয়ারম্যানসহ ১৯ জনের নামে দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বাদী হয়ে মামলা করেন।