ফাইল ছবি
চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন মূল গেইট ধসে পড়ে পাঁচ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ফয়’স লেকের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আরমান (৩০), সোহেল (২৩), রনি (২০), হৃদয় (২০) ও রাকিব (১৯)। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান বলেন, “গেইটটির ওপরের অংশ নির্মাণের সময় ধসে পড়ে। এতে নিচে থাকা পাঁচ শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, আহতদের চিকিৎসা চলছে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে।
ফাইল ছবি
শনিবার, ১৭ মে ২০২৫
চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন মূল গেইট ধসে পড়ে পাঁচ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ফয়’স লেকের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আরমান (৩০), সোহেল (২৩), রনি (২০), হৃদয় (২০) ও রাকিব (১৯)। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান বলেন, “গেইটটির ওপরের অংশ নির্মাণের সময় ধসে পড়ে। এতে নিচে থাকা পাঁচ শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, আহতদের চিকিৎসা চলছে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে।