আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত এক আবৃত্তি অনুষ্ঠান জাসাস নেতাদের বাধার কারণে মাঝপথে পণ্ড হয়ে গেছে, পাশাপাশি এক আবৃত্তিকারকে হেনস্তার অভিযোগও উঠেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর বোস ব্রাদার্স সংলগ্ন টিঅ্যান্ডটি অফিসের সামনের গেটে ‘চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন’ আয়োজিত এই অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আয়োজকদের দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাদের বাধার কারণে তারা অনুষ্ঠান চালিয়ে যেতে পারেননি।
আয়োজকদের একজন জানান, সকাল ১০টার পর থেকে বিভিন্ন সংগঠনের শিল্পীরা একক আবৃত্তি পরিবেশন করছিলেন। ১১টার দিকে একজন শিল্পী কবি রবিউল হুসাইনের ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতা আবৃত্তি করছিলেন, তখনই জাসাস চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মুসা বাবলু ও সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের নেতৃত্বে অনুষ্ঠানস্থলে বাধা দেওয়া হয়।
তিনি আরও বলেন, "ওই শিল্পীকে কান ধরে উঠবস করানো হয় এবং বাধার মুখে আমাদের অনুষ্ঠান বন্ধ করতে হয়।"
তবে জাসাস নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন বলেন, "আমরা অনুষ্ঠান বন্ধ করিনি, স্থানীয় জনগণ জনস্বার্থে এটি বন্ধ করেছে। আমরা শুধু তাদের পাশে ছিলাম।"
তিনি আরও বলেন, "অনুষ্ঠানে আবৃত্তিকৃত কবিতাগুলোতে শেখ মুজিবসহ বিভিন্ন শব্দ ব্যবহৃত হয়, যা আক্রমণাত্মক। ‘স্বাধীন দেশে আবার পাকিস্তানি শকুন’— এমন কথার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা চালানো হয়েছে। তাই স্থানীয়রা প্রতিবাদ জানান। আয়োজকরা আমাদের কাছে দুঃখ প্রকাশ করে স্থান ত্যাগ করেন।"
ঘটনার বিষয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, "টিঅ্যান্ডটি অফিসের সামনে একটি অনুষ্ঠানে সমস্যা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়, তবে আয়োজকদের কাউকে পাওয়া যায়নি। কেউ আনুষ্ঠানিক অভিযোগও করেনি।"
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত এক আবৃত্তি অনুষ্ঠান জাসাস নেতাদের বাধার কারণে মাঝপথে পণ্ড হয়ে গেছে, পাশাপাশি এক আবৃত্তিকারকে হেনস্তার অভিযোগও উঠেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর বোস ব্রাদার্স সংলগ্ন টিঅ্যান্ডটি অফিসের সামনের গেটে ‘চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন’ আয়োজিত এই অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আয়োজকদের দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাদের বাধার কারণে তারা অনুষ্ঠান চালিয়ে যেতে পারেননি।
আয়োজকদের একজন জানান, সকাল ১০টার পর থেকে বিভিন্ন সংগঠনের শিল্পীরা একক আবৃত্তি পরিবেশন করছিলেন। ১১টার দিকে একজন শিল্পী কবি রবিউল হুসাইনের ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতা আবৃত্তি করছিলেন, তখনই জাসাস চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মুসা বাবলু ও সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের নেতৃত্বে অনুষ্ঠানস্থলে বাধা দেওয়া হয়।
তিনি আরও বলেন, "ওই শিল্পীকে কান ধরে উঠবস করানো হয় এবং বাধার মুখে আমাদের অনুষ্ঠান বন্ধ করতে হয়।"
তবে জাসাস নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন বলেন, "আমরা অনুষ্ঠান বন্ধ করিনি, স্থানীয় জনগণ জনস্বার্থে এটি বন্ধ করেছে। আমরা শুধু তাদের পাশে ছিলাম।"
তিনি আরও বলেন, "অনুষ্ঠানে আবৃত্তিকৃত কবিতাগুলোতে শেখ মুজিবসহ বিভিন্ন শব্দ ব্যবহৃত হয়, যা আক্রমণাত্মক। ‘স্বাধীন দেশে আবার পাকিস্তানি শকুন’— এমন কথার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা চালানো হয়েছে। তাই স্থানীয়রা প্রতিবাদ জানান। আয়োজকরা আমাদের কাছে দুঃখ প্রকাশ করে স্থান ত্যাগ করেন।"
ঘটনার বিষয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, "টিঅ্যান্ডটি অফিসের সামনে একটি অনুষ্ঠানে সমস্যা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়, তবে আয়োজকদের কাউকে পাওয়া যায়নি। কেউ আনুষ্ঠানিক অভিযোগও করেনি।"