চট্টগ্রামের সিটি গেইট এলাকায় দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানের পেছনে মাছবাহী একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার ভোর সোয়া ৫টার দিকে নগরীর আকবর শাহ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হয়েছেন।
আকবর শাহ থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে মাছ কিনে চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে তাদের বহনকারী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে হতাহতদের উদ্ধার করে।
নিহতরা হলেন—সীতাকুণ্ডের বাসিন্দা রনি দাশ (২৫), আকাশ দাশ (২৬), অজিত দাশ (২৪), জুয়েল দাশ (১৮) ও মোহাম্মদ সোহাগ (৩২)। সবাই মাছ বিক্রেতা ছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
সোমবার, ১৮ আগস্ট ২০২৫
চট্টগ্রামের সিটি গেইট এলাকায় দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানের পেছনে মাছবাহী একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার ভোর সোয়া ৫টার দিকে নগরীর আকবর শাহ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হয়েছেন।
আকবর শাহ থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে মাছ কিনে চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে তাদের বহনকারী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে হতাহতদের উদ্ধার করে।
নিহতরা হলেন—সীতাকুণ্ডের বাসিন্দা রনি দাশ (২৫), আকাশ দাশ (২৬), অজিত দাশ (২৪), জুয়েল দাশ (১৮) ও মোহাম্মদ সোহাগ (৩২)। সবাই মাছ বিক্রেতা ছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।