চট্টগ্রামে মুজিবনগর দিবস উপলক্ষে অনুষ্ঠিত একটি মিছিলে ‘জয় বাংলা’ ও শেখ হাসিনার নামে স্লোগানের পর পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজনকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে নগরীর বহদ্দারহাট মোড়ে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষ হওয়ার পরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন– দিদারুল আলম (৪৩), আরিছ উদ্দিন নুরু (২৯), শাহেদ (২৮), জুয়েল (২৬) ও সুমন ওরফে বান্ডিয়া (২৫)। এদের সবার বাড়ি চান্দগাঁও থানা এলাকায়।
পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার, রাষ্ট্রবিরোধী তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে ওসি আফতাব উদ্দিন বলেন, “মিছিলের নামে কেউ রাষ্ট্রবিরোধী তৎপরতায় লিপ্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা ভিডিও বিশ্লেষণ করছি এবং আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার ও মোহাম্মদ হানিফ নামে এক যুবলীগ নেতার নাম সংবলিত ব্যানার বহন করছিলেন। তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
চট্টগ্রামে মুজিবনগর দিবস উপলক্ষে অনুষ্ঠিত একটি মিছিলে ‘জয় বাংলা’ ও শেখ হাসিনার নামে স্লোগানের পর পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজনকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে নগরীর বহদ্দারহাট মোড়ে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষ হওয়ার পরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন– দিদারুল আলম (৪৩), আরিছ উদ্দিন নুরু (২৯), শাহেদ (২৮), জুয়েল (২৬) ও সুমন ওরফে বান্ডিয়া (২৫)। এদের সবার বাড়ি চান্দগাঁও থানা এলাকায়।
পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার, রাষ্ট্রবিরোধী তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে ওসি আফতাব উদ্দিন বলেন, “মিছিলের নামে কেউ রাষ্ট্রবিরোধী তৎপরতায় লিপ্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা ভিডিও বিশ্লেষণ করছি এবং আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার ও মোহাম্মদ হানিফ নামে এক যুবলীগ নেতার নাম সংবলিত ব্যানার বহন করছিলেন। তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।