বাংলাদেশ বিমানের একটি বোয়িং ৭৮৭–৯ ড্রিমলাইনার (বিজি১৪৮) যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের ২৭ মিনিট পর আবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা ৫৮ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে বলে জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল।
বিজি১৪৮ ফ্লাইটটি আরব আমিরাতের দুবাই থেকে সকাল সোয়া ৭টায় চট্টগ্রামে নামে। সেখান থেকে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড়ন্ত অবস্থায় যান্ত্রিক গোলযোগ দেখা দিলে নোয়াখালীর উড়িরচর এলাকাজুড়ে ঘুরে সেটি শাহ আমানতে ফিরে আসে। বর্তমানে উড়োজাহাজটি বিমানবন্দরের বে–৮–এ রাখা হয়েছে। ঠিক কী ধরনের ত্রুটি হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ইব্রাহীম খলিল।
ফ্লাইটরাডার২৪–এর তথ্যেও দেখা গেছে, শাহ আমানত থেকে আকাশে উঠার পর উড়োজাহাজটি ঘুরে আবার চট্টগ্রামেই নেমে আসে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
বাংলাদেশ বিমানের একটি বোয়িং ৭৮৭–৯ ড্রিমলাইনার (বিজি১৪৮) যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের ২৭ মিনিট পর আবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা ৫৮ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে বলে জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল।
বিজি১৪৮ ফ্লাইটটি আরব আমিরাতের দুবাই থেকে সকাল সোয়া ৭টায় চট্টগ্রামে নামে। সেখান থেকে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড়ন্ত অবস্থায় যান্ত্রিক গোলযোগ দেখা দিলে নোয়াখালীর উড়িরচর এলাকাজুড়ে ঘুরে সেটি শাহ আমানতে ফিরে আসে। বর্তমানে উড়োজাহাজটি বিমানবন্দরের বে–৮–এ রাখা হয়েছে। ঠিক কী ধরনের ত্রুটি হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ইব্রাহীম খলিল।
ফ্লাইটরাডার২৪–এর তথ্যেও দেখা গেছে, শাহ আমানত থেকে আকাশে উঠার পর উড়োজাহাজটি ঘুরে আবার চট্টগ্রামেই নেমে আসে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।